CWG 2022 : গেমস ভেন্যুর বাইরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম চোখ কপালে তুলবে…
Commonwealth Games : একজন লিখেছেন- হ্যালো...আমি একটি ডাকাতির অভিযোগ জানাতে চাই। এমন নানা মন্তব্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে উইলিয়ামের ডিনার।
বার্মিংহ্যাম : নামে কী আসে যায়! ফ্রেঞ্চ ফ্রাই বলুন কিংবা আলুভাজা। কিন্তু দামে নিঃসন্দেহে আসে যায়। বার্মিংহ্যাম গেমসে (Commonwealth Games) ভেন্যুর বাইরে এমনই অবস্থা। সামান্য ফ্রেঞ্চ ফ্রাই (French fries) এবং একটা সসেজ-এর দাম শুনলে চোখ কপালে উঠবে। তা নিয়ে যেমন সমালোচনা চলছে, তেমনই ট্রোলও। এমন কী বিশেষত্ব রয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাই এবং সসেজে (Sausage)! যার দাম ১০ পাউন্ড! ভারতীয় মুদ্রায় প্রায় ১০০০ টাকা!!! যারা এই ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছেন, তাদের চেয়ে অনেক বেশি ‘ফেমাস’ হয়ে উঠেছে এই ফ্রেঞ্চ ফ্রাই।
গেমস দেখতে আসা এক ক্রীড়া অনুরাগীর ডিনার অনলাইনে আকর্ষণের কেন্দ্রে। ঠাণ্ডা, নেতিয়ে যাওয়া ফ্রেঞ্চ ফ্রাই এবং সসেজের ছবিও পোস্ট করেছেন তিনি। ব্যাপক বিদ্রুপের শিকার সেই বিখ্যাত হয়ে ওঠা ফ্রেঞ্চ ফ্রাই। কমনওয়েলথ গেমসের সুইমিং ভেন্যুর বাইরে হাজার টাকার ফ্রেঞ্চ ফ্রাই ও সসেজ নিয়ে নানা ক্রিয়েটিভ মন্তব্যও উঠে আসবে।
Hello @FootyScran, this is the sausage and chips I had at the Sandwell Leisure Centre ahead of tonight’s swimming events at @birminghamcg22. This cost £9.80! ? pic.twitter.com/cZAaRg25Cl
— Matthew (The Pieman) Williams (@Matthew23732409) July 29, 2022
এক ক্রীড়া অনুরাগী ম্যাথু উইলিয়াম তাঁর ডিনারের ছবি পোস্ট করে লিখেছেন, এই সেই সসেজ এবং চিপস (ব্রিটিশরা ফ্রেঞ্চ ফ্রাইকে সেটাই বলে থাকেন), সুইমিং ইভেন্টের বাইরে খেলাম। যার দাম ৯.৮০ পাউন্ড! সঙ্গে হতাশার একটি ইমোজি। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের টুইটার হ্যান্ডেলকে মেনশনও করা রয়েছে পোস্টে। একই সঙ্গে পুরনো কিছু পোস্ট ও রয়েছে। যেখানে এর দাম তিনগুণ কম।
উইলিয়ামের সেই পোস্টে কেউ বা লিখেছেন- দামটা বেশি হলেও এটি অতি সুস্বাদু চিপস এবং এই সসেজ পুরস্কার প্রাপ্ত। একজন মন্তব্য করেছেন- কোন পুরস্কার জিতেছে? সবচেয়ে দামী সসেজ? ক্রিয়েটিভিটির এখানেই ইতি নয়। একজন লিখেছেন- হ্যালো…আমি একটি ডাকাতির অভিযোগ জানাতে চাই। এমন নানা মন্তব্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে উইলিয়ামের ডিনার।