Sreelekha Mitra: যে বিস্ফোরণ ঘটিয়েছিলাম, তার বারুদ আস্তে-আস্তে পুঞ্জীভূত হয়েছিল: শ্রীলেখা মিত্র

Sreelekha Mitra: শ্রীলেখা বলেছেন, "আমার ছবিগুলো দেখুন। আমি কি মোটা ছিলাম? দেখতে খারাপ ছিলাম? কেন তাও কাজ পেতাম না?"

| Edited By: | Updated on: Aug 09, 2022 | 2:20 PM
 বছর দু-এক আগে টলিউডের সিস্টেমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তুলেছিলেন স্বজনপোষণের অভিযোগ। জানিয়েছিলেন, কীভাবে তাঁর কেরিয়ার নষ্ট হয়েছে।

বছর দু-এক আগে টলিউডের সিস্টেমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তুলেছিলেন স্বজনপোষণের অভিযোগ। জানিয়েছিলেন, কীভাবে তাঁর কেরিয়ার নষ্ট হয়েছে।

1 / 6
২০২০ সালের ১৪ জুন আত্মহত্যা করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বলিউডে ঝড় উঠেছিল নেপোটিজ় নিয়ে। সুশান্তের মৃত্যুর পরপরই টলিপাড়ার স্বজনপোষণ নিয়ে এই মন্তব্য করেছিলেন শ্রীলেখা।

২০২০ সালের ১৪ জুন আত্মহত্যা করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বলিউডে ঝড় উঠেছিল নেপোটিজ় নিয়ে। সুশান্তের মৃত্যুর পরপরই টলিপাড়ার স্বজনপোষণ নিয়ে এই মন্তব্য করেছিলেন শ্রীলেখা।

2 / 6
 এবার তিনি জানালেন, ঠিক কী কারণে সেদিন বিস্ফোরণ ঘটিয়েছিলেন শ্রীলেখা। এই ছবিগুলি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, "শ্রীলেখা মিত্র যে বিস্ফোরণ ঘটায়, তার বারুদ আস্তে-আস্তে পুঞ্জীভূত হয়েছে। বার্স্ট করলাম হয়তো সেদিন।"

এবার তিনি জানালেন, ঠিক কী কারণে সেদিন বিস্ফোরণ ঘটিয়েছিলেন শ্রীলেখা। এই ছবিগুলি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, "শ্রীলেখা মিত্র যে বিস্ফোরণ ঘটায়, তার বারুদ আস্তে-আস্তে পুঞ্জীভূত হয়েছে। বার্স্ট করলাম হয়তো সেদিন।"

3 / 6
TV9 বাংলাকে শ্রীলেখা বলেছেন, "সুশান্তের মৃত্যুর পর আমি রিয়্যাক্ট না করে থাকতে পারিনি। মনের মধ্যে জমানো রাগ বেরিয়ে এসেছিল সেদিন।"

TV9 বাংলাকে শ্রীলেখা বলেছেন, "সুশান্তের মৃত্যুর পর আমি রিয়্যাক্ট না করে থাকতে পারিনি। মনের মধ্যে জমানো রাগ বেরিয়ে এসেছিল সেদিন।"

4 / 6
সাদা-কালো মোনোক্রোম্যাটিক ছবিতে শ্রীলেখার অল্প বয়সের ছবি দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা।

সাদা-কালো মোনোক্রোম্যাটিক ছবিতে শ্রীলেখার অল্প বয়সের ছবি দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা।

5 / 6
শ্রীলেখা আরও বলেছেন, "এটা আমি ছিলাম.. এটাই আমি... যে আমি কাজ পেতাম না... এবার আমার বিস্ফোরণের কারণ খুঁজে পেলেন কি?"

শ্রীলেখা আরও বলেছেন, "এটা আমি ছিলাম.. এটাই আমি... যে আমি কাজ পেতাম না... এবার আমার বিস্ফোরণের কারণ খুঁজে পেলেন কি?"

6 / 6
Follow Us: