জলপাইগুড়ি মরাঘাট রেঞ্জের এ সি এফ বিপাশা পারুল বলেন, "আমাদের কাছে গোপন সূত্র খবর আসে যে চোরাই কাঠ পাচার করা হচ্ছে। গপোন খবরের ভিত্তিতে আমরা মরাঘাট এবং নাথুয়া রেঞ্জর বন কর্মীদের নিয়ে ধূপগুড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন লড়ি আটক করা হয়। এর পরিচালক এবং খালাসীকে গ্রেফতার করা হয়। গাড়ি তল্লাশি চালাতেই দেখা যায় প্লাইউড এর আরালে সেগুন কাঠ পাচার করা হচ্ছিলো, আসাম থেকে আসছিল তবে কোথায় নিয়ে যাচ্ছিল সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানার চেষ্টা করা হচ্ছে।"