Achinta Sheuli: মিস্টার ‘কুল’ বলে সম্বোধন মোদীর, হাবিলদার অচিন্ত্যকে কুর্নিশ ভারতীয় সেনার
CWG 2022: অচিন্ত্যর ইভেন্ট যখন শেষ হল তখন দেশবাসী ঘুমের জগতে। তবে ক্রীড়াপ্রেমীরা রাত জেগে অপেক্ষায় ছিলেন। অপেক্ষায় ছিল বাংলা। তাই মাঝরাত থেকেই শুভেচ্ছা আর অভিনন্দনে ভাসছিলেন অচিন্ত্য। সোমবার সকাল সকাল টুইটারে ভেসে উঠল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা।
নয়াদিল্লি: অচিন্ত্য, যার অর্থ হল চিন্তা করা যায় না এমন কোনও বিষয়। চিন্তার অতীত। হ্যাঁ, সেরকমই কিছু একটা করে ফেলেছেন হাওড়া দেউলপুর গ্রামের ছেলে অচিন্ত্য শিউলি। আজ তিনি যেখানে, ১০ বছর আগে তা ছিল ভাবনারও অতীত। মাথার উপর থেকে বাবা নামক ‘ছাদ’ সরে গিয়েছিল ছোটোবেলাতেই। তবে পরিবারের অস্বচ্ছ্বলতা বোঝার মতো বয়স ততদিনে হয়ে গিয়েছিল অচিন্ত্যর। কমনওয়েলথ গেমসের মঞ্চে বাংলার ভারোত্তোলক অচিন্ত্যর হাত ধরে এসেছে ষষ্ঠ পদক এবং তৃতীয় সোনা। তাঁর অতীত জীবন সম্পর্কে নানা কথা উঠে আসছে। অচিন্ত্যর দৃঢ়তা, মা পূর্ণিমা ও দাদা অলোকের আত্মত্যাগকে কুর্নিশ জানাচ্ছে মানুষ। অচিন্ত্যর ইভেন্ট যখন শেষ হল তখন দেশবাসী ঘুমের জগতে। তবে ক্রীড়াপ্রেমীরা রাত জেগে অপেক্ষায় ছিলেন। অপেক্ষায় ছিল বাংলা। তাই মাঝরাত থেকেই শুভেচ্ছা আর অভিনন্দনে ভাসছিলেন অচিন্ত্য। সোমবার সকাল সকাল টুইটারে ভেসে উঠল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা।
সোনার পদক ও কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ডধারী অচিন্ত্যকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি টুইট করলেন, “কমনওয়েলথ গেমসে সোনা জিতে তেরঙা উঁচুতে তুলে ধরেছে। দেশকে গর্বিত করেছে অচিন্ত্য শিউলি। তুমি খুব দ্রুত ব্যর্থতাকে ভুলে শীর্ষে উঠেছ। তুমি ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন। হার্দিক শুভকামনা।”
Achinta Sheuli has made India proud by winning gold and making the tricolor fly high at the #CommonwealthGames. You immediately overcame the failure in one attempt and topped the lineup. You are the champion who has created a history. Heartiest congratulations!
— President of India (@rashtrapatibhvn) August 1, 2022
কমনওয়েলথ গেমসের জন্য রওনা দেওয়ার আগে অচিন্ত্যর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধীর, স্থির, শান্ত স্বভাবের অচিন্ত্য ভারোত্তোলনের মতো শক্তির খেলার সঙ্গে কীভাবে তাল রাখেন? জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী। বাংলার ভারোত্তোলককে ‘কুল’ বলেও সম্বোধন করেন। কথা হয় অচিন্ত্যর সিনেমা প্রতি ভালোবাসা নিয়ে। অচিন্ত্যর সোনা জয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেই কথোপকথনের ভিডিও টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারতীয় দল কমনওয়েলথ গেমসের জন্য রওনা দেওয়ার আগে অচিন্ত্য শিউলির সঙ্গে কথা বলেছিলাম। ওর মা ও দাদার কাছে যেভাবে সমর্থন পেয়েছে তা নিয়ে আলোচনা করেছি। পদক জিতে নিয়েছে। আশা করি এবার ও সিনেমা দেখার সময় পাবে।” এই বিশেষ মুহূর্তে অচিন্ত্যর কঠিন পরিশ্রমের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। আগামীর শুভেচ্ছা জানিয়েছেন।
Before our contingent left for the Commonwealth Games, I had interacted with Achinta Sheuli. We had discussed the support he received from his mother and brother. I also hope he gets time to watch a film now that a medal has been won. pic.twitter.com/4g6BPrSvON
— Narendra Modi (@narendramodi) August 1, 2022
ভারতীয় সেনায় কর্মরত অচিন্ত্যকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং। শুভেচ্ছা এসেছে ভারতীয় সেনার পক্ষ থেকেও। রাজনাথ লেখেন, “বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনার পদক জেতায় শুভেচ্ছা হাবিলদার অচিন্ত্য শিউলিকে। ও দেশকে গর্বিত করেছে। দারুণ অচিন্ত্য।”
#IndianArmy congratulates Havildar Achinta Sheuli on winning #GoldMedal in #Weightlifting by lifting a total of 313 kg (GR) in Men’s 73 kg Finals at #CommonwealthGames2022. #Cheer4India#IndianArmy #MissionOlympics pic.twitter.com/sHpjnVhzdx
— ADG PI – INDIAN ARMY (@adgpi) August 1, 2022