Live In Relation: না জানিয়ে লিভ-ইনে থাকলে কী শাস্তি হবে?

Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধিতে লিভ ইন সম্পর্ক নিয়ে একাধিক আইন আনা হয়েছে। বলা হয়েছে, লিভ ইনে থাকলে তার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

| Updated on: Jan 30, 2025 | 2:02 PM
প্রেম করলেই আর ইচ্ছা মতো লিভ ইনে থাকা যাবে না। জানাতে হবে সরকারকে। না জানালেই কড়া শাস্তি।

প্রেম করলেই আর ইচ্ছা মতো লিভ ইনে থাকা যাবে না। জানাতে হবে সরকারকে। না জানালেই কড়া শাস্তি।

1 / 8
উত্তরাখণ্ডে কার্যকর হয়েছে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হল।

উত্তরাখণ্ডে কার্যকর হয়েছে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হল।

2 / 8
অভিন্ন দেওয়ানি বিধিতে লিভ ইন সম্পর্ক নিয়ে একাধিক আইন আনা হয়েছে। বলা হয়েছে, লিভ ইনে থাকলে তার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

অভিন্ন দেওয়ানি বিধিতে লিভ ইন সম্পর্ক নিয়ে একাধিক আইন আনা হয়েছে। বলা হয়েছে, লিভ ইনে থাকলে তার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

3 / 8
যদি ২১ বছরের কম বয়সী কোনও যুগল যদি লিভ ইনে থাকতে চায়, সেক্ষেত্রে পরিবারের সম্মতি নিতে হবে।

যদি ২১ বছরের কম বয়সী কোনও যুগল যদি লিভ ইনে থাকতে চায়, সেক্ষেত্রে পরিবারের সম্মতি নিতে হবে।

4 / 8
এবার প্রশ্ন হল, যদি কোনও যুগল অনুমতি না নিয়েই লিভ ইন সম্পর্কে থাকে, তবে তাদের কী শাস্তির মুখে পড়তে হবে?

এবার প্রশ্ন হল, যদি কোনও যুগল অনুমতি না নিয়েই লিভ ইন সম্পর্কে থাকে, তবে তাদের কী শাস্তির মুখে পড়তে হবে?

5 / 8
 অভিন্ন দেওয়ানি বিধির নিয়ম অনুযায়ী, যদি কেউ সম্পর্কের কথা না জানান বা প্রশাসনকে মিথ্যা তথ্য জমা দেন, তবে তিন মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তিই হতে পারে।

অভিন্ন দেওয়ানি বিধির নিয়ম অনুযায়ী, যদি কেউ সম্পর্কের কথা না জানান বা প্রশাসনকে মিথ্যা তথ্য জমা দেন, তবে তিন মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তিই হতে পারে।

6 / 8
এক মাস দেরি করলেও তিন মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় সাজাই হতে পারে।

এক মাস দেরি করলেও তিন মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় সাজাই হতে পারে।

7 / 8
লিভ ইন সম্পর্কে থেকে সন্তান জন্ম হলে, তাকে বৈধ সন্তান হিসাবেই স্বীকৃতি দেওয়া হবে।

লিভ ইন সম্পর্কে থেকে সন্তান জন্ম হলে, তাকে বৈধ সন্তান হিসাবেই স্বীকৃতি দেওয়া হবে।

8 / 8
Follow Us: