Mahashivratri 2023: শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের সময় ভুলেও এই কাজ করবেন না, রুষ্ট হোন মহেশ্বর

Belpatra on Shivling: বেলপত্র সঠিকভাবে নিবেদন না করা হয় তবে পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। শিবলিঙ্গে বেলপাতা অর্পণেরও সঠিক উপায় রয়েছে।

| Edited By: | Updated on: Feb 11, 2023 | 12:18 PM
 হিন্দুধর্ম অনুযায়ী, মহাশিবরাত্রির দিন মহাদেবের পূজা করার জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। এ দিনে শিবলিঙ্গের পুজো করার সময় বেলপত্র নিবেদন করা খুবই গুরুত্বপূর্ণ।তবে বেলপত্র সঠিকভাবে নিবেদন না করা হয় তবে পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। শিবলিঙ্গে বেলপাতা অর্পণেরও সঠিক উপায় রয়েছে।

হিন্দুধর্ম অনুযায়ী, মহাশিবরাত্রির দিন মহাদেবের পূজা করার জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। এ দিনে শিবলিঙ্গের পুজো করার সময় বেলপত্র নিবেদন করা খুবই গুরুত্বপূর্ণ।তবে বেলপত্র সঠিকভাবে নিবেদন না করা হয় তবে পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। শিবলিঙ্গে বেলপাতা অর্পণেরও সঠিক উপায় রয়েছে।

1 / 9
মহাশিবরাত্রির দিনটি মহাদেবের পুজোর জন্য অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে এ দিনে সত্যিকারের ভক্তি ও নিষ্ঠাভরে ভোলেনাথের পুজো করেন, তাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। পঞ্চাঙ্গ মতে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়।

মহাশিবরাত্রির দিনটি মহাদেবের পুজোর জন্য অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে এ দিনে সত্যিকারের ভক্তি ও নিষ্ঠাভরে ভোলেনাথের পুজো করেন, তাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। পঞ্চাঙ্গ মতে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়।

2 / 9
এই বছর আগামী ১৮ ফেব্রুয়ারি, শনিবার পালিত হবে এই শিবরাত্রি। এই বিশেষ দিনে শিবলিঙ্গে ফল, ফুল, বেলপাতা ইত্যাদি নিবেদন করে ভগবান শিবের পুজো করা হয়। এর মধ্যে পুজোর সময় দেওয়া বেলপত্রের রয়েছে আলাদা ধর্মীয় গুরুত্ব।

এই বছর আগামী ১৮ ফেব্রুয়ারি, শনিবার পালিত হবে এই শিবরাত্রি। এই বিশেষ দিনে শিবলিঙ্গে ফল, ফুল, বেলপাতা ইত্যাদি নিবেদন করে ভগবান শিবের পুজো করা হয়। এর মধ্যে পুজোর সময় দেওয়া বেলপত্রের রয়েছে আলাদা ধর্মীয় গুরুত্ব।

3 / 9
শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করার সময় সঠিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে কিনা তা মাথায় রাখবেন। অন্যথায় শিবপুজো অসম্পূর্ণ থেকে যেতে পারে।

শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করার সময় সঠিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে কিনা তা মাথায় রাখবেন। অন্যথায় শিবপুজো অসম্পূর্ণ থেকে যেতে পারে।

4 / 9
শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র সর্বদা উল্টো করে নিবেদন করা উচিত। অর্থাৎ যে দিকে বেলপত্রের মসৃণ পৃষ্ঠ থাকে, সেই অংশটি শিবলিঙ্গে নিবেদন করতে হবে। মনে রাখবেন যে অনামিকা, বুড়ো আঙুল এবং মধ্যমা আঙুলের সাহায্যে বেলপত্র নিবেদন করা উচিত।

শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র সর্বদা উল্টো করে নিবেদন করা উচিত। অর্থাৎ যে দিকে বেলপত্রের মসৃণ পৃষ্ঠ থাকে, সেই অংশটি শিবলিঙ্গে নিবেদন করতে হবে। মনে রাখবেন যে অনামিকা, বুড়ো আঙুল এবং মধ্যমা আঙুলের সাহায্যে বেলপত্র নিবেদন করা উচিত।

5 / 9
গাছ থেকে বেলপাতা তোলার সময়ও কিছু বিষয় মাথায় রাখতে হবে। মনে রাখবেন বেলপত্র গাছের পুরো ডাল একবারে ভেঙ্গে ফেলবেন না। বরং একে একে বেলপাতা ছিঁড়ে নিতে হবে। বেলপত্র ভাঙার আগে ও পরে মনে মনে প্রণাম করুন।

গাছ থেকে বেলপাতা তোলার সময়ও কিছু বিষয় মাথায় রাখতে হবে। মনে রাখবেন বেলপত্র গাছের পুরো ডাল একবারে ভেঙ্গে ফেলবেন না। বরং একে একে বেলপাতা ছিঁড়ে নিতে হবে। বেলপত্র ভাঙার আগে ও পরে মনে মনে প্রণাম করুন।

6 / 9
কোনও কারণে যদি আপনার কাছে বেশি বেলপত্র না থাকে, তবে আপনি একটি মাত্র বেলপাত্র ধুয়ে আবার দিতে পারেন। অর্থাত পরিবারের কোনও সদস্য যদি শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে থাকেন, তাহলে সেগুলো দুবার ধুয়ে আবার নিবেদন করতে পারেন। মনে রাখবেন বেলপাতার আগে জল নিবেদন করতে হবে।

কোনও কারণে যদি আপনার কাছে বেশি বেলপত্র না থাকে, তবে আপনি একটি মাত্র বেলপাত্র ধুয়ে আবার দিতে পারেন। অর্থাত পরিবারের কোনও সদস্য যদি শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে থাকেন, তাহলে সেগুলো দুবার ধুয়ে আবার নিবেদন করতে পারেন। মনে রাখবেন বেলপাতার আগে জল নিবেদন করতে হবে।

7 / 9
মহাশিবরাত্রির পুজোর প্রস্তুতির সময় মনে রাখবেন, বেলপাতায় যেন কোথাও কোনওভাবে ছেঁড়া বা কাটা না থাকে। বিশ্বাস করা হয় যে এর জেরে অশুভ প্রভাব পড়তে পারে।

মহাশিবরাত্রির পুজোর প্রস্তুতির সময় মনে রাখবেন, বেলপাতায় যেন কোথাও কোনওভাবে ছেঁড়া বা কাটা না থাকে। বিশ্বাস করা হয় যে এর জেরে অশুভ প্রভাব পড়তে পারে।

8 / 9
সম্ভব হলে অর্ঘ্যের আগে বেলপত্র ধুয়ে চন্দন দিয়ে তাতে রামের নাম বা ওম নমঃ শিবায় লিখুন। বিশ্বাস করা হয় যে এতে ভগবান শিব দ্রুত প্রসন্ন হন ও আশীর্বাদ দেন।

সম্ভব হলে অর্ঘ্যের আগে বেলপত্র ধুয়ে চন্দন দিয়ে তাতে রামের নাম বা ওম নমঃ শিবায় লিখুন। বিশ্বাস করা হয় যে এতে ভগবান শিব দ্রুত প্রসন্ন হন ও আশীর্বাদ দেন।

9 / 9
Follow Us: