Chhath Puja 2023: এবার শুরু হবে ছট মহাপর্ব! ছট মাইয়া ও সূর্যদেবকে পুজো করা শুভ সময় কখন?
Hindu Festival: শুক্ল তিথির চতুর্দশী দিন থেকে সপ্তমী পর্যন্ত, চারদিন ধরে ছট পুজোর মহাপর্ব চলে। এই মহাপর্বের সময় টানা ৩৬ ঘণ্টা উপবাস পালন করে থাকেন অধিকাংশ। রামায়ণ, মহাভারত -সহ বিভিন্ন গ্রন্থ ও পুরাণে ছট পুজো নিয়ে উল্লেখ রয়েছে। সাধারণত, বিহার, উত্তর প্রদেশ, ও ঝাড়খণ্ডের বিস্তৃত এলাকায় ধুমধাম করে ছটপুজো করা হয়ে থাকে।
ছট পুজো হল সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা। এদিন সূর্য ও তাঁর স্ত্রী উষাদেবীর পুজো করা হয়ে থাকে। ছট পুজোর মধ্য দিয়েই সূর্দেবকে শ্রদ্ধার্ঘ্য ও উপাসনা করা হয়। কালীপুদোর ঠিক ছয়দিন পর,কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট উৎসব পালিত হয়। শুক্ল তিথির চতুর্দশী দিন থেকে সপ্তমী পর্যন্ত, চারদিন ধরে ছট পুজোর মহাপর্ব চলে। এই মহাপর্বের সময় টানা ৩৬ ঘণ্টা উপবাস পালন করে থাকেন অধিকাংশ। রামায়ণ, মহাভারত -সহ বিভিন্ন গ্রন্থ ও পুরাণে ছট পুজো নিয়ে উল্লেখ রয়েছে। সাধারণত, বিহার, উত্তর প্রদেশ, ও ঝাড়খণ্ডের বিস্তৃত এলাকায় ধুমধাম করে ছটপুজো করা হয়ে থাকে।
হিন্দুধর্ম মতে, ছট পুজো বছরে দুবার পালিত হয়। কার্তিক মাসের ছট পুজোকে বলা হয় কার্তিক ছট, অন্যদিকে চৈত্র মাসের ছট পুজোকে বলা হয় চৈতি ছট। সাধারণত চারদিন ধরে চলে ছট উৎসব। ক্যালেন্ডার অনুসারে, কার্তিক মাসের ষষ্ঠী তিথির শুরু হবে ১৭ নভেম্বর শনিবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে। শেষ হবে ২০ নভেম্বর,সকাল ৭টা ২১ মিনিটে। নিয়ম মেনে এদিন ছটের সময় সূর্য দেবতার পূজা করা হয়। পাশাপাশি এই উৎসবটি ষষ্ঠীদেবী, ঊষা, প্রকৃতি, জল, বায়ু ও সূর্যদেবের বোনকে উৎসর্গ করা হয়। সন্তান ও স্বামীর দীর্ঘায়ু, গৃহ সুখ, সমৃদ্ধি ও উন্নতির জন্য এই উপবাস পালন করে থাকেন নারী-পুরুষ নির্বিশেষে। মনে করা হয়, এই ছটে উপবাস রেখে যে মনোবাসনা কামনা করা হয়, তাই পূরণ হয়।
ছট উৎসবের স্নান কখন করবেন?
ছট উৎসব শুরু হয় নাহয়-খায়া দিয়ে। তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর, ছট উপবাসের নাহয়-খায় পালিত হবে ১৭ নভেম্বর, শুক্রবার। এই দিনে পবিত্র নদীতে স্নান করে নতুন পোশাক পরা উচিত। যদি কাছেপিঠে পবিত্র নদী না থাকে তাহলে স্নান করা জলে গঙ্গাজল মিশিয়ে স্নানপর্ব সারতে পারেন।
ছটের গুরুত্বপূর্ণ তারিখ
প্রথম দিন নাহয়-খায় (প্রথম দিন): শুক্রবার ১৭ নভেম্বর দ্বিতীয় দিন খরনা (দ্বিতীয় দিন): শনিবার, ১৮ নভেম্বর তৃতীয় দিন সন্ধ্যা বা অস্তগামী সূর্য অর্ঘ্য (তৃতীয় দিন): রবিবার ১৯ নভেম্বর চতুর্থ দিন উষা বা উদীয়মান সূর্য অর্ঘ্য (চতুর্থ দিন): সোমবার ২০ নভেম্বর