যে সময় ছবিগুলি তোলা হয়েছিল সে সময় সোশ্যাল মিডিয়ার চল ছিল না। তবে হলফ করে বলাই যায়, সোশ্যাল মিডিয়ার যুগে ওই ছবিগুলি ইনস্টা-ফেসবুকে পোস্ট হলে তা নতুন কনটেন্টের জোগান দিত মিমারদের। কথা হচ্ছে সেলেবদের এমন কিছু ফোটোশুটের যা একইসঙ্গে মজার ও মিম-মেটেরিয়াল। দেখে নেওয়া যাক...
প্রকৃতির প্রতি প্রেম বোঝাতে নিজেই আস্ত 'গাছ' হয়ে গিয়েছেন একদা টপ মডেল জন আব্রাহাম।
রঙচঙে জামা অথচ মুখ চোখ অভিব্যক্তিহীন। রাহুল-জুহি ঠিক কী বোঝাতে চাইলেন?
করিশ্মার দিকে তাকাতে কি একেবারেই রাজি নন অক্ষয় কুমার?
চকচকে গা, মাথায় সাদা ফেট্টি...মিঠুন চক্রবর্তীর এই অবতার একেবারে অন্যরকম। ঠিক কী সাজতে চেয়েছিলেন তিনি? কুং-ফু ফাইটার!
রেখা ফ্যাশানিস্তা বলেই পরিচিত, কিন্তু এই ফোটো শুটে সেই পরিচিতিকে ভুল প্রমাণ করেছেন তিনি।
বাঘছালে নিজেকে মুড়েছেন শক্তি কাপুর। কিন্তু, কেন?