CWG 2022 Highlights, Day 2: মীরাবাঈ চানুর সোনা, বিন্দিয়া রানির রুপো, চার পদকে দিন শেষ ভারতের
Commonwealth Games 2022 Day 2 Live Updates in Bengali: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের খুটিনাটি খবর জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।
বার্মিংহ্যাম: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games) দ্বিতীয় দিন। ভারতীয় ক্রীড়াপ্রেমীদের অনেকটাই আশা পূর্ণ হল। সবচেয়ে বেশি আনন্দের মীরাবাঈ চানুর (Mirabai Chanu) পারফরম্যান্স। সোনা জিতলেন ভারতের এই ভারোত্তোলক। গত বারও গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন চানু। মাঝে রয়েছে টোকিও অলিম্পিকে রুপো। ভারত এদিন চারটি পদক জেতে। চারটিই ভারোত্তোলনে। দিনের প্রথম পদক আসে সংকেত সারগরের সৌজন্যে। এরপর গুরুরাজ পূজারী ব্রোঞ্জ পান। ভারতীয় সময় রাত ৯টা নাগাদ সোনালী মুহূর্ত মীরাবাঈ চানুর সৌজন্যে। ভারতীয় সময় ভোর রাতে আরও একটি রুপোর পদকে দিন শেষ করে ভারত। মেয়েদের ৫৫ কেজি বিভাগে রুপো বিন্দিয়া রানি দেবীর। মেয়েদের হকিতে জোড়া জয়ও প্রথম দিনের বড় প্রাপ্তি ভারতের।
LIVE NEWS & UPDATES
-
চতুর্থ পদক
দিনের চতুর্থ পদক ভারতের। মেয়েদের ভারোত্তোলনে ৫৫ কেজি বিভাগে রুপো পেলেন বিন্দিয়া রানি দেবী। ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি তোলেন তিনি। মোট ২০২ কেজি তুলে রুপো বিন্দিয়ার।
-
ভারোত্তোলনে পদকের সম্ভাবনা
স্ন্যাচ ইভেন্টে ৮৬ কেজি তুলে আপাতত তৃতীয় স্থানে ভারতের বিন্দিয়া রানি। এবার ক্লিন অ্যান্ড জার্কে নজর। এদিন তিনটি পদক জিতেছে ভারত। আরও একটি পদকের আশা দেখাচ্ছেন ভারতীয় ভারোত্তোলক।
-
-
টিটিতে হার
বার্মিংহ্যাম গেমসে টেবল টেনিসে হতাশা ভারতের। মেয়েদের টিম ইভেন্টে কোয়ার্টার ফাইানালে মালয়েশিয়ার কাছে ২-৩ ব্যবধানে হার ভারতের।
-
হকিতে জয়
মেয়েদের হকিতে দ্বিতীয় জয় ভারতের। পুল এ-র দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ৩-১ ব্যবধানে হারাল ভারত।
-
বক্সিং
কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা বোরগোহাইন। নিউজিল্যান্ডের আরিয়ানে নিকোলসনকে ৫-০ হারালেন তিনি। -
-
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
চার বছর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও গোল্ড জিতেছিলেন মীরাবাঈ চানু। এবার বার্মিংহ্যামেও সোনা। গর্বিত দেশ। মীরাবাঈ চানুকে শুভেচ্ছে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনার মেয়েকে প্রশংসায় ভরিয়ে দিলেন।
The exceptional @mirabai_chanu makes India proud once again! Every Indian is delighted that she’s won a Gold and set a new Commonwealth record at the Birmingham Games. Her success inspires several Indians, especially budding athletes. pic.twitter.com/e1vtmKnD65
— Narendra Modi (@narendramodi) July 30, 2022
-
ভারোত্তোলন: মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন চানু
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন মীরাবাঈ চানু
-
ভারোত্তোলন: মহিলাদের ৪৯ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় চেষ্টায় ১১৩ কেজি তুললেন মীরাবাঈ চানু
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন মহিলাদের ৪৯ কেজি বিভাগের ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় চেষ্টায় মীরাবাঈ চানু তুললেন ১১৩ কেজি।
-
ভারোত্তোলন: মহিলাদের ৪৯ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কের প্রথম চেষ্টায় ১০৯ কেজি তুললেন মীরাবাঈ চানু
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন মহিলাদের ৪৯ কেজি বিভাগের ক্লিন অ্যান্ড জার্কের প্রথম চেষ্টায় মীরাবাঈ চানু তুললেন ১০৯ কেজি।
-
টেবল টেনিস: মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের মুখ দেখল ভারতীয় মহিলা দল
ভারতীয় মহিলা দল মালয়েশিয়ান প্যাডলারদের কাছে প্রথম ম্যাচে হেরে গেলন। কারেন লিন এবং লি সি এলিস ভারতের রীথ টেনিসন এবং সৃজা আকুলাকে ১১-৭, ১১-৬, ৫-১১, ১১-৬ ব্যবধানে হারান
-
ভারোত্তোলন: কমনওয়েলথে রেকর্ড গড়লেন চানু
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন মহিলাদের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচে দ্বিতীয় প্রচেষ্টায় মীরাবাঈ চানু ৮৮ কেজি তুলে রেকর্ড গড়লেন।
-
ভারোত্তোলন: ৯০ কেজি তুলতে ব্যর্থ মীরাবাঈ চানু
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন মহিলাদের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচে তৃতীয় প্রচেষ্টায় মীরাবাঈ চানু ৯০ কেজি তুলতে ব্যর্থ হলেন।
-
ভারোত্তোলন: মহিলাদের ৪৯ কেজি বিভাগে স্ন্যাচের দ্বিতীয় চেষ্টায় ৮৮ কেজি তুললেন মীরাবাঈ চানু
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন মহিলাদের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচে দ্বিতীয় প্রচেষ্টায় মীরাবাঈ চানু তুললেন ৮৮ কেজি।
-
ভারোত্তোলন: মহিলাদের ৪৯ কেজি বিভাগে স্ন্যাচের প্রথম চেষ্টায় ৮৪ কেজি তুললেন মীরাবাঈ চানু
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন মহিলাদের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় মীরাবাঈ চানু তুললেন ৮৪ কেজি।
-
ভারোত্তোলন: মহিলাদের ৪৯ কেজি বিভাগে অ্যাকশনে মীরাবাঈ চানু
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন মহিলাদের ৪৯ কেজি বিভাগের ইভেন্ট শুরু। এই বিভাগে নামবেন মীরাবাঈ চানু।
-
ভারোত্তোলন: সংকেতের মেডেল সেরেমনি দেখুন
এক ঝলকে দেখুন সংকেত মহাদেব সারগরের মেডেল সেরেমনি
Sanket Sargar's Medal Ceremony ?
Take a look ?
Send in your wishes for our Champ with a indomitable spirit ?#Cheer4India#India4CWG2022 @PMOIndia @ianuragthakur @NisithPramanik @IndiaSports @SAI_Patiala @SonySportsNetwk @DDNewslive @ddsportschannel @CGI_Bghm pic.twitter.com/bg3QawT36D
— SAI Media (@Media_SAI) July 30, 2022
-
ভারোত্তোলন: এ বার নজরে মীরাবাঈ চানু
কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৯ কেজি বিভাগে নামতে চলেছেন অলিম্পিকে রুপোজয়ী মীরাবাঈ চানু
-
স্কোয়াশ: ৩-০ ব্যবধানে জিতলেন সৌরভ ঘোষাল
রাউন্ড অব ৩২-তে স্কোয়াশ ইভেন্টের পুরুষদের সিঙ্গলসে সৌরভ ঘোষাল শ্রীলঙ্কার শামিল ওয়াকিলের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতলেন। প্রথম দুটি গেম ১১-৪ ব্যবধানে জেতার পর, সৌরভ শেষ গেমটিও ১১-৬ ব্যবধানে জেতেন।
-
ভারোত্তোলন: পুরুষদের ৬১ কেজিতে ব্রোঞ্জ গুরুরাজার
ভারোত্তোলনে পুরুষদের ৬১ কেজি বিভাগে ক্লিং অ্যান্ড জার্কে তৃতীয় প্রয়াসে ১৫১ কেজি তুললেন ভারতের গুরুরাজা। এবং একইসঙ্গে ব্রোঞ্জ পদক পেলেন তিনি।
- গুরুরাজা পূজারির পারফরম্যান্স
- ১১৮ কেজি স্ন্যাচে
- ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে ১৪৪ কেজি, মোট- ২৬২ কেজি
- ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৪৮ কেজি, মোট- ২৬৪ কেজি
- ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় প্রয়াসে ১৫১ কেজি, মোট – ২৬৯ কেজি
2️⃣nd medal for ?? at @birminghamcg22 ?
What a comback by P. Gururaja to bag ? with a total lift of 269 Kg in the Men's 61kg Finals?♂️ at #B2022
Snatch- 118kg Clean & Jerk- 151kg
With this Gururaj wins his 2nd consecutive CWG medal ?
Congratulations Champ!#Cheer4India pic.twitter.com/UtOJiShUvS
— SAI Media (@Media_SAI) July 30, 2022
-
ভারোত্তোলন: পুরুষদের ৬১ কেজি বিভাগে ক্লিং অ্যান্ড জার্কে ১৪৪ কেজি তুললেন গুরুরাজা
ভারোত্তোলনে পুরুষদের ৬১ কেজি বিভাগে ক্লিং অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে ১৪৪ কেজি তুললেন ভারতের গুরুরাজা
-
হকি: করোনা আক্রান্ত ভারতীয় তারকা নভজোৎ কৌর
করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় হকি তারকা নভজোৎ কৌর। আগামীকাল তিনি দেশে ফিরে আসবেন। কোনও উপসর্গ নেই তাঁর। কিন্তু তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
#BREAKING: #COVID positive Navjot from Indian hockey team will fly out tomorrow for India. She had tested positive for the virus, but has zero symptoms, so she has been cleared to fly out. Sonika to replace her. #Birminghamcg22 #CWG22 #CommonwealthGames22
— Amit Kamath (@jestalt) July 30, 2022
-
বক্সিং: মহম্মদ হুসামুদ্দিন হারালেন প্রোটিয়া বক্সারকে
বক্সিংয়ে পুরুষদের ৫৭ কেজি বিভাগে ভারতের মহম্মদ হুসামুদ্দিন ৫-০ ব্যবধানে হারালেন প্রোটিয়া বক্সার অ্যামজোলেলে দিয়েয়িকে
-
টেবল টেনিস: পুরুষদের টিটি ম্যাচ শুরু
পুরুষদের টিটি ম্যাচে নর্দান আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতকে এগিয়ে দিলেন শরথকমল ও হরমীত দেশাই জুটি। ম্যাচের ফল ১১-৩, ৯-১১, ১১-৬, ১১-১ ভারতের পক্ষে।
-
ভারোত্তোলন: পুরুষদের ৬১ কেজি বিভাগে স্ন্যাচে ১২০ কেজি তুলতে পারলেন না গুরুরাজা পূজারি
পুরুষদের ৬১ কেজি বিভাগে ভারোত্তোলনে স্ন্যাচে তৃতীয় প্রয়াসে ১২০ কেজি তুলেতে পারলেন না গোল্ড কোস্ট কমনওয়েলথে রুপো পাওয়া গুরুরাজা পূজারি। ফলে স্ন্যাচে তাঁর সেরা পারফরম্যান্স ১১৮ কেজি
-
ভারোত্তলন: পুরুষদের ৬১ কেজি বিভাগে গুরুরাজা পূজারিরর পারফরম্যান্স
পুরুষদের ৬১ কেজি বিভাগে ভারোত্তোলনে স্ন্যাচে দ্বিতীয় প্রয়াসে ১১৮ কেজি তুলেছেন গোল্ড কোস্ট কমনওয়েলথে রুপো পাওয়া গুরুরাজা পূজারি
-
ব্যাডমিন্টন: শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারাল ভারত
মিক্সড টিম ইভেন্টে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়েছে ভারতের শাটলাররা।
-
ভারোত্তলন: পুরুষদের ৬১ কেজি বিভাগে ভারোত্তোলন শুরু গুরুরাজা পূজারির
পুরুষদের ৬১ কেজি বিভাগে ভারোত্তোলনে স্ন্যাচে প্রথম প্রয়াসে ১১৫ কেজি তুলেছেন গোল্ড কোস্ট কমনওয়েলথে রুপো পাওয়া গুরুরাজা পূজারি
-
সংকেতকে শুভেচ্ছাবার্তার মোদীর
ভারতীয় ভারোত্তলন সংকেত মহাদেব সারগরকে কমনওয়েলথে রুপো পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Exceptional effort by Sanket Sargar! His bagging the prestigious Silver is a great start for India at the Commonwealth Games. Congratulations to him and best wishes for all future endeavours. pic.twitter.com/Pvjjaj0IGm
— Narendra Modi (@narendramodi) July 30, 2022
-
ভারোত্তলন: পুরুষদের ৬১ কেজি বিভাগে নামছেন গুরুরাজা পূজারি
কমনওয়েলথ গেমসে পুরুষদের ৫৫ কেজি বিভাগে রুপো পেয়েছেন ভারতের সংকেত মহাদেব সারগর। এ বার পুরুষদের ৬১ কেজি বিভাগে নামছেন ভারতের গুরুরাজা পূজারি
CWG 2018 Silver Medalist ?♂️ Gururaja is set to begin his campaign at CWG @birminghamcg22 shortly
All pumped up for his event, he shares his message for India & fans, listen In ?#Cheer4India#IndiaTaiyaarHai#India4CWG2022 @PMOIndia @ianuragthakur @NisithPramanik pic.twitter.com/zTiLcofrdg
— SAI Media (@Media_SAI) July 30, 2022
-
ভারোত্তোলন: পুরুষদের ৫৫ কেজি বিভাগে রুপো পেলেন সংকেত
পুরুষদের ৫৫ কেজি বিভাগে রুপো পেলেন ভারতের সংকেত মহাদেব সারগর
-
ভারোত্তলন: পুরুষদের ৫৫ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রয়াসে চোট পেলেন সংকেত
ভারোত্তলনে পুরুষদের ৫৫ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রয়াসে ১৪১ কেজি তুলতে গিয়ে চোট পেলেন সংকেত
-
টেবল টেনিস: রিথও জিতলেন টিটিতে
টেবল টেনিসে মেয়েদের দলগত ইভেন্টে গায়ানার বিরুদ্ধে ভারত জিতল ৩-০ ব্যবধানে। চেলসি এডগিলকে ১১-৭, ১৪-১২, ১৩-১১ ব্যবধানে হারালেন রিথ রিশিয়া
-
ব্যাডমিন্টন: আকর্ষির সহজ জয়
ব্যাডমিন্টনে ভারতকে ৩-০ এগিয়ে দিলেন আকর্ষি কাশ্যপ। শ্রীলঙ্কার সুহাসিনী বিদানগেকে ২১-৩, ২১-৯ ব্যবধানে হারালেন আকর্ষি।
-
ভারোত্তলন: পুরুষদের ৫৫ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫ কেজি তুললেন সংকেত
ভারোত্তলনে পুরুষদের ৫৫ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে তু্লেছেন ১৩৫ কেজি।
-
টেবল টেনিস: মনিকার জয়ে ২-০ এগিয়ে ভারত
টেবল টেনিসে মেয়েদের দলগত ইভেন্টে গায়ানার বিরুদ্ধে ভারতকে ২-০ এগিয়ে দিলেন মনিকা বাত্রা। থুরাইয়া টমাসকে ১১-১, ১১-৩, ১১-৩ ব্যবধানে হারান মনিকা।
-
টেবল টেনিস: সৃজা-রীত জুটি এগিয়ে দিল ভারতকে
টেবল টেনিসে মেয়েদের দলগত ইভেন্টে গায়ানার বিরুদ্ধে ডাবলসের প্রথম ম্যাচে জয় ভারতের। সৃজা আকুলা ও রীথ টেনিসন জুটি ১১-৫, ১১-৭, ১১-৭ পয়েন্টে হারালেন গায়ানার নাতালি কামিংস ও চেলসি এডগিল জুটিকে।
-
ভারোত্তলন: পুরুষদের ৫৫ কেজি বিভাগে স্ন্যাচে ১১৩ কেজি তুললেন সংকেত
পুরুষদের ৫৫ কেজি বিভাগের ভারোত্তলনে ভারতের সংকেত সারগর স্ন্যাচে তৃতীয় প্রয়াসে তুলেছেন ১১৩ কেজি।
-
ব্যাডমিন্টন: প্রথম গেম লক্ষ্যর পক্ষে
শ্রীলঙ্কান শাটলারের বিরুদ্ধে ২১-১৮ ব্যবধানে প্রথম গেমে জয় লক্ষ্য সেনের
-
ব্যাডমিন্টন: শ্রীলঙ্কার বিরুদ্ধে এগিয়ে লক্ষ্য সেন
নিরুকা করুণারত্নের বিরুদ্ধে ম্যাচ চলছে লক্ষ্য সেনের
-
ভারোত্তলন: পুরুষদের ৫৫ কেজি বিভাগে স্ন্যাচে ১১১ কেজি তুললেন সংকেত
পুরুষদের ৫৫ কেজি বিভাগের ভারোত্তলনে ভারতের সংকেত সারগর স্ন্যাচে দ্বিতীয় প্রয়াসে তু্লেছেন ১১১ কেজি।
-
ভারোত্তলন: পুরুষদের ৫৫ কেজি বিভাগে ভালো শুরু সংকেতের
পুরুষদের ৫৫ কেজি বিভাগের ভারোত্তলনে ভারতের সংকেত সারগর স্ন্যাচে প্রথম প্রয়াসে তু্লেছেন ১০৭ কেজি।
-
ভারোত্তলন: পুরুষদের ৫৫ কেজি বিভাগের ভারোত্তলন শুরু
পুরুষদের ৫৫ কেজি বিভাগের ভারোত্তলন শুরু। এই বিভাগে ভারতের হয়ে নামছেন সংকেত সারগর
-
ব্যাডমিন্টন: লড়াইয়ের জন্য তৈরি লক্ষ্যরা
ভারতের মিক্সড টিম ইভেন্টে দেখে নিন কোন শাটলারের বিরুদ্ধে কে নামবেন?
WE GO AGAIN! ?
Checkout how team ?? lineup against ?? in their 2️⃣nd group stage encounter! ?⚔️
Let’s get the WIN, champs! ??@himantabiswa | @sanjay091968 #IndiaPhirKaregaSmash#B2022#IndiaontheRise@birminghamcg22 pic.twitter.com/qbtOuZtJ7j
— BAI Media (@BAI_Media) July 30, 2022
-
ব্যাডমিন্টন: দ্বিতীয় দিনের জন্য তৈরি ভারতীয় শাটলাররা
আজ ভারতের মিক্সড টিম ইভেন্ট রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুপুর ১ টা ৩০ মিনিটে শুরু হবে ভারতের ম্যাচ
#Badminton team is ready for their next challenge at the #CommonwealthGames2022 ?
Break a Leg, team ⚡
Let's #Cheer4India ??#IndiaTaiyaarHai ?#India4CWG2022 pic.twitter.com/DRpFHZFHfb
— SAI Media (@Media_SAI) July 30, 2022
-
ভারতীয় ভারোত্তলকদের অনুশীলনের ঝলক
দেখুন ভিডিও
#Weightlifting ?♀️?♂️action starts today at @birminghamcg22 ??
Check out the glimpses from the Indian Contingent's training session at the preparatory camp held in Birmingham ahead of the Games
Good Luck #TeamIndia ??#Cheer4India?? #IndiaTaiyaarHai #India4CWG2022 pic.twitter.com/YzYZ3258Ij
— SAI Media (@Media_SAI) July 30, 2022
-
চোখ বুলিয়ে নিন আজকের সূচিতে
দেখুন কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন ভারতীয় অ্যাথলিটদের সূচি—
Day 2️⃣ at CWG @birminghamcg22
Take a ? at #B2022 events scheduled for 30th July
Catch #TeamIndia?? in action on @ddsportschannel & @SonyLIV and don’t forget to send in your #Cheer4India messages below#IndiaTaiyaarHai #India4CWG2022 pic.twitter.com/u8fZwdGR2r
— SAI Media (@Media_SAI) July 30, 2022
-
হার-জিত মিলিয়ে কেমন কাটল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের প্রথমদিন?
ছবিতে দেখুন হার-জিত মিলিয়ে কেমন কাটল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের প্রথমদিন?
পড়ুন বিস্তারিত – CWG 2022 Results: ক্রিকেটে হার, হকি-ব্যাডমিন্টনে জয়; কমনওয়েলথের প্রথমদিনে সাফল্য-ব্যর্থতার খতিয়ান
-
একনজরে প্রথম দিনের শেষে ভারতের ফলাফল
কমনওয়েলথ গেমসের প্রথম দিন কেউ আশা জাগিয়েও হারের মুখ দেখলেন। কেউ আবার দাপটের সঙ্গে প্রতিপক্ষের মোকাবিলা করে পরের রাউন্ডে পৌঁছে গেলেন। টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হকিতে জয়ধ্বজা ওড়াল ভারত।
পড়ুন বিস্তারিত- CWG 2022 Day 1 Result: সাঁতারের ফাইনালে শ্রীহরি নটরাজ, কমনওয়েলথ ব্যাডমিন্টনে দাপট সিন্ধুদের
-
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন ভারতীয় অ্যাথলিটদের সূচি
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশের একঝাঁক তারকা অ্যাথলিট। তাঁরা কারা? দেখে নিন।
পড়ুন বিস্তারিত- CWG 2022 India Day 2 Schedule: দ্বিতীয় দিনেই সোনার হাতছানি; অ্যাকশনে লভলিনা, নিখাত, মীরাবাঈরা
Published On - Jul 30,2022 10:32 AM