CWG 2022 Closing Ceremony: ভাংড়ার তালে নাচে-গানে জমজমাট কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠান

শুরুটা হয়েছিল জমকালোভাবে। শেষটাও হল তাই। ১১ দিনের ক্রীড়াযজ্ঞ শেষে বাড়ির পথে পা বাড়ালেন দেশ-বিদেশের অ্যাথলিটরা। কারও মুখে চওড়া হাসি। কারও স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা। সোমবার মাঝরাতে আলেকজান্ডার স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে হল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠান।

| Edited By: | Updated on: Aug 09, 2022 | 3:33 PM
শুরুটা হয়েছিল জমকালোভাবে। শেষটাও হল তাই। ১১ দিনের ক্রীড়াযজ্ঞ শেষে বাড়ির পথে পা বাড়ালেন দেশ-বিদেশের অ্যাথলিটরা। কারও মুখে চওড়া হাসি। কারও স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা। সোমবার মাঝরাতে আলেকজান্ডার স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে হল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠান। (ছবি:টুইটার)

শুরুটা হয়েছিল জমকালোভাবে। শেষটাও হল তাই। ১১ দিনের ক্রীড়াযজ্ঞ শেষে বাড়ির পথে পা বাড়ালেন দেশ-বিদেশের অ্যাথলিটরা। কারও মুখে চওড়া হাসি। কারও স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা। সোমবার মাঝরাতে আলেকজান্ডার স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে হল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠান। (ছবি:টুইটার)

1 / 6
নাচ, গান, জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের মতো ইতি কমনওয়েলথ গেমসের। স্টেডিয়ামে আতসবাজির রোশনাই মুগ্ধ করল দর্শকদের। (ছবি:টুইটার

নাচ, গান, জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের মতো ইতি কমনওয়েলথ গেমসের। স্টেডিয়ামে আতসবাজির রোশনাই মুগ্ধ করল দর্শকদের। (ছবি:টুইটার

2 / 6
অনুষ্ঠান শুরু হওয়ার মাঝে নিজের নিজের দেশের পতাকা হাতে স্টেডিয়ামে প্রবেশ করেন অ্যাথলিটরা। তেরঙা ছিল সোনাজয়ী বক্সার নিখাত জারিন ও টিটি তারকা শরথ কমলের হাতে।(ছবি:টুইটার)

অনুষ্ঠান শুরু হওয়ার মাঝে নিজের নিজের দেশের পতাকা হাতে স্টেডিয়ামে প্রবেশ করেন অ্যাথলিটরা। তেরঙা ছিল সোনাজয়ী বক্সার নিখাত জারিন ও টিটি তারকা শরথ কমলের হাতে।(ছবি:টুইটার)

3 / 6
নৃত্যশিল্পীরা তাঁদের নাচের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন।  সমাপ্তি অনুষ্ঠান জমে যায় যখন ভাংড়া শিল্পীরা পঞ্জাবি গানে নাচতে নাচতে স্টেজ দখল করেন। গোটা স্টেডিয়াম যেন দুলে ওঠে।(ছবি:টুইটার)

নৃত্যশিল্পীরা তাঁদের নাচের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন। সমাপ্তি অনুষ্ঠান জমে যায় যখন ভাংড়া শিল্পীরা পঞ্জাবি গানে নাচতে নাচতে স্টেজ দখল করেন। গোটা স্টেডিয়াম যেন দুলে ওঠে।(ছবি:টুইটার)

4 / 6
২০২৬ সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়। অনুষ্ঠানে একেবারে শেষদিকে কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেওয়া হল অস্ট্রেলিয়ার হাতে।(ছবি:টুইটার)

২০২৬ সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়। অনুষ্ঠানে একেবারে শেষদিকে কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেওয়া হল অস্ট্রেলিয়ার হাতে।(ছবি:টুইটার)

5 / 6
পদক তালিকায় ভারতের স্থান এবার চতুর্থতে (৬৬টি)। ১৭৮টি পদক নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এরপর আয়োজক ইংল্যান্ড (১৭৬)।(ছবি:টুইটার)

পদক তালিকায় ভারতের স্থান এবার চতুর্থতে (৬৬টি)। ১৭৮টি পদক নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এরপর আয়োজক ইংল্যান্ড (১৭৬)।(ছবি:টুইটার)

6 / 6
Follow Us: