CFL 2023: গোল করলেন ক্যাপ্টেন, জয়ে ফিরল মহমেডান
Calcutta Football League: রেলওয়ে এফসির বিরুদ্ধে পিছিয়ে থেকেও জিতল ভবানীপুর। সত্যেন রায়ের গোলে এগিয়ে গিয়েছিল রেলওয়ে। ভবানীপুরের হয়ে গোল দুটি করেন কিংশুক দেবনাথ ও শুভ ঘোষ।

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে জয়ে ফিরল মহমেডান স্পোর্টিং। গত ম্যাচে মরসুমের প্রথম হার হজম করতে হয়েছিল সাদা কালো ব্রিগেডকে। ডায়মন্ডহারবার এফসির কাছে হেরেছিল তারা। এ দিন পিয়ারলেসের বিরুদ্ধে গোল করলেন মহমেডান স্পোর্টিংয়ের অধিনায়ক সামাদ আলি মল্লিক। পিছিয়ে থেকেও জিতল মহমেডান। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত ম্যাচের হারের জ্বালা। শুরু থেকেই মরিয়া চেষ্টা মহমেডান স্পোর্টিংয়ের। তবে ইসরাফিল দেওয়ানের গোলে এগিয়ে যায় পিয়ারলেস। প্রথমার্ধেই গোল শোধ করে মহমেডান স্পোর্টিং। সমতা ফেরান এ মরসুমে অনবদ্য ছন্দে থাকা ডেভিড লালহানসাঙ্গা। দ্বিতীয়ার্ধে জয় সূচক গোলটি করেন সামাদ আলি মল্লিক।
ব্যারেটোর পাস থেকে গোল ডেভিডের। সেই গোলেই সমতা ফেরায় সাদা কালো বাহিনী। তবে জয়সূচক গোলের জন্য অপেক্ষা করতে হল শেষ মুহূর্ত অবধি। বাকি ম্যাচের মতো এ দিনও গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রচুর সমর্থক। তাঁদের হাসি মুখে ফেরার সুযোগ করে দিলেন ক্যাপ্টেন সামাদ আলি মল্লিক। অ্যাডেড টাইমে গোল তাঁর।
অন্য ম্যাচে আর্মি রেডের কাছে হার কালীঘাট মিলন সঙ্ঘের। আর্মির হয়ে একমাত্র গোল রাহুল রামকৃষ্ণণের। রেলওয়ে এফসির বিরুদ্ধে পিছিয়ে থেকেও জিতল ভবানীপুর। সত্যেন রায়ের গোলে এগিয়ে গিয়েছিল রেলওয়ে। ভবানীপুরের হয়ে গোল দুটি করেন কিংশুক দেবনাথ ও শুভ ঘোষ।
ইউনাইটেড স্পোর্টসের জন্য হতাশা। ডায়মন্ডহারবারের কাছে ০-১ গোলে হার ইউনাইটেড স্পোর্টসের। ডায়মন্ডহারবারের হয়ে একমাত্র গোল শাইবরল্যাংয়ের। অন্য ম্যাচে, টালিগঞ্জ অগ্রগামীকে ৩-১ গোলে হারাল সাদার্ন সমিতি। গোল তিনটি করেন সৌগত হাঁসদা, শ্রীকুমরা কার্জি এবং অমন মুন্সি। টালিগঞ্জের হয়ে একমাত্র গোল জয় বাজের।





