Durga Puja 2023: মহাষ্টমীতে এই ৪ কাজ করলেই মিলবে প্রচুর ধন-সুখ-সাফল্য , খুলে যাবে সব উন্নতির দ্বার!
Puja Rituals: দুর্গাপুজো শুধু মজা বা আনন্দ উপভোগ করার জন্যই নয়, এই সময় পরিবারে সুখ-শান্তি, সমৃদ্ধি, সাফল্য ও উন্নতি যাতে বজায় থাকে, তার জন্য বেশ কিছু বিশেষ কাজ করাও প্রয়োজন। সকালে উঠেই পুষ্পাঞ্জলি, তারপর কুমারী পুজোর মাধ্যমে অষ্টমীর মতো গুরুত্বপূর্ণ একটি পূর্ণ হয়।
ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গেই বনেদি থেকে বারোয়ারি, সর্বত্র মানুষের ঢল। সারারাত ধরে ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, আড্ডা, বন্ধুদের সঙ্গে দেখা করা, দিনে ফের পুজো মণ্ডপে হপিং, আবার খাওয়া-দাওয়ার মতো মজা-আনন্দ আর কোথাও খুঁজে পায় না বাঙালি। দুর্গাপুজো শুধু মজা বা আনন্দ উপভোগ করার জন্যই নয়, এই সময় পরিবারে সুখ-শান্তি, সমৃদ্ধি, সাফল্য ও উন্নতি যাতে বজায় থাকে, তার জন্য বেশ কিছু বিশেষ কাজ করাও প্রয়োজন। সকালে উঠেই পুষ্পাঞ্জলি, তারপর কুমারী পুজোর মাধ্যমে অষ্টমীর মতো গুরুত্বপূর্ণ একটি পূর্ণ হয়। এদিন সর্বার্থ সিদ্ধি যোগ ও রবিযোগ গঠিত হয়েছে। এই যোগে যে কোনও কাজ করলে তা সফল হবেই হবে। পূরণ হয় মনের ইচ্ছাও।
দুর্গা অষ্টমীর দিন, দেবী পার্বতীর অন্য এক রূপ মহাগৌরীর পুজো করা হয়। দেবী দুর্গার অষ্টম অবতার। তিনিই হলেন অষ্টম নবদুর্গা। অষ্টমীর দিনে মহাগৌরীকে প্রসন্ন করলে আয়ু বৃদ্ধির পাশাপাশি সুখ ও সমৃদ্ধি লাভ হয়। দুর্গাষ্টমীর দিনে দেবী দূর্গার আশীর্বাদ পেতে অবশ্যই এই ৪ কাজ করা উচিত।
১. দুর্গাষ্টমীর উপবাস রাখুন
যারা গোটা দেবীপক্ষে একবারও উপবাস করার সুযোগ পাননি, তাঁরা প্রতিপদ ও দুর্গাষ্টমীর দিন উপবাস পালন করতে পারেন। এদিন উপোস ও অঞ্জলি দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এ বছর ২২ অক্টোবর দুর্গাষ্টমীর উপবাস পালন করলে রীতি মেনে দুর্গার অষ্টম অবতার মহাগৌরীর পুজো করা উচিত। পৌরাণিক কাহিনি মতে, দেবী পার্বতী যখন কঠোর তপস্যা করে মহাদেবকে খুশি করতে চেয়েছিলেন. সেই সময় দেবী পার্বতী গায়ে কালো বর্ণ ধারণ করেছিলেন। পরে শিবের অপমানে অপমানিত হলে তিনি গঙ্গায় এক ডুব দিতেই গাত্রের বণ সোনার মত উজ্জ্বল ও গৌর বর্ণ ধারণ করেন। সেই থেকে তাঁর নাম হয় মহাগৌরী।
২. কুমারী পুজো করুন
দেবীপক্ষের প্রতিটি দিনই দুর্গা পুজোর সময়। রোজই কন্যা পুজো করা হয়ে থাকে। তবে বাঙালি নিয়ম মতে, দুর্গাষ্টমীর দিনে কন্যা পুজো করা হয়ে থাকে। এদিন ২ বছর থেকে ১০ বছরের অল্পবয়সি কন্যাদের পূজা করা হয়ে থাকে। বিশেষত ১ থেকে ৯ বছর বয়স পর্যন্ত হতে পারে। কিশোরী ও কন্যাদের দুর্গার প্রতীক মনে করা হয়ে থাকে। কন্যাশিশুদের ঈশ্বরের মূর্ত প্রতীক বলে মনে করা হয়। দুর্গাষ্টমীতে কন্যাপুজো করা দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে আসে। এদিন কিশোরীদের উপহার ও দক্ষিণা দেওয়ার নিয়ম রয়েছে।
৩. যজ্ঞ করুন
দুর্গাষ্টমীর দিন, বাড়িতে দেবীপক্ষের যক্ষ করা উচিত। যক্ষের মাধ্যমে ঘরের পরিবেশ শুদ্ধ হয় ও নেতিবাচকতা দূর হয়। এর সঙ্গে, যজ্ঞের একটি অংশ নিবেদন করে নবদুর্গা, নবগ্রহ ও অন্যান্য দেব-দেবীকে খুশি করার চেষ্টা করুন। গ্রহের প্রভাবকেদূর করে ঐশ্বরিক আশীর্বাদও পাবেন।
৪. মহাঅষ্টমীর সন্ধ্যেয় দুর্গার পুজো করুন
দুর্গাষ্টমীর সন্ধ্যেয়, একটি দুর্গা প্যান্ডেলে ঠাকুর দর্শন করুন। সন্ধ্যের সময় দেবী দুর্গার পুজো করা হলে সেখানে নৈবেদ্য দিয়ে প্রার্থনা করুন। এই পুজো সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। এই সময় বিবাহিত মহিলারা শ্বশুরবাড়ি বা মাতৃগৃহে গেলে কোলে অক্ষত, পান, সুপারি, দূর্বা, গাঁদা হলুদ, টাকা ইত্যাদি রাখা উচিত।