Pigeon Poop: পায়রার মল মারাত্মক অ্যালার্জির কারণ! বারান্দা বা ছাদ পরিস্কার করার সময় মাথায় রাখুন এই ট্রিকসগুলি

Tips and Tricks: গরমের সময় বাড়ির ছাদে বা বারান্দায় বহু পাখির আনাগোনা লেগেই থাকে। অনেকেই এই খুদে প্রাণীদের জন্য বারান্দায় বা ছাদে বাটিতে করে জল ও শস্যদানা দিয়ে রাখতে পছন্দ করেন।

| Edited By: | Updated on: Jun 14, 2022 | 11:43 PM
গরমের দিনগুলিতে ওদেরও চাই একটু আরাম। তাই বাড়ির বারান্দায় রেখে দেওয়া জলের জায়গা পাখিদের জন্য দারুণ স্বস্তির কাজ করে। কিন্তু সেই সঙ্গে ছাদ ও বারান্দার মত খোলা জায়গাগুলিতে পায়রা ও অন্যান্য পাখিদের মলে নোংরা হয়ে যায়। হাঁটা পর্যন্ত কঠিন হয়ে পড়ে সেখানে।

গরমের দিনগুলিতে ওদেরও চাই একটু আরাম। তাই বাড়ির বারান্দায় রেখে দেওয়া জলের জায়গা পাখিদের জন্য দারুণ স্বস্তির কাজ করে। কিন্তু সেই সঙ্গে ছাদ ও বারান্দার মত খোলা জায়গাগুলিতে পায়রা ও অন্যান্য পাখিদের মলে নোংরা হয়ে যায়। হাঁটা পর্যন্ত কঠিন হয়ে পড়ে সেখানে।

1 / 7
পাখিদের এই কীর্তিতে ছাদ ও বারান্দা পরিস্কার করা কিন্তু বেশ কঠিন একটি কাজ। তবে চিন্তা করার কিছু নেই। পাখিদের মল পরিস্কার করারও রয়েছে কিছু সহজ ট্রিকস, যা আপনার কাজে লাগতে পারে...

পাখিদের এই কীর্তিতে ছাদ ও বারান্দা পরিস্কার করা কিন্তু বেশ কঠিন একটি কাজ। তবে চিন্তা করার কিছু নেই। পাখিদের মল পরিস্কার করারও রয়েছে কিছু সহজ ট্রিকস, যা আপনার কাজে লাগতে পারে...

2 / 7
পায়রার মল পরিস্কার করার সময় কয়েকটি জিনিস মাথায় রাখবেন। পায়রার মল কিন্তু বিষাক্তষ মল পরিস্কার করার সময় নিজেকে আগে রক্ষা করবেন। কারণ পায়রার মল সাংঘাতিক অ্যালার্জি সৃষ্টি করে। তাই পরিস্কার করার আগে ফেস মাস্ক ও গ্লাভস পরতে ভুলবেন না।

পায়রার মল পরিস্কার করার সময় কয়েকটি জিনিস মাথায় রাখবেন। পায়রার মল কিন্তু বিষাক্তষ মল পরিস্কার করার সময় নিজেকে আগে রক্ষা করবেন। কারণ পায়রার মল সাংঘাতিক অ্যালার্জি সৃষ্টি করে। তাই পরিস্কার করার আগে ফেস মাস্ক ও গ্লাভস পরতে ভুলবেন না।

3 / 7
ক্লিনজিং লিক্যুইড ঘরেই তৈরি করুন। পায়রার জেদি পায়খানা পরিস্কার করার জন্য একটি বালতিতে ১ কাপ ভিনিগার, ১ কাপ জল ও ২ চা চামচ ডিশ ওয়াশিং লিক্যুইড মিশিয়ে একটি ক্লিনজিং লিক্যুইড তৈরি করুন। এই মিশ্রণটি দিয়ে পুরো বারান্দায় ছড়িয়ে দিন। ১৫ মিনিট পর মেঝে স্ক্রাব করলেই সম্পূর্ণ পরিস্কার হয়ে যাবে।

ক্লিনজিং লিক্যুইড ঘরেই তৈরি করুন। পায়রার জেদি পায়খানা পরিস্কার করার জন্য একটি বালতিতে ১ কাপ ভিনিগার, ১ কাপ জল ও ২ চা চামচ ডিশ ওয়াশিং লিক্যুইড মিশিয়ে একটি ক্লিনজিং লিক্যুইড তৈরি করুন। এই মিশ্রণটি দিয়ে পুরো বারান্দায় ছড়িয়ে দিন। ১৫ মিনিট পর মেঝে স্ক্রাব করলেই সম্পূর্ণ পরিস্কার হয়ে যাবে।

4 / 7
ফ্লোর ক্লিনার তৈরি করুন বাড়িতেই। পায়রা ও অন্যান্য পাখিদের মল পরিস্কার করার পাশাপাশি মেঝে থেকে ব্যাকটেরিয়া নির্মূল করাও খুব গুরুত্বপূর্ণ। এই জন্য ফ্লোর ক্লিনার ব্যবহার করতে পারেন। এতে সোডিয়াম হাইপোক্লোরাইট মেঝেকে ব্যাকটেরিয়ামুক্ত করতে সাহায্য করে।

ফ্লোর ক্লিনার তৈরি করুন বাড়িতেই। পায়রা ও অন্যান্য পাখিদের মল পরিস্কার করার পাশাপাশি মেঝে থেকে ব্যাকটেরিয়া নির্মূল করাও খুব গুরুত্বপূর্ণ। এই জন্য ফ্লোর ক্লিনার ব্যবহার করতে পারেন। এতে সোডিয়াম হাইপোক্লোরাইট মেঝেকে ব্যাকটেরিয়ামুক্ত করতে সাহায্য করে।

5 / 7
ব্যালকনি পরিস্কার করা- ক্লিনার দিয়ে প্রথমে মেঝে মোছার পর ডিসপোজেবল মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিতে হবে। পরিস্কার জল দিয়ে বারান্দা বা ছাদ ধুতে ভুলবেন না যেন। এতে বারান্দা গন্ধমুক্ত ও ঝকঝকে থাকবে।

ব্যালকনি পরিস্কার করা- ক্লিনার দিয়ে প্রথমে মেঝে মোছার পর ডিসপোজেবল মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিতে হবে। পরিস্কার জল দিয়ে বারান্দা বা ছাদ ধুতে ভুলবেন না যেন। এতে বারান্দা গন্ধমুক্ত ও ঝকঝকে থাকবে।

6 / 7
পায়রার মল পরিস্কার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যদি আপনি অসুস্থ ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, পাখিদের মল পরিস্কার করা এড়িয়ে চলুন।

পায়রার মল পরিস্কার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যদি আপনি অসুস্থ ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, পাখিদের মল পরিস্কার করা এড়িয়ে চলুন।

7 / 7
Follow Us: