CWG 2022 Highlights, Day 9: সোনার ইতিহাস ভাবিনার, কুস্তিতে রবি-বিনেশ-নবীনের সোনা
Commonwealth Games 2022 Day 9 Live Updates in Bengali: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের নবম দিনে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের খুটিনাটি খবর জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।
বার্মিংহ্যাম: আজ, শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) নবম দিন ছিল। ভারতের (India) ঝুলিতে এখনও অবধি এ বারের কমনওয়েলথ গেমস থেকে এসেছে মোট ৪০টি পদক। শনিবার কমনওয়েলথ গেমস থেকে ভারতীয় অ্যাথলিটরা ভুরি ভুরি পদক এনে দিয়েছেন দেশকে। কী নেই তাতে? সোনা-রুপো-ব্রোঞ্জে ভারতের ঝুলি ভরিয়েছেন রবি-ভাবিনারা। লন বল ফোরসে এর আগে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছিল ভারতের মেয়েরা। আজ পুরুষদের লন বল ফোরসে রুপো পেল ভারতের পুরুষ দল। অ্যাথলেটিক্স থেকে এসেছে দুটি রুপো। একটি ১০ হাজার মিটার রেস ওয়াক থেকে পেয়েছেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী। অপরটি পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ থেকে পেয়েছেন অবিনাশ সাবলে। এ ছাড়াও রবি-বিনেশ-নবীনরা দেশকে সোনা এনে দিয়েছেন। পাশাপাশি ফাইনালে উঠেছে ভারতের পুরুষ হকি দল, মহিলা ক্রিকেট টিম।
LIVE NEWS & UPDATES
-
বক্সিং: ফাইনালে সাগর
পুরুষদের ৯২+কেজি বিভাগের ফাইনালে ভারতের সাগর অহলত। নাইজেরিয়ান প্রতিপক্ষকে ৫-০ হারিয়ে ফাইনালে সাগর। পয়েন্টের ভিত্তিতে জিতলেন সাগর।
-
প্যারা টেবল টেনিস: সোনা জিতলেন ভাবিনা
প্যারা টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ বিভাগের ফাইনালে সোনা জিতলেন ভাবিনা।
-
-
বক্সিং: রোহিত টোকাসের ব্রোঞ্জ
পুরুষদের ৬৭ কেজি বিভাগের সেমিফাইনালে ব্রোঞ্জ পেলেন ভারতের রোহিত টোকাস। সেমিফাইনালে জাম্বিয়ার স্টিফেন জিম্বার বিরুদ্ধে ৩:২ স্প্লিট ডিসিশনে হেরে ব্রোঞ্জ পেলেন রোহিত।
MEMORABLE BRONZE BY TOKAS ?
Experienced Indian pugilist ?? @rohit_tokas (M-67kg) displays a dominant form, landing some solid hooks and punches ? to bag bronze ?at #CommonwealthGames2022
A fight to remember indeed!!Great effort ?♂️?♀️#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/jHjHiMi9QG
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
বক্সিং: হুসামুদ্দিনের ব্রোঞ্জ
পুরুষদের ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন মহম্মদ হুসামুদ্দিন। এই নিয়ে কমনওয়েলথে হুসামুদ্দিনের এটি দ্বিতীয় পদক। ঘানার জোসেফ কোমের কাছে ৪-১ হেরে ব্রোঞ্জ পেলেন হুসামুদ্দিন।
HUSSAMUDDIN BAGS BRONZE ?
Mohd Hussamuddin (@Hussamboxer) (M-57kg) displays exceptional performance to win a bronze for India at #B2022
The experienced pugilist ??bags his 2nd consecutive medal at #CommonwealthGames ??
Well Done!!#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/vFuOXuiKFy
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
প্যারা টেবল টেনিস: ব্রোঞ্জ পেলেন সোনাল
প্যারা টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ এর ব্রোঞ্জ পদক ম্যাচে জিতলেন ভারতের সোনাল প্যাটেল। ইংল্যান্ডের সু বেইলিকে ১১-৫, ১১-২, ১১-৩ ব্যবধানে হারালেন সোনাল। আজ এটি ভারতের ১২ নম্বর পদক।
BRONZE FOR SONAL ?
Tokyo Paralympian & Asian Para Games ? medalist @SonuPTTOfficial wins ? after defeating ???????'s Sue Bailey in straight sets 3-0 winning her maiden medal at #CommonwealthGames ?
Sonal's hard work has paid off, her wait for a CWG ?is finally over?
Congrats! pic.twitter.com/kDg4nhdf4I
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
-
ব্যাডমিন্টন: সেমিফাইনালে সাত্বিক-চিরাগ জুটি
পুরুষদের ডাবলসের সেমিফাইনালে ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার জ্যাকব সুলার-নাথান টাংকে স্ট্রেট গেমে হারাল ভারতের সাত্বিক-চিরাগ জুটি। ম্যাচের ফল ২১-৯, ২১-১১ সাত্বিক-চিরাগের পক্ষে।
-
ব্যাডমিন্টন: সেমিফাইনালে ত্রিশা-গায়েত্রী জুটি
মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে জামাইকার তাহিলা রিচার্ডসন-ক্যাথরিন উইন্টার জুটিকে হারিয়ে সেমিফাইনালে ভারতের ত্রিশা জলি-গায়েত্রী গোপীচাঁদ। স্ট্রেট গেমে ২১-৮, ২১-৬ জামাইকান জুটিকে হারাল ত্রিশা-গায়েত্রী।
-
হকি: ফাইনালে ভারতের পুরুষ হকি দল
হকিতে পুরুষদের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠল ভারত।
#MenInBlue ? INTO THE FINALS ? ?
India ?? 3️⃣- 2️⃣?? South Africa
Let's Go Boys ??#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/MJWIvdwp3v
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
কুস্তি: ব্রোঞ্জ পেলেন দীপক
পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইলে ভারতের দীপক নেহরা হারালেন পাকিস্তানের তায়াব রাজাকে। ১০-২ মার্জিনে ব্রোঞ্জ পদক ম্যাচে জিতলেন দীপক।
-
কুস্তি: ব্রোঞ্জ পেলেন পূজা সিহাগ
মহিলাদের ৭৬কেজি ফ্রিস্টাইলের ব্রোঞ্জ পদক ম্যাচে অস্ট্রেলিয়ার নাওমি ডি ব্রুইনকে হারালেন ভারতের পূজা সিহাগ। অজি কুস্তিগিরকে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হারিয়ে ব্রোঞ্জ পদক পেলেন পূজা সিহাগ।
It's Raining Medals for ?? at @birminghamcg22 ??
Fantastic effort from ??'s #PoojaSihag ?♀️ (W-76kg) to clinch? with utter dominance, defeating ??'s De Bruine by technical superiority (11-0) ???
Well done Champ! ??Many congratulations ? #Cheer4India #India4CWG2022 pic.twitter.com/XRpLua7QhA
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
কুস্তি: রবি-বিনেশের পর নবীনের সোনা
পাকিস্তানের মহম্মদ শরিফ তাহিরকে হারিয়ে সোনা জিতলেন ভারতের নবীন। পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইলের সোনার পদক ম্যাচে ৯-০ মার্জিনে সোনা জিতলেন নবীন। এ বারের কমনওয়েলথ গেমসে এটি ভারতের ১২ নম্বর সোনার পদক। এবং কুস্তিতে এটি ভারতের ছয় নম্বর সোনা।
6️⃣th ?♂️?♀️ GOLD FOR ??
??'s Dhakad youth wrestler Naveen (M-74kg) defeats ??'s Tahir by points (9-0) en route to winning GOLD ?on his debut at #CommonwealthGames ?
Amazing confidence & drive from Naveen to take ??'s ? medal tally to 1️⃣2️⃣ at #B2022
Congrats ? #Cheer4India pic.twitter.com/UTWczNCh6a
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
ব্যাডমিন্টন: পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে লক্ষ্য ও শ্রীকান্ত
- পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মরিশাসের জুলিয়েন জর্জেস পলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। মরিশাসের শাটলারকে স্ট্রেট গেমে হারালেন লক্ষ্য। ম্যাচের ফল ২১-১১, ২১-১১ লক্ষ্যর পক্ষে।
- পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত ইংল্যান্ডের টোবি পেন্টিকে হারিয়েছেন। ইংল্যান্ডের শাটলারের বিরুদ্ধে স্ট্রেট গেমে ২১-১৯, ২১-১৭ শ্রীকান্তের জয়।
-
প্যারা টেবল টেনিস: ব্রোঞ্জ পেলেন না রাজ
প্যারা টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ এর ব্রোঞ্জ পদক ম্যাচে নাইজেরিয়ার ইসাউ ওগুনকুনলের কাছে ১১-৩, ১১-৬, ১১-৯ হারলেন ভারতের রাজ অরবিন্দন।
-
কুস্তি: বিনেশের সোনা
পুরুষদের ৫৩ কেজি বিভাগের ফ্রিস্টাইলে রবি কুমার দাহিয়ার সোনা জেতার রেশ কাটতে না কাটতেই কুস্তিতে ফের সোনা। এ বার মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি (নর্ডিক) বিভাগে সোনা জিতলেন ভারতের বিনেশ ফোগত। শ্রীলঙ্কার চামোদ্যা কেশানির বিরুদ্ধে ‘ভিকট্রি বাই ফল’-এর বিচারে সোনা জিতলেন বিনেশ। কমনওয়েলথ গেমসে বিনেশের এটি টানা তৃতীয়বার সোনা জয়।
GOLD ?HATTRICK FOR VINESH ??@Phogat_Vinesh has scripted history yet again, from being the 1️⃣st Indian woman ?♀️ to win GOLD at both CWG & Asian Games, to becoming the 1️⃣st Indian woman ?♀️ to bag 3 consecutive GOLD?at #CommonwealthGames ?
?️GOLD by VICTORY BY FALL ?1/1 pic.twitter.com/CeeGYqJ0RT
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
কুস্তি: রবির সোনা
কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন রবি দাহিয়া। বার্মিংহ্যাম থেকে রবি ভারতকে এনে দিলেন ১০ নম্বর সোনা। ফাইনালে নাইজিরিয়ার ওয়েলসন এবিকেওয়েনিমোকে ৪-০ ব্যবধানে হারালেন রবি।
RAVI WINS G?LD ?
3 time Asian Champion & #Tokyo2020 Olympics ? medalist ?♂️ @ravidahiya60 (M-57kg) has now conquered the #CommonwealthGames, winning GOLD ?on his debut ?
Brilliant Gutwrench & winning by technical superiority, that's stoic & determined RAVI for you ? 1/1 pic.twitter.com/UhLFq7c8od
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
কুস্তি: পূজার ব্রোঞ
মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি বিভাগের ব্রোঞ্জ পদক ম্যাচে জিতলেন ভারতের পূজা গেহলট। স্কটল্যান্ডের ক্রিস্টেল লেমোফ্যাক লেচিডজিওকে ৪-১ ব্যবধানে হারালেন পূজা
POOJA WINS BRONZE ?
U-23 World Championships Silver Medalist and debutant #PoojaGehlot ?♀️ (W-50kg) bags ?after defeating Scotland's Letchidjo by technical superiority (12-2) ?
Amazing Gutwrench by Pooja to take the 8 points lead ? Complete dominance ?#Cheer4India pic.twitter.com/N7Z7CkFZVd
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
টেবল টেনিস: হারল রীথ-সৃজা
মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের সৃজা আকুলা-রীথ টেনিসন জুটি ৩-১ ব্যবধানে হারল সিঙ্গাপুরের ওং জিন রু-হোও জিনগি জুটির কাছে। ম্য়াচের ফল ১৬-১৪, ১৩-১১, ৬-১১, ১১-৮ সিঙ্গাপুরিয়ান জুটির পক্ষে।
-
টেবল টেনিস: কমনওয়েলথে হতাশ করলেন মনিকা বাত্রা
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে খালি হাতে ফিরছেন ভারতীয় তারকা প্যাডলার মনিকা বাত্রা। গোল্ড কোস্টে ২০১৮ সালে ৪টি পদক পেয়েছিলেন মনিকা। যার মধ্য়ে ছিল ২টি সোনা, ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ। কিন্তু এ বার তিনি টেবল টেনিসের চারটি ইভেন্টেরই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন।
-
টেবল টেনিস: মনিকা-দিয়ার হার
মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের প্যাডলারদের কাছে ৩-১ ব্যবধানে হারল ভারতের মনিকা বাত্রা-দিয়া চিতলে জুটি। শার্লট কেরি – আনা হার্সি জুটি ১১-৭, ১১-৬, ১১-১৩, ১২-১০ হারাল মনিকাদের।
-
কুস্তি: পূজা গেহলটের ব্রোঞ্জ পদক ম্যাচ
- আজ রাত ৯.৩০ মিনিটে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের ব্রোঞ্জ পদক ম্যাচ।
- সেই ম্যাচে ভারতের পূজা গেহলট নামবেন স্কটল্যান্ডের ক্রিস্টেল লেমোফ্যাক লেচিডজিওরবিরুদ্ধে।
-
বক্সিং: ব্রোঞ্জ পেলেন জেসমিন ল্যাম্বোরিয়া
মহিলাদের ৬০ কেজি লাইটওয়েটের সেমিফাইনালে ইংল্যান্ডের জেমা পেইজ রিচার্ডসনের কাছে হেরে গেলেন ভারতের জেসমিন ল্যাম্বোরিয়া। ৩-২ স্প্লিট ডিসিশনে হারলেন জেসমিন। যার ফলে ব্রোঞ্জ পেলেন জেসমিন
-
স্কোয়াশ: হেরে গেলেন দীপিকা-সৌরভরা
মিক্সড ডাবলসের সেমিফাইনালে ভারতের দীপিকা পাল্লিকাল-সৌরভ ঘোষাল জুটি ৭-১১, ৪-১১ ব্যবধানে হেরে গেলেন নিউজিল্যান্ডের জোয়েল কিং-পল কলের কাছে। এ বার আগামীকাল দীপিকা-সৌরভরা খেলবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।
Indian Mixed Duo @DipikaPallikal / @SauravGhosal put up an intense fight but ultimately go down to New Zealand pair of King/ Coll in the Mixed Doubles Semi-Final
The Indian duo will next play for Bronze on 7th Aug
All the best team ? Stay tuned!! #Cheer4India #India4CWG2022 pic.twitter.com/WaHckpNZ3q
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
বক্সিং: ফাইনালে নিখাত
মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে ইংল্যান্ডের স্টাবলি আলফিয়া সাভানাকে ৫-০ হারিয়ে ফাইনালে নিখাত জারিন।
-
টেবল টেনিস: ফাইনালে শরথকমল-সৃজা জুটি
মিক্সড ডাবলসের ফাইনালে শরথকমল-সৃজা জুটি। অস্ট্রেলিয়ার লুম নিকোলাস-জি মিনইউং জুটিকে ৩-২ ব্যবধানে হারালেন ভারতের অচিন্ত্য শরথকমল-সৃজা আকুলা জুটি। ম্যাচের ফল ১১-৯, ১১-৮, ৯-১১, ১২-১৪, ১১-৭ শরথকমল-সৃজা জুটির পক্ষে।
-
লন বল: ভারতের রুপো
মহিলাদের লন বল ফোরসে সোনার পর, এ বার পুরুষদের লন বল ফোরসে রুপো পেল ভারতের পুরুষ দল। নর্দান আয়ারল্যান্ডের কাছে ১৮-৫ ব্যবধানে হারলেন ভারত।
Historic ? for ??'s Men's Fours Team ?
Team India wins ?in the final of #LawnBowls Men's Team event – Sunil, Navneet, Chandan & Dinesh vs Northern Islands
Great Work Team?
Let's #Cheer4India ??#India4CWG2022 pic.twitter.com/0GEcSKHbCM
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
ব্যাডমিন্টন: আকর্ষির হার
মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের ক্রিস্টি গিলমোরের কাছে হেরে গেলেন আকর্ষি কাশ্যপ। তবে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও আকর্ষির কাছে পদক লাভের একটা সুযোগ থাকছে। এ বার তিনি খেলবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।
-
টেবল টেনিস: টিটি ফাইনালে পুরুষদের ডাবলস জুটি শরথকমল-সাথিয়ান
টেবল টেনিসে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতীয় তারকা জুটি অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন। অস্ট্রেলিয়ার নিকোলাস লুম-ফিন লু জুটিকে শরথকমল-সাথিয়ান হারাল ৮-১১, ১১-৯, ১০-১২, ১১-১, ১১-৮ ব্যবধানে। Men’s Doubles —
-
স্কোয়াশ: পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে হার ভারতীয় জুটির
মালয়েশিয়ান জুটির কাছে পুরুষদের ডাবলসের স্কোয়াশের কোয়ার্টার ফাইনালে ২-০ ব্যবধানে হারল ভারতের সেন্থিলকুমার ভেলাভান-অভয় সিং জুটি।
Commendable performance by Indian Men's Squash duo @abhaysinghk98 _ #VelavanSenthilkumar at @birminghamcg22 ?
Their campaign comes to an end at #B2022 after going down to Yow /Wern (MAS) in MD QF, but our Champs gave a tough fight
Come back stronger Champ ?#India4CWG2022 pic.twitter.com/fVgL7aMvpi
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
কুস্তি: হেরে গেলেন দীপক নেহরা
পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইলে কোয়ার্টার ফাইনালে কানাডার নিশান রানধাওয়ার কাছে হেরে গেলেন দীপক নেহরা। আজ রাতে ব্রোঞ্জ পদক ম্যাচে নামবেন দীপক।
#Wrestling Update ?
Deepak (97kg) goes down 8-6 against Randhawa in the Quarter Finals. He list the match on points and will nowplay for Bronze ?later tonight pic.twitter.com/so34Fo99Bc
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
ব্যাডমিন্টন: হাড্ডাহাড্ডি লড়াই করেও হার সৃজার
মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ হাসি ফুটল না সৃজা আকুলার মুখে। কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের তিয়ানওয়েই ফেংয়ের বিরুদ্ধে ৭ গেমের লড়াইয়ে হারলেন সৃজা। ম্যাচের ফল ১১-৬, ৮-১১, ৬-১১, ১১-৯, ১১-৮, ৮-১১, ১২-১০ সিঙ্গাপুরিয়ান শাটলারের পক্ষে। পদক লাভের একটা সুযোগ থাকছে সৃজার কাছে। এ বার তিনি খেলবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।
-
ব্যাডমিন্টন: সেমিফাইনালে সিন্ধু
মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার গো ওয়েই জিনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। তিন গেমের ম্যাচে প্রথম গেমে ১৯-২১ হারেন সিন্ধু। পরের গেমেই কামব্যাক করেন অলিম্পিকে দু’বারের পদকজয়ী সিন্ধু। জেতেন ২১-১৪ ব্যবধানে। দ্বিতীয় গেমের পর তৃতীয় গেমে সিন্ধু জেতেন ২১-১৮।
-
কুস্তি: ফাইনালে রবি
পুরুষদের ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইলের সেমিফাইনালে পাকিস্তানের আলি আসাদকে ৪-১ হারালেন ভারতের রবি দাহিয়া। এ বার রবি নামবেন সোনার লড়াইয়ে।
#Wrestling Update ?
Ravi Dhaiya (57kg FS) enters FINALS ?
He defeated Ali Asad of Pakistan by Technical Superiority (14-4) in the Semis to play for the GOLD?
All the best Champ ?#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/HUdu0tZQ6e
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
কুস্তি: সেমিফাইনালে হেরে গেলেন পূজা গেহলট
মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইলের সেমিফাইনালে কানাডার ম্যাডিসন পার্কের কাছে ৬-৯ ব্যবধানে হেরে গেলেন ভারতের পূজা গেহলট। তবে তাঁর কাছে সুযোগ থাকছে ব্রোঞ্জ পদক জেতার।
-
অ্যাথলেটিক্স: পদক এল না মহিলাদের শট পুটে
মহিলাদের এফ ৫৫-৫৭ শট পুট ফাইনালে নেমেছিলেন ভারতের তিন শট পুটার, যথাক্রমে – পুনম শর্মা, শর্মিলা ও সন্তোষ। শর্মিলা (৮.৪৩ মিটার) শেষ করেন চতুর্থ স্থানে। পুনম (৭.০৭ মিটার) ও সন্তোষ (৬.৫৩ মিটার) শেষ করেন যথাক্রমে ৭ ও আট নম্বরে।
#ParaAthletics Update ?
Women's F55-57 Shot Put Final:
Sharmila secured 4th position
Good effort Champ ?
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
কুস্তি: ফাইনালে নবীন
পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে জিতলেন ভারতীয় কুস্তিগির নবীন। ইংল্যান্ডের চার্লি বোলিংকে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন নবীন।
-
লন বল: চলছে মেনস লন বল ফোরস ফাইনাল
নর্দান আয়ারল্যান্ডের বিরুদ্ধে চলছে ভারতের পুরুষদের লন বল ফোরসের সোনার পদকের ম্যাচ। এই মুহূর্তে ৬-০ পিছিয়ে ভারত
-
কুস্তি: সেমিতে হেরে গেলেন পূজা সিহাগ
মহিলাদের ৭৬কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে হেরে গেলেন ভারতের পূজা সিহাগ। তবে তাঁর এখনও পদক প্রাপ্তির সম্ভবনা রয়েছে। তিনি এ বার লড়বেন ব্রোঞ্জ পদক ম্যাচে।
-
অ্যাথলেটিক্স: ফাইনালে হিমা-দ্যুতিরা
মহিলাদের ৪X১০০ মিটার রিলের ফাইনালে ভারতের মহিলা রিলে দল। এই দলের সদস্যরা হলেন দ্যুতি চাঁদ, হিমা দাস, শ্রাবণী নন্দা ও জ্যোতি ইয়ারারজি। ভারতের মহিলাদের রিলে দল দৌড় শেষ করতে সময় নিয়েছে ৪৪.৪৫। এবং দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন হিমা-দ্যুতিরা।
-
কুস্তি: সেমিফাইনালে রবি
পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের সুরজ সিংকে হারালেন ভারতের রবি দাহিয়া। এ বার সেমিফাইনালে রবির প্রতিপক্ষ পাকিস্তানের আলি আসাদ।
-
অ্যাথলেটিক্স: রুপো পেলেন অবিনাশ
পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেলেন ভারতের অবিনাশ মুকুন্দ সাবলে। নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের পাশাপাশি নয়া জাতীয় রেকর্ডও গড়েছেন অবিনাশ (৮.১১.২০)
SILVER FOR SABLE?@avinash3000m wins a ?in Men's 3000m Steeplechase event at #CommonwealthGames2022 with a Personal Best and National Record (8.11.20)
Congratulations Avinash. India is very proud of you ?#Cheer4India #India4CWG2022 pic.twitter.com/lSmP1Ws4sk
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
টেবল টেনিস: পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সানিলের হার, সাথিয়ানের জয়
- পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের লিয়াম পিকফোর্ডের বিরুদ্ধে ভারতের সানিল শেট্টি হারলেন ৪-১ ব্যবধানে। ম্যাচের ফল ৯-১১, ১১-৬, ১১-৮, ১১-৮, ১১-৪ লিয়ামের পক্ষে।
-
সানিল হারলেও পুরুষদের সিঙ্গলসের অপর কোয়ার্টার ফাইনালে জিতলেন ভারতের সাথিয়ান গণশেখরন। ইংল্যান্ডের স্যাম ওয়ালকারকে ৪-২ ব্যবধানে হারালেন সাথিয়ান। ছয় গেমের ম্যাচের ফল ১১-৫, ১১-৭, ১১-৫, ৮-১১, ১০-১২, ১১-৯ সাথিয়ানের পক্ষে।
-
কুস্তি: সেমিফাইনালে নবীন
পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে জিতলেন নবীন। কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের হং ইয়ো লুইকে ৪-০ ব্যবধানে হারালেন নবীন।
-
কুস্তি: দ্বিতীয় ম্যাচেও জিতলেন বিনেশ
মহিলাদের ৫৩ কেজি বিভাগের দ্বিতীয় ম্যাচেও জিতলেন ভারতের বিনেশ ফোগাত। নাইজেরিয়ার মেরসি বোলাফুনোলুওয়া আদেকুওরোয়েকে ৬-০ হারালেন বিনেশ।
#Wrestling Update ?
Vinesh Phogat 53 Kg WW wins her second match by points (6-0) defeating Mercy Adkeuoroye of Nigeria
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
কুস্তি: সেমিফাইনালে পূজা
মহিলাদের ৭০ কেজি বিভাগের সেমিফাইনালে ভারতের পূজা সিহাগ। কানাডার মিশেল মন্টেগুকে হারালেন পূজা।
-
অ্যাথলেটিক্স: রুপো পেলেন প্রিয়াঙ্কা
- মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াল্কে রুপো পেলেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী।
- প্রিয়াঙ্কা CWG 2022-এ ভারতের তৃতীয় অ্যাথলিট যিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ড পদক জিতলেন।
- প্রিয়াঙ্কা রেস শেষ করেন ৪৩:৩৮ যা তাঁর ব্যক্তিগত সেরা।
- অস্ট্রেলিয়ার জেমিমা মন্টাগ ৪২:৩৪ সময় নিয়ে সোনা জিতেছেন।
- পাশাপাশি ব্রোঞ্জ পেলেন কেনিয়ার এমিলি ওয়ামুসি এনগিই ৪৩:৫০ সময় নিয়ে।
PRIYANKA WINS SILVER ?#Tokyo2020 Olympian @Priyanka_Goswam wins a? in Women’s 10 km Race Walk (43:38.00) at #CommonwealthGames2022?
With this win the #Athletics medal count rises to 3️⃣
Proud of you Champ ?Many congratulations!#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/rMQqUYZpHz
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
বক্সিং: ফাইনালে অমিত
পুরুষদের ৫১ কেজি সেমিফাইনালে জামিবিয়ার প্যাট্রিক চিনয়েম্বাকে হারালেন অমিত পাঙ্ঘাল। প্রথম রাউন্ডে প্যাট্রিকের কাছে হেরে যান অমিত। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই কামব্যাক করেন।
-
অ্যাথলেটিক্স: চলছে মহিলাদের এফ ৫৫-৫৭ শট পুট ফাইনাল
মহিলাদের এফ ৫৫-৫৭ শট পুট ফাইনালে রয়েছেন ভারতের তিন শট পুটার, যথাক্রমে – পুনম শর্মা, শর্মিলা ও সন্তোষ।
এফ৫৬ বিভাগে পুনম শর্মার ছয়টি প্রয়াস যথাক্রমে ৭.০৭, ৭.০৪, ৬.৮২, ৬.৯৪, ৬.৮৪, ৬.৯৯ মিটার।
-
কুস্তি: নবীন কোয়ার্টার ফাইনালে
পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইলের ১/৮ ফাইনালে নাইজেরিয়ার ওগবোনা ইমানুয়েল জনকে ৫-০ ব্য়বধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নবীন। ভারতীয় কুস্তিগির নবীন জিতেছেন ভিকট্রি বাই ফলে।
-
টেবল টেনিস: সেমিফাইনালে শরথকমল
পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ইয়ং আইজাক কুইককে ৪-০ ব্যবধানে হারালেন অচিন্ত্য শরথকমল।
-
কুস্তি: ২৬ সেকেন্ডেই বাজিমাত বিনেশের
মহিলাদের ৫৩ কেজি বিভাগের প্রথম ম্যাচে মাত্র ২৬ মিনিটেই বাজিমাত বিনেশ ফোগাতের। ৫-০ ব্যবধানে জয় বিনেশের। কানাডার সামান্থা স্টুয়ার্টের বিরুদ্ধে ভিকট্রি বাই ফলে জিতলেন বিনেশ।
-
ক্রিকেট: টসে জিতে শুরুতে ব্যাট করবে ভারতের মেয়েরা
দেখুন ক্রিকেটের লাইভ আপডেট- IND W vs ENG W Live Score, T20 CWG 2022 : টসে জিতে ব্যাটিং ভারতের, নতুন পিচে খেলা
-
বক্সিং: নীতু ফাইনালে
মহিলাদের ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে কানাডার প্রিয়াংকা ধিলোনকে হারালেন নীতু গংঘাস।
Boxing Update ?
Weight Category-48 kg Round: SF
Nitu (IND) V/S Priyanka Dhillon (CAN): Nitu defeated Priyanka by RSC in R3 and will now play for GOLD ?
Well Done Champ?#Cheer4India??#India4CWG2022? pic.twitter.com/DkDVzLPP4D
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
অ্যাথলেটিক্স: চলছে মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াল্কের ফাইনাল
মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াল্কের ফাইনালে ভারতের দুই অ্যাথলিট রয়েছেন। প্রিয়াঙ্কা গোস্বামী ও ভাবনা জাট।
-
কুস্তি: জিতলেন পূজা গেহলট
মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইলে স্কটল্যান্ডের ক্রিস্টেল লেমোফ্যাক লেচিডজিওকে ৪-১ ব্য়বধানে হারালেন ভারতের পূজা গেহলট।
-
কুস্তি: ওয়াকওভার পেলেন পুজা গেহলট
মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে ওয়াকওভার পেলেন ভারতের পুজা গেহলট
-
হকি: লাঞ্চ সেরে নিচ্ছেন মনপ্রীতরা
আজ পুরুষদের হকির সেমিফাইনাল। ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে নামার আগে লাঞ্চ সেরে নিচ্ছেন মনপ্রীতরা।
???????? ?? ??? ??? ????-?????? ???️#TeamIndia | #B2022 | #EkIndiaTeamIndia pic.twitter.com/U5CWBKTDkR
— Team India (@WeAreTeamIndia) August 6, 2022
-
টেবল টেনিস: মহিলাদের ডাবলসের শেষ ১৬-র ম্যাচের ফল
- মহিলাদের ডাবলসের শেষ ১৬-র ম্যাচে ভারতের মনিকা বাত্রা ও দিয়া চিতলে জুটি ৩-০ ব্যবধানে হারাল মরিশাসের ওমেহানি হোসেনালি-নন্দেশ্বরী জালিম জুটিকে। ম্যাচের ফল ১১-৫, ১১-৫, ১১-৩ মনিকাদের পক্ষে।
- পাশারাশি মহিলাদের ডাবলসের শেষ ১৬-র ম্যাচে ভারতের সৃজা আকুলা ও রীথ টেনিসন জুটি ৩-০ ব্যবধানে হারিয়ে দিল ওয়েলসের ঝ্যাং উ থমাস-লারা হোইটয়ন জুটিকে। ম্যাচের ফল ১১-৭, ১১-৪, ১১-৩ সৃজাদের পক্ষে।
-
এক ঝলকে দেখুন আজকের সূচি…
আজ দুপুর ২ টো থেকে শুরু হচ্ছে ভারতীয় অ্যাথলিটদের ইভেন্ট।
Day 9️⃣ at CWG @birminghamcg22
Take a ? at #B2022 events scheduled for 6th August
Catch #TeamIndia?? in action on @ddsportschannel & @SonySportsNetwk and don’t forget to send in your #Cheer4India messages below#IndiaTaiyaarHai #India4CWG2022 pic.twitter.com/ZggENZtuBl
— SAI Media (@Media_SAI) August 6, 2022
-
পদক তালিকায় ভারত কত নম্বরে জানেন?
এখনও অবধি বার্মিংহ্যাম থেকে মোট ২৬টি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা
পড়ুন বিস্তারিত: CWG 2022 India Medals Tally: কমনওয়েলথের নবম দিন শুরু হওয়ার আগে জেনে নিন পদক তালিকায় কত নম্বরে ভারত…
-
টেবল টেনিস: আজ ভাবিনার সোনার ম্যাচের লড়াই
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে শুক্রবারই পদক নিশ্চিত করে ইতিহাস গড়ে ফেলেছিলেন ভারতের তারকা প্যাডলার ভাবিনা প্যাটেল। এ বার আজ, শনিবার তিনি সোনার ইতিহাস কি গড়তে পারবেন?
পড়ুন বিস্তারিত: CWG 2022: কমনওয়লথে সোনার ইতিহাস কি লিখতে পারবেন ভাবিনা প্যাটেল?
-
আজ বিশেষ নজরে থাকবেন অমিত-নিখাত-লক্ষ্য-কিদাম্বিরা…
নবম দিনে নজর রাখতে হবে ব্যাডমিন্টন, কুস্তি, লন বলের মতো একাধিক ইভেন্টেও। চলতি কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের নবম দিনের সূচি দেখে নিন —
পড়ুন বিস্তারিত: CWG 2022 India Day 9 Schedule: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে আজ নজরে টেবল টেনিস, লন বলের মতো একাধিক ইভেন্ট
-
নবম দিনের শুরুর আগে ফিরে দেখা অষ্টম দিনের সাফল্য
আজ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের নবম দিন। আজও ভারতের পদক সংখ্যা বাড়ার সুযোগ রয়েছে।
পড়ুন বিস্তারিত: CWG 2022, Day 8 Final Result: কমনওয়েলথের অষ্টম দিনে পদকের ছড়াছড়ি, জানেন কটি পদক এল ভারতে?
Published On - Aug 06,2022 1:10 PM