Jalpaiguri: লরি ভর্তি টিক কাঠ উদ্ধার, হাতেনাতে গ্রেফতার পাচারকারী

Jalpaiguri: এসিএফ বিপাশা পারুলের নেতৃত্বে চলে অভিযান। পাকড়াও হয় ওই পাচারকারী।

| Updated on: Jan 04, 2022 | 8:55 PM
বছরের শুরুতেই বড়োসড়ো সাফল্য বনদফতরের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান বনদফতরের। উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকার অবৈধ কাঠ। জানা গিয়েছে, অসম থেকে  একটি লরি ভর্তি অবৈধ কাঠের গাড়ি বর্ধমানের দিকে যাচ্ছিল।

বছরের শুরুতেই বড়োসড়ো সাফল্য বনদফতরের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান বনদফতরের। উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকার অবৈধ কাঠ। জানা গিয়েছে, অসম থেকে একটি লরি ভর্তি অবৈধ কাঠের গাড়ি বর্ধমানের দিকে যাচ্ছিল।

1 / 5
সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায়।

সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায়।

2 / 5
এ সি এফ বিপাশা পারুলের নেতৃত্বে চলে অভিযান। এশিয়ান হাইওয়ে ৪৮ এর ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকটিকে আটক করে । এরপর নিয়ে আসা হয় মোরাঘাট রেঞ্জ অফিসে।

এ সি এফ বিপাশা পারুলের নেতৃত্বে চলে অভিযান। এশিয়ান হাইওয়ে ৪৮ এর ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকটিকে আটক করে । এরপর নিয়ে আসা হয় মোরাঘাট রেঞ্জ অফিসে।

3 / 5
দেখা যায় রীতিমতো প্লাইবোর্ড দিয়ে ঢেকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল টিক কাঠ। উদ্ধার হওয়া কাঠের পরিমাণ প্রায় ৭০০ সিএফটি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা। লরির সঙ্গে চালক এবং সহকারি চালককে আটক করা হয়েছে। এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ করছে বন আধিকারিকরা। এই পাচার চক্রের সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচার চক্র জড়িয়ে আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

দেখা যায় রীতিমতো প্লাইবোর্ড দিয়ে ঢেকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল টিক কাঠ। উদ্ধার হওয়া কাঠের পরিমাণ প্রায় ৭০০ সিএফটি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা। লরির সঙ্গে চালক এবং সহকারি চালককে আটক করা হয়েছে। এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ করছে বন আধিকারিকরা। এই পাচার চক্রের সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচার চক্র জড়িয়ে আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

4 / 5
জলপাইগুড়ি মরাঘাট রেঞ্জের এ সি এফ বিপাশা পারুল বলেন, "আমাদের কাছে গোপন সূত্র খবর আসে যে চোরাই কাঠ পাচার করা হচ্ছে। গপোন খবরের ভিত্তিতে আমরা মরাঘাট  এবং নাথুয়া রেঞ্জর বন কর্মীদের নিয়ে ধূপগুড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন লড়ি আটক করা হয়। এর পরিচালক এবং খালাসীকে গ্রেফতার করা হয়। গাড়ি তল্লাশি চালাতেই দেখা যায় প্লাইউড এর আরালে সেগুন কাঠ পাচার করা হচ্ছিলো, আসাম থেকে আসছিল তবে কোথায় নিয়ে যাচ্ছিল সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানার চেষ্টা করা হচ্ছে।"

জলপাইগুড়ি মরাঘাট রেঞ্জের এ সি এফ বিপাশা পারুল বলেন, "আমাদের কাছে গোপন সূত্র খবর আসে যে চোরাই কাঠ পাচার করা হচ্ছে। গপোন খবরের ভিত্তিতে আমরা মরাঘাট এবং নাথুয়া রেঞ্জর বন কর্মীদের নিয়ে ধূপগুড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন লড়ি আটক করা হয়। এর পরিচালক এবং খালাসীকে গ্রেফতার করা হয়। গাড়ি তল্লাশি চালাতেই দেখা যায় প্লাইউড এর আরালে সেগুন কাঠ পাচার করা হচ্ছিলো, আসাম থেকে আসছিল তবে কোথায় নিয়ে যাচ্ছিল সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানার চেষ্টা করা হচ্ছে।"

5 / 5
Follow Us: