Savings Plan: মাসে ৫০০ টাকা দিলে এই পলিসিতে এককালীন মিলবে করমুক্ত ৬.৫ লক্ষ টাকা

iGuarantee Max Savings Plan: আইগ্যারান্টি ম্যাক্স সেভিংস প্ল্যান  (iGuarantee Max Savings Plan) নামে এক নতুন বিমা এনেছে এগন লাইফ ইনস্যুরেন্স সংস্থা (Aegon Life Insurance) । মাসে মাত্র ৫০০ টাকা প্রিমিয়াম দিয়েই এই বিমা নেওয়া যায়।

Savings Plan: মাসে ৫০০ টাকা দিলে এই পলিসিতে এককালীন মিলবে করমুক্ত ৬.৫ লক্ষ টাকা
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2022 | 6:45 PM

মুম্বই: আইগ্যারান্টি ম্যাক্স সেভিংস প্ল্যান  (iGuarantee Max Savings Plan) নামে এক নতুন বিমা এনেছে এগন লাইফ ইনস্যুরেন্স সংস্থা (Aegon Life Insurance) । মাসে মাত্র ৫০০ টাকা প্রিমিয়াম দিয়েই এই বিমা নেওয়া যায়। একই সঙ্গে এই প্ল্যান দেবে উচ্চ হারে ট্যাক্স-মুক্ত রিটার্ন এবং জীবন বিমার সুরক্ষা। সংস্থার দাবি, এই প্ল্যানে মধ্য (middle term) থেকে দীর্ঘমেয়াদে (long term) সঞ্চয় করার সুবিধা দেয়। পলিসিধারীর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারকে আর্থিক ধাক্কা থেকেও রক্ষা করবে এই বিমা। আর এই বিমা নিতে কোনও নথিরও প্রয়োজন নেই এবং কোথাও যেতেও হবে না। বাড়িতে বসে একটি ক্লিকের মাধ্যমেই এই বিমা পলিসি গ্রহণ করা যাবে।

এই বিমা পলিসি ব্যাখ্যা করে সংস্থার এমডি তথা সিইও সতীশ্বর বি বলেছেন, “ধরুন আপনার বয়স ৩০ বছর এবং আপনার একটি ৩ বছরের সন্তান আছে। এই পরিকল্পনার অধীনে, আপনি যদি দশ বছরের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা করে জমান, তাহলে আপনার সন্তানের বয়স যখন ১৮ হবে এবং তার উচ্চশিক্ষার পর্ব শুরু হবে, সেই সময় প্রায় কর-মুক্ত ৬.৫ লক্ষ টাকা পাবেন। আপনার অকালমৃত্যু হলে, আপনার পরিবার কমপক্ষে ৫ লক্ষ টাকা পাবে।” তিনি আরও জানিয়েছেন, জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে এই পলিসি। তিনি বলেন, “আপনার বয়স যদি ৪০ হয় এবং আপনি অবসরের বিষয়ে চিন্তা করা শুরু করেন, তাহলে আপনাকে দশ বছরের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা সঞ্চয় করতে হবে। সেই ক্ষেত্রে আপনার বয়স যখন ৬০ হবে, আপনি ট্যাক্স-মুক্ত ২৯.৪৭ লক্ষ টাকা পাবেন। অকালমৃত্যুর ক্ষেত্রে, আপনার প্রিয়জনরা অন্তত ২২.৮ লক্ষ টাকা পাবেন।”

জেনে নেওয়া যাক এই বিমার বৈশিষ্ট্যগুলি –

– সঞ্চয়ের লক্ষ্যের উপর নির্ভর করে ৫ থেকে ২০ বছরের মধ্যে যে কোনও মেয়াদের জন্য এই পলিসি গ্রহণ করা যেতে পারে।

– কত টাকা প্রিমিয়াম দেবেন, কত সময় পরে পরে দেবেন এবং কী সুবিধা পাবেন – সমস্ত বিকল্প নিজেদের পছন্দ মতো বেছে নিতে পারেন গ্রাহকরা।

– এই পরিকল্পনা গ্রহণের ন্যূনতম বয়স তিন মাস এবং সর্বোচ্চ বয়স ৫০ বছর (যাঁরা নিয়মিত বেতন পান)।

– জীবন বিমা এবং সঞ্চয়ের নিশ্চয়তার পাশাপাশি, দুর্ঘটনাজনিত মৃত্যু এবং গুরুতর অসুস্থতা-সহ অতিরিক্ত ঐচ্ছিক বিমা সুরক্ষার সুবিধা রয়েছে এই পরিকল্পনায়।

– নিশ্চিত রিটার্ন ছাড়াও, পলিসি ম্যাচিওর করার সময়ে গ্যারান্টিড অ্যাডিশন এবং লয়্যালটি অ্যাডিশন পাওয়া যাবে।

– পলিসির মেয়াদকালে পলিসিধারীর মৃত্যু হলে এই পরিকল্পনায় জীবন বিমার সুবিধা পাওয়া যায়।

– এই পরিকল্পনায় তিনটি প্রিমিয়াম পেমেন্ট অপশনের সুবিধা দেওয়া হয়েছে –  নিয়মিত (পলিসির মেয়াদকাল জুড়ে অর্থ প্রদান), সীমিত (পলিসির মেয়াদের চেয়ে কম একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থ প্রদান) এবং এককালীন।