Neeraj Chopra Exclusive: কমনওয়েলথের পরবর্তী প্রতিযোগিতার আগে ফিট হওয়াই লক্ষ্য নীরজের, জানালেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে

Commonwealth Games 2022: কুঁচকিতে চোট পেয়েছেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। যার ফলে, আসন্ন কমনওয়েলথে তিনি অংশ নিতে পারবেন না।

Neeraj Chopra Exclusive: কমনওয়েলথের পরবর্তী প্রতিযোগিতার আগে ফিট হওয়াই লক্ষ্য নীরজের, জানালেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে
কমনওয়েলথের পরবর্তী প্রতিযোগিতার আগে ফিট হওয়াই লক্ষ্য নীরজের, জানালেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2022 | 8:27 PM

মেহা ভরদ্বাজ অল্টার

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতের হয়ে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দিন তিনেক আগেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছেন নীরজ। ১৯ বছর পর ভারতকে বিশ্ব মিট থেকে পদক এনে দিয়েছিলেন নীরজ। অঞ্জু ববি জর্জের পর বিশ্ব মিটে ভারতকে পদক এনে দেওয়া দ্বিতীয় অ্যাথলিট হয়েছেন নীরজ। তবে মঙ্গলবারই জানা যায়, কুঁচকিতে চোট পেয়েছেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। যার ফলে, আসন্ন কমনওয়েলথে তিনি অংশ নিতে পারবেন না। এরপর টুইটারে এক বিবৃতি দিয়ে নীরজ নিজের হতাশ হওয়ার কথাও জানান। পাশাপাশি টিভি নাইনের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নীরজ জানান, কমনওয়েলথের পরবর্তী ইভেন্টগুলোর জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নীরজ। বর্তমানে নীরজ তাঁর মেডিক্যাল টিমের সঙ্গে আমেরিকায় রয়েছেন। সেখান থেকেই নিউজ নাইন স্পোর্টসে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

চোট নিয়ে কী বললেন নীরজ চোপড়া?

অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া বলেন, “খুব চিন্তার বিষয় নয়। আমাকে চিকিৎসকরা জানিয়েছেন, আমার পুরোপুরি সেরে উঠতে কিছুটা সময় লেগে যাবে। তাই আমি চলতি বছরের আসন্ন প্রতিযোগিতাতে ফোকাস করতে চাই। সেই প্রতিযোগিতাগুলোর জন্য নিজেকে ফিট হতে হবে। বর্তমানে আমাকে রিহ্যাব পর্ব কাটাতে হবে। আমি এখন আমেরিকাতে আছি। ঠিক করছি এর পর কী করা উচিত। এক বার আমরা কিছু সিদ্ধান্ত নিলে, আমার পুরো দল এই বিষয়ে আলোচনা করবে। এবং সেই অনুযায়ী আমরা সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেব।”

বিশ্ব মিটে সোনাজয়ী অ্যান্ডারসন পিটার্স ৯০ মিটারের বেশি থ্রো দিয়ে শুরু করেন ফাইনালে, তা কী বেশি চাপে রেখেছিল নীরজকে?

ওর জন্য এটা দারুণ ব্যাপার ছিল, যে শুরুর তিনটি থ্রোতেই ও ৯০ মিটারের বেশি থ্রো করতে পেরেছিল। আমি সব সময় বেশি চিন্তা না করে পরবর্তী থ্রোতে মনোনিবেশ করি। কীভাবে আমি নিজের ১০০ শতাংশ প্রতি বার দিতে পারি, সেটাই ভাবি। নিশ্চিতভাবেই প্রতিপক্ষের প্রতিটা থ্রোয়ের পরই একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়। তবে তার ফলে বাড়তি চাপ না নিয়ে, আমি নিজের কাজে ফোকাস করি। আমি অ্যান্ডারসনের থ্রো নিয়ে অবগত ছিলাম। তবে ওর পারফরম্যান্সের প্রভাব নিজের পারফরম্যান্সের ওপর পড়তে দিইনি।

যে কোনও দক্ষ জ্যাভলিন থ্রোয়ারেরই ৯০ মিটার লক্ষ্য থাকে। আপনি বিষয়টাকে কী ভাবে দেখেন? আপনি কি এটা নিয়ে খুব বেশি ভাবেন না?

আমি ৯০ মিটারের কাছাকাছি পৌঁছেছিলাম। স্টকহোমে ৮৯.৯৪ মিটার থ্রো করেছিলাম আমি। যা ৯০ মিটারের খুবই কাছে ছিল। তবে আমার মনে এমন কোনও ভাবনা আসে না যে কোনও একটি নির্দিষ্ট প্রতিযোগিতায় আমাকে ৯০ মিটারে পৌঁছতে হবে। আমি যেখানেই অংশ নিই না কেন সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি যেদিন পাব এই মার্কটা ছুতে চাই। তবে আমি এই নিয়ে অতিরিক্ত ভাবি না। আমি শুধু অনুশীলন নিয়ে ভাবি। আর তারপর যখন প্রতিযোগিতা শুরু হয়, নিজের ১০০ শতাংশ উজাড় করে দিই।

কমনওয়েলথ গেমসে নামতে না পারার জন্য আপনিও নিশ্চয়ই হতাশ…

এমনটা হয়ই। ঠিক আছে। একজন ক্রীড়াবিদের জীবনে এমন অনেক কিছুই ঘটে। যেটা নিয়ে কিছু করার থাকে না। আপনাকে নির্দিষ্ট সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি এক্ষেত্রে সবার দৃষ্টিভঙ্গি ও পরামর্শের কথাটাও মাথায় রেখেছি। বার্মিংহ্যামে অংশ নেওয়া প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। আপনারা সকলে ১০০ শতাংশ দিন এবং ভারতকে গর্বিত করুন।