Lawn Bowls Result, CWG 2022: বল গড়ানো খেলা! লন বলে পদক নিশ্চিত করে ইতিহাস ভারতের
এ দেশে লন বল খেলা হয়। বাংলাতেও লন বল খেলোয়াড় রয়েছেন। এই খেলার সঙ্গে জড়িতরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বার্মিংহ্যাম: প্রশ্নটা করেই ফেলেছিল চলতি কমনওয়েলথ গেমসের অফিশিয়াল টুইটার পেজ। প্রশ্নটা ছিল এরকম, “এই খেলাগুলির মধ্যে কোন খেলাটা আপনি প্রথমবার দেখছেন?” কোলাজের চারটি ছবির মধ্যে একটা লন বলের। লন টেনিসের কথা শুনেছেন, কিন্তু লন বল? কীভাবে খেলা হয়, দেশ-বিদেশের কোন কোন খেলোয়াড় এই স্পোর্টসের সঙ্গে যুক্ত তা অধিকাংশেরই অজানা। ক্রিকেট, ফুটবলে মাতোয়ারা এ দেশে অলিম্পিকের মতো মাল্টি স্পোর্টস ইভেন্টগুলি এলেই বোঝা যায়, এমন অনেক ধরনের খেলাধুলো রয়েছে যেগুলো সম্পর্কে আমরা অজানা। সেরকমই একটি খেলা লন বল। এ দেশেও লন বল খেলা হয়। বাংলাতেও লন বল খেলোয়াড় রয়েছেন। এই খেলার সঙ্গে জড়িতরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিদ্বন্দ্বিতা করেন।
হঠাৎ করেই এ দেশের ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে লন বল। কারণ কমনওয়েলথ গেমসে প্রথমবার এই খেলায় পদক নিশ্চিত করেছে দেশের মহিলা লন বল টিম। আগামীকাল ফাইনাল। জিতলে সোনা, হারলে রুপো। যাই হোক পদক তো নিশ্চিত। সেদিক থেকে ইতিহাস গড়ে ফেলেছে ইন্ডিয়ান ওমেন্স ফোরস লন বল টিম। দলের চার সদস্য হলেন, লাভলি চৌবে (লিড), পিঙ্কি (সেকেন্ড), নয়নমণি শইকিয়া(থার্ড) এবং রুপা রানি তিরকে (স্কিপ)। রবিবার নরফোক আইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে মেয়েদের ফোরস টিম। সোমবার লাভলি চৌবেদের সামনে ছিল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই খেলায় ৪০বারের পদকজয়ী এবং বিশ্বের সেরা পাঁচটি লন বল টিমের মধ্যে একটি। সেমিফাইনাল ম্যাচে লন বলে ভারতের মতো একটি আনকোরা দল হারিয়ে দিল কিউয়িদের চ্যাম্পিয়ন টিমকে। ১৬-১৩ মার্জিনে জয়। ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
? ???????? ????? ?? #B2022 ?#TeamIndia‘s first-ever Commonwealth Games medal in ???? ????? has been sealed by our women’s team of Rupa Rani Tirkey, Nayanmoni Saikia, Lovely Choubey and Pinki Singh ??
We will be playing for gold tomorrow ??? pic.twitter.com/Od2sKjgqZV
— Team India (@WeAreTeamIndia) August 1, 2022
বল গড়ানো খেলা, বড়লোকদের খেলা- লন বল সম্পর্কে এমনই কটাক্ষ করে থাকেন অনেকে। জানিয়ে রাখি, আট থেকে আশি-সব বয়সের মানুষের জন্য উপযোগী লন বল। লন বা ফ্ল্যাট সারফেসে খেলা হয়। একটি ভারী বল দূরে থাকা টার্গেটের দিকে গড়িয়ে দেওয়া হয়। টার্গেটকে বলা হয় জ্যাক। খেলার মূল বিষয়বস্তু হল, প্রতিপক্ষের বলের থেকে আপনার বল জ্যাকের কাছাকাছি থাকতে হবে। শোনা যায়, মিশরে এই খেলার আবিষ্কার। পরে বিশ্বের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে। একটা সময় ইংল্যান্ডে অবসর কাটানোর জনপ্রিয় খেলা ছিল লন বল। ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং আমেরিকায় যথেষ্ট জনপ্রিয় লন বল।