Laksya Sen Wins Gold: এবার প্যারিস অলিম্পিক? শাটল ককের দুনিয়ার উজ্জ্বল তারার কাছে প্রত্যাশা দেশবাসীর

Commonwealth Games 2022: প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে সোনার পদকের আক্ষেপ মেটাবেন লক্ষ্য সেন? কমনওয়েলথ গেমসে লক্ষ্যের সাফল্যে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে দেশবাসী।

Laksya Sen Wins Gold: এবার প্যারিস অলিম্পিক? শাটল ককের দুনিয়ার উজ্জ্বল তারার কাছে প্রত্যাশা দেশবাসীর
লক্ষ্যের লক্ষ্য়ভেদ
Image Credit source: Twitter
TV9 Bangla Digital

| Edited By: Tithimala Maji

Aug 09, 2022 | 7:00 AM

নয়াদিল্লি: অনেকেই বাঙালি ভেবে ভুল করেন। নামের পিছনে সেন পদবিটাই এর জন্য দায়ী। গুগলে এই নিয়ে লক্ষ্য বার সার্চ হয়েছে। নাই বা হলেন বাঙালি, সেন পদবীধারী আলমোড়ার ২০ বছরের ছেলেটিই এখন ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যৎ তারা। জুনিয়র স্তর হোক কিংবা সিনিয়র, লক্ষ্য সেনের লক্ষ্যভ্রষ্ট খুব কমই হয়। যেমনটা হল কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) পুরুষদের সিঙ্গলস ফাইনালে। মালয়েশিয়ার এনজি তে ইয়ং জে-র বিরুদ্ধে প্রথম গেমে পিছিয়ে পড়েছিলেন। গেম হারলেও পা হড়কায়নি। ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে দুরন্ত কামব্যাকে সোনার পদক ছিনিয়ে নেন লক্ষ্য (Lakshya Sen)। পিভি সিন্ধুর পর বার্মিংহ্যামে অনুরণিত হল জাতীয় সঙ্গীত। সবার শীর্ষে উড়ল তেরঙা। যুব অলিম্পিক গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, থমাস কাপ, কমনওয়েলথ গেমসের পর এবার লক্ষ্য কি প্যারিস অলিম্পিক? প্যারিসেও (Paris Olympics 2024) কি ধ্বনিত হবে জনগণমন। মিস্টার সেনের সেনসেশনাল পারফরম্যান্সের পর স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে দেশবাসী।

সাইনা নেহওয়ালের ব্রোঞ্জ পদক দিয়ে শুরু হয়েছিল অলিম্পিকের মঞ্চে দেশের শাটলারদের দাপট। একধাপ এগিয়েছিলেন পিভি সিন্ধু। ইতিহাস গড়ে প্রথমবার অলিম্পিক থেকে ব্যাডমিন্টনে রুপোর পদক এনে দিয়েছিলেন। টোকিওতে পদকের রং বদলাতে গিয়েছিলেন সিন্ধু। রং বদলেছে, তবে ঝকঝকে সোনালি নয়, তামাটে। প্যারিস অলিম্পিকে সিন্ধুর থেকে প্রত্যাশা থাকবেই। প্রত্যাশার তালিকায় সিন্ধুর পাশাপাশি যোগ হয়েছেন লক্ষ্য সেন। বড় মঞ্চে হার না মানা মনোভাব, দৃঢ় চিত্তের তরুণ শাটলারই সোনার আশা পূরণ করতে পারেন। দেশবাসীর দৃঢ় বিশ্বাস এটাই। কমনওয়েলথ গেমসের সাফল্যে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন লক্ষ্য। ২০২৪ সালে প্রেমের শহরে বসছে অলিম্পিকের আসর। লক্ষ্যকে পোডিয়ামের সেন্টারে দেখতে চাইছেন অনুরাগীরা।

কী বলছেন নেটিজেনরা? একজন লিখলেন, “লক্ষ্য সেন। তোমাকে কুর্নিশ। এই টুইটটা সেভ করে রাখো। আমরা শুধু কমনওয়েলথ গেমসে সোনার মেডেল পাইনি, আমরা পেয়েছি অলিম্পিকের ভবিষ্যৎ গোল্ড মেডেলিস্ট এবং বিশ্বের ১ নম্বর শাটলারকে।” অন্য একজনের টুইট, “পরবর্তী অলিম্পিকে লক্ষ্য সেন হতে চলেছেন পদক দয়ের অন্যতম দাবিদার। এই বয়সেই এমন পারফরম্যান্স! একজন লেজেন্ড তৈরি হওয়ার পথে। তোমার জন্য ভীষণ গর্ব হচ্ছে।” লক্ষ্যই ভাবী অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, বিশ্বাস নেটিজেনদের।

এক নজরে লক্ষ্যর সাফল্য

  • যুব অলিম্পিক গেমস : ১টি সোনা (মিক্সড টিম), ১টি রুপো (সিঙ্গলস)
  • বিশ্ব চ্যাম্পিয়নশিপ: ব্রোঞ্জ
  • বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ : ব্রোঞ্জ
  • এশিয়ান টিম চ্যাম্পিয়নশি: ব্রোঞ্জ
  • থমাস কাপ: সোনা
  • কমনওয়েলথ গেমস : সোনা (সিঙ্গলস), রুপো (টিম ইভেন্ট)

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla