Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor: বয়কটের জন্য শামশেরা ফ্লপ হয়নি, অকপট রণবীর কাপুর

Box Office: টানা পাঁচ বছরের পরিশ্রমের ফল ব্রহ্মাস্ত্র ছবি। সম্প্রতি ছবি বয়কট নিয়েও ওঠে সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড়।

| Edited By: | Updated on: Sep 08, 2022 | 11:10 AM
আর মাত্র একটা দিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের পরবর্তী ছবি ব্রহ্মাস্ত্র। সাধারণত এই স্টারের ছবি বক্স অফিসে বেশকিছুটা সাফল্য লাভ না করে থামে না। তবে চলতি বছরে উল্টো ছবি বর্তমান।

আর মাত্র একটা দিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের পরবর্তী ছবি ব্রহ্মাস্ত্র। সাধারণত এই স্টারের ছবি বক্স অফিসে বেশকিছুটা সাফল্য লাভ না করে থামে না। তবে চলতি বছরে উল্টো ছবি বর্তমান।

1 / 7
সম্প্রতি মুক্তি পেয়েছিল রণবীর কাপুর ও বাণী কাপুর অভিনীত ছবি শামশেরা। সেই ছবি সুপারফ্লপ। তার জেরেই একাধিক প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়। অনেকেই দোষ দেয় বয়কট ট্রেন্ডকে।

সম্প্রতি মুক্তি পেয়েছিল রণবীর কাপুর ও বাণী কাপুর অভিনীত ছবি শামশেরা। সেই ছবি সুপারফ্লপ। তার জেরেই একাধিক প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়। অনেকেই দোষ দেয় বয়কট ট্রেন্ডকে।

2 / 7
যদিও ব্রহ্মাস্ত্র ছবি ঘিরেও বয়কটের ঝড় ওঠে। সকলেই প্রশ্ন করে বসে তবে কি বয়কট রব এই ছবিকে ফ্লপের তকমা দিয়ে ছাড়বে। এই নিয়ে এবার মুখ খুললেন রণবীর কাপুর।

যদিও ব্রহ্মাস্ত্র ছবি ঘিরেও বয়কটের ঝড় ওঠে। সকলেই প্রশ্ন করে বসে তবে কি বয়কট রব এই ছবিকে ফ্লপের তকমা দিয়ে ছাড়বে। এই নিয়ে এবার মুখ খুললেন রণবীর কাপুর।

3 / 7
স্পষ্টই জানালেন, বয়কটের জন্য শামশেরা ছবি ফ্লপ হয়নি। ছবির বিষয়বস্তুতে দম ছিল না। জোরালো চিত্রনাট্যের অভাবেই নাকি এই ছবিকে ফ্লপ হতে হয়েছে বলে তাঁর মত। তবে এবার আর তেমনটা হবে না।

স্পষ্টই জানালেন, বয়কটের জন্য শামশেরা ছবি ফ্লপ হয়নি। ছবির বিষয়বস্তুতে দম ছিল না। জোরালো চিত্রনাট্যের অভাবেই নাকি এই ছবিকে ফ্লপ হতে হয়েছে বলে তাঁর মত। তবে এবার আর তেমনটা হবে না।

4 / 7
টানা পাঁচ বছরের পরিশ্রমের ফল ব্রহ্মাস্ত্র ছবি। সম্প্রতি ছবি বয়কট নিয়েও ওঠে সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড়। তা ঘিরেই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় একাধিক খবর। যদিও ছবি নিয়ে আশাবাদী বলিউড।

টানা পাঁচ বছরের পরিশ্রমের ফল ব্রহ্মাস্ত্র ছবি। সম্প্রতি ছবি বয়কট নিয়েও ওঠে সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড়। তা ঘিরেই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় একাধিক খবর। যদিও ছবি নিয়ে আশাবাদী বলিউড।

5 / 7
রণবীর কাপুর প্রথম থেকেই ব্রহ্মাস্ত্র ছবি নিয়ে ভীষণ আশাবাদী। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবির প্রতিটা খবরের মধ্যে দিয়েই প্রকাশ্যে এসেছে আলিয়া ও রণবীরের প্রেমকাহিনি। বর্তমানে এই ছবি তাঁদের জীবনের একটি অঙ্গ বলেই মনে করেন তাঁরা।

রণবীর কাপুর প্রথম থেকেই ব্রহ্মাস্ত্র ছবি নিয়ে ভীষণ আশাবাদী। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবির প্রতিটা খবরের মধ্যে দিয়েই প্রকাশ্যে এসেছে আলিয়া ও রণবীরের প্রেমকাহিনি। বর্তমানে এই ছবি তাঁদের জীবনের একটি অঙ্গ বলেই মনে করেন তাঁরা।

6 / 7
আর মাত্র একটা দিন পরই মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র ছবি। এই ছবি বক্স অফিসে ভাল আয় করবে বলেই বিশ্বাস গোটা টিমের। যদিও ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের লক্ষ্যে এখন ছবির ব্যবসা। তারপর স্থির হবে পার্ট ২-এর বাজেট।

আর মাত্র একটা দিন পরই মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র ছবি। এই ছবি বক্স অফিসে ভাল আয় করবে বলেই বিশ্বাস গোটা টিমের। যদিও ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের লক্ষ্যে এখন ছবির ব্যবসা। তারপর স্থির হবে পার্ট ২-এর বাজেট।

7 / 7
Follow Us: