‘দুয়ারে বৌমা’। না নতুন কোনও সরকারি প্রকল্প নয়। নতুন ওয়েব সিরিজ। পরিচালনা করেছেন সঞ্জয় ভট্টাচার্য। নতুন প্ল্যাটফর্ম উরি বাবায় দেখা যাবে আসন্ন এই সিরিজ।
উত্তর কলকাতার এক সাধারণ ছেলে। মা তাকে বিয়ে করার জন্য ক্রমাগত জোর করতে থাকেন। মায়ের চাপে বিরক্ত সে ছেলে অবশ্য ভালবাসে অন্য কাউকে।
ইতিমধ্যেই এক বন্ধুর গার্লফ্রেন্ডকে বাড়িতে মায়ের সামনে এনে হাজির করে সেই ছেলে। মা কিন্তু দমে যাওয়ার পাত্র নন। তিনি কিন্তু ছেলের বিয়ে দেওয়ার ক্রমাগত চেষ্টা চালিয়ে যান। ঠিক এ ভাবেই এগিয়েছে চিত্রনাট্য।
মুখ্য চরিত্রের নাম সাগ্নিক। সেই চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ গুপ্তা। ইতিমধ্যেই বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের প্রশংসা আদায় করে নিয়েছেন রাজদীপ। এই সিরিজে কেমন অভিনয় করেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।
রাজদীপ ছাড়া সৌরভ পালোধি, সুচন্দ্রা চৌধুরি, বৃষ্টি রায়, পার্থ মুখোপাধ্যায়, তানআরাডওয়া কুনগুমা অভিনয় করেছেন এই সিরিজে।
এই সিরিজের ক্যামেরার দায়িত্ব সামলেছেন তুহিন সাহা। সম্পাদনা করেছেন বিজয় রাজ। মিউজিক করেছেন অভিষেক সাহা।
নতুন আঙ্গিকে তৈরি এই ওয়েব সিরিজ দর্শকের ভাল লাগবে, এমনটাই আশা করছেন টিমের সদস্যরা।