Smartphone in India: সম্প্রতি ভারতে সেরা স্মার্টফোন কোনগুলি! দেখুন ছবিতে

উত্‍সবের মরসুমে অ্যাপল, স্যামসাং, শাওমি, রিয়েলমে এবং আরও অনেক সংস্থা নয়া স্মার্টফোন লঞ্চ করেছে।, গত কয়েক সপ্তাহ ধরে আইফোন ১৩ সিরিজ, মটোরোলা এজ ২০ প্রো, শাওমি ১১ লাইট ৫ জি এনই, রিয়েলমে নারজো ৫০ সিরিজ এবং আরও অনেক কিছু ভারতে লঞ্চ হয়েছে।

| Edited By: | Updated on: Oct 14, 2021 | 6:42 PM
আইফোন ১৩ সিরিজ- অ্যাপল আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স সহ মোট চারটি নতুন আইফোন চালু করেছে। ভারতে, নতুন আইফোন ৬৯,৯০০টাকা থেকে শুরু হয় এবং ১,৭৯,৯০০ টাকা পর্যন্ত দাম করেছে সংস্থা।

আইফোন ১৩ সিরিজ- অ্যাপল আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স সহ মোট চারটি নতুন আইফোন চালু করেছে। ভারতে, নতুন আইফোন ৬৯,৯০০টাকা থেকে শুরু হয় এবং ১,৭৯,৯০০ টাকা পর্যন্ত দাম করেছে সংস্থা।

1 / 6
Motorola Edge 20 Pro- দাম শুরু ৩৬, ৯৯৯টাকা থেকে। এতে রয়েছে ১৪৪Hz ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ১০৮-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৩২-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Motorola Edge 20 Pro- দাম শুরু ৩৬, ৯৯৯টাকা থেকে। এতে রয়েছে ১৪৪Hz ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ১০৮-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৩২-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

2 / 6
Xiaomi 11 Lite 5G NE- চলতি বছরের জুন মাসেই এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। এতে এতে ৯০Hz রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮G প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪২৫০mAh ব্যাটারি সহ OLED ডিসপ্লে রয়েছে। দাম শুরু ২৬, ৯৯৯টাকা থেকে।

Xiaomi 11 Lite 5G NE- চলতি বছরের জুন মাসেই এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। এতে এতে ৯০Hz রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮G প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪২৫০mAh ব্যাটারি সহ OLED ডিসপ্লে রয়েছে। দাম শুরু ২৬, ৯৯৯টাকা থেকে।

3 / 6
Realme Narzo 50A, Narzo 50i- ভারতে এই মডেলের স্মার্টফোনের দাম ৭,৪৯৯টাকা থেকে শুরু। Realme Narzo 50A-এর দাম পড়বে ১১, ৪৯৯টাকা। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬০০০ mAh ব্যাটারি এবং একটি HD+ ডিসপ্লে।

Realme Narzo 50A, Narzo 50i- ভারতে এই মডেলের স্মার্টফোনের দাম ৭,৪৯৯টাকা থেকে শুরু। Realme Narzo 50A-এর দাম পড়বে ১১, ৪৯৯টাকা। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬০০০ mAh ব্যাটারি এবং একটি HD+ ডিসপ্লে।

4 / 6
Samsung Galaxy M52 5G- দাম শুরু ২৯,৯৯৯টাকা থেকে। এতে রয়েছে ১২০Hz ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৭৮G প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৫,০০০mAh ব্যাটারি।

Samsung Galaxy M52 5G- দাম শুরু ২৯,৯৯৯টাকা থেকে। এতে রয়েছে ১২০Hz ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৭৮G প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৫,০০০mAh ব্যাটারি।

5 / 6
Oppo Reno 6 Pro 5G Diwali Edition- সোনালী রঙের ডিজাইনের এই ফোনটির দাম প্রায় ৪১,৯৯০টাকা।

Oppo Reno 6 Pro 5G Diwali Edition- সোনালী রঙের ডিজাইনের এই ফোনটির দাম প্রায় ৪১,৯৯০টাকা।

6 / 6
Follow Us: