Bollywood Gossip: কী এমন ঘটেছিল, অমিতাভের দেওয়া ভালবাসার আংটি আঙুল থেকে চিরতরে খুলে ফেলেছিলেন রেখা

Relationship: কিন্তু কী এমন হয় এই জুটির মধ্যে, যে রাতারাতি সেই আংটি আঙুল থেকে খুলে ফেললেন রেখা! তখন তিনি খুবসুরাত ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

| Edited By: | Updated on: Apr 13, 2022 | 8:01 PM
রেখার লঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্কের কথা কম বেশি সকলেই জানে। বি-টাউন পরকীয়া বলতেই প্রথমেই উঠে আসে এই সেলেব জুটির নাম। জয়ার সঙ্গে চুটিয়ে সংসার, কিন্তু মন পরে রেখার কাছেই।

রেখার লঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্কের কথা কম বেশি সকলেই জানে। বি-টাউন পরকীয়া বলতেই প্রথমেই উঠে আসে এই সেলেব জুটির নাম। জয়ার সঙ্গে চুটিয়ে সংসার, কিন্তু মন পরে রেখার কাছেই।

1 / 6
একটা সময়ের পর সেই সম্পর্কের কথা আর চাপা থাকে না। একের পর এক গসিপ আকারে তা ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে ওঠে রেখা ও অমিতাভের প্রেমকাহিনী।

একটা সময়ের পর সেই সম্পর্কের কথা আর চাপা থাকে না। একের পর এক গসিপ আকারে তা ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে ওঠে রেখা ও অমিতাভের প্রেমকাহিনী।

2 / 6
একবার অমিতাভ বচ্চন নিজেই ভালবেসে রেখাকে দুটি আংটি উপহার দিয়েছিলেন। ভালবাসার প্রতীক সেই আংটি কোনও দিন আঙুল থেকে খোলেননি রেখা।

একবার অমিতাভ বচ্চন নিজেই ভালবেসে রেখাকে দুটি আংটি উপহার দিয়েছিলেন। ভালবাসার প্রতীক সেই আংটি কোনও দিন আঙুল থেকে খোলেননি রেখা।

3 / 6
কিন্তু কী এমন হয় এই জুটির মধ্যে, যে রাতারাতি সেই আংটি আঙুল থেকে খুলে ফেললেন রেখা! তখন তিনি খুবসুরাত ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। নিজের কাজের চাপের মাঝে বুঝতে পারেননি কীভাবে যেন তৈরি হচ্ছে দূরত্ব।

কিন্তু কী এমন হয় এই জুটির মধ্যে, যে রাতারাতি সেই আংটি আঙুল থেকে খুলে ফেললেন রেখা! তখন তিনি খুবসুরাত ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। নিজের কাজের চাপের মাঝে বুঝতে পারেননি কীভাবে যেন তৈরি হচ্ছে দূরত্ব।

4 / 6
তবে একটা সময়ের পর অমিতাভ বচ্চন নিজেই প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন যে তিনি রেখার সঙ্গে আর কাজ করবেন না। আর সেই কথা কানে পৌঁছতেই মন ভেঙে যায় রেখার।

তবে একটা সময়ের পর অমিতাভ বচ্চন নিজেই প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন যে তিনি রেখার সঙ্গে আর কাজ করবেন না। আর সেই কথা কানে পৌঁছতেই মন ভেঙে যায় রেখার।

5 / 6
মুহূর্তে তিনি ভেঙে পড়েন, আঙুল থেকে অমিতাভের দেওয়া আংটি মুহূর্তে খুলে ফেলেন। কিন্তু কোথাও গিয়ে যেন মন থেকে তাঁর স্মৃতি মুছতে পারছিলেন না। ঝড়ের বেগে সেই সময় এই খবর হয়ে ওঠে ভাইরাল।

মুহূর্তে তিনি ভেঙে পড়েন, আঙুল থেকে অমিতাভের দেওয়া আংটি মুহূর্তে খুলে ফেলেন। কিন্তু কোথাও গিয়ে যেন মন থেকে তাঁর স্মৃতি মুছতে পারছিলেন না। ঝড়ের বেগে সেই সময় এই খবর হয়ে ওঠে ভাইরাল।

6 / 6
Follow Us: