CWG 2022: সিঙ্গলসে দারুণ জয় সিন্ধু-শ্রীকান্তের, পদকের রঙ বদলাতে বদ্ধপরিকর দেশের শাটলাররা

Commonwealth Games 2022: আজ কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টন সিঙ্গলসে অভিযান শুরু করলেন সিন্ধু। প্রথম ম্যাচেই দারুণ জয়। মলদ্বীপের শাটলার ফাতিমাত নাবাহর বিরুদ্ধে স্ট্রেট গেমে জিতলেন।

CWG 2022: সিঙ্গলসে দারুণ জয় সিন্ধু-শ্রীকান্তের, পদকের রঙ বদলাতে বদ্ধপরিকর দেশের শাটলাররা
কমনওয়েলথে দেশের শাটলাররা
Image Credit source: Twitter
TV9 Bangla Digital

| Edited By: Tithimala Maji

Aug 04, 2022 | 5:28 PM

বার্মিংহ্যাম: অলিম্পিক, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসে পদক জেতা হয়ে গিয়েছে। পিভি সিন্ধুর ক্যাবিনেটে অল ইংল্যান্ড ছাড়াও কমনওয়েলথ গেমসের ব্যক্তিগত বিভাগে সোনার পদকের জায়গাটা খালি রয়েছে। শূন্যস্থান পূরণ করতে কোমর বেঁধে নেমে পড়েছেন দেশের তারকা শাটলার। কমনওয়েলথ শুরুর আগে থেকে ছন্দে রয়েছেন। চলতি বছরের তিনটে সুপার সিরিজ জয়ের পর এবার পালা কমনওয়েলথ গেমসের। গতবার সাইনা নেহওয়ালের কাছে হেরে সোনা হাতছাড়া হয়। এবার আর সেই ফলাফলের পুনরাবৃত্তি চান না সিন্ধু। সম্প্রতি মিক্সড ডাবলসের ফাইনালে সিন্ধু একা জিতলেও টাইয়ের বাকি সবকটি ম্যাচে হেরে যায় ভারত। ফলে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে সিঙ্গলস ম্যাচে পুরোটাই একার কৃতিত্ব। অন্যের উপর চেয়ে থাকতে হয় না। আজ কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টন সিঙ্গলসে অভিযান শুরু করলেন সিন্ধু। প্রথম ম্যাচেই দারুণ জয়। মলদ্বীপের শাটলার ফাতিমাত নাবাহর বিরুদ্ধে স্ট্রেট গেমে জিতলেন। প্রথম গেমে দাপটের সঙ্গে ২১-৪ ব্যবধানে জেতেন সিন্ধু। দ্বিতীয় গেম জিতলেন ২১-১১ ব্যবধানে। দলগত বিভাগের হতাশা ঝেড়ে ফেলে ব্যক্তিগত বিভাগে সোনা ছাড়া অন্য কিছুই ভাবছেন না তিনি।

সিঙ্গলসে সিন্ধু ছাড়াও অ্যাকশনে কিদাম্বী শ্রীকান্ত ও লক্ষ্য সেন। ‘ছোটা প্যাকেট বড়া ধামাকা’ লক্ষ্যর এখন স্বপ্নের ফর্ম চলছে। বিশ্বের তাবড় তাবড় শাটলারদের হারাচ্ছেন। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, অল ইংল্যান্ডের পদক রয়েছে তাঁর ঝুলিতে। ঐতিহাসিক থমাস কাপ জয়ী য় ভারতীয় দলের সদস্য ছিলেন। এবার চোখ কমনওয়েলথ গেমসে। ছেলেদের সিঙ্গলসে কমনওয়েলথ গেমসে দেশের মাত্র তিনজনের ঝুলিতে পদক রয়েছে। কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন, সৈয়দ মোদী এবং পুলেল্লা গোপীচাঁদ। সেই তালিকায় নাম লেখাতে চান শ্রীকান্ত ও লক্ষ্য। অভিজ্ঞ কিদাম্বী শ্রীকান্ত প্রথম সিঙ্গলস ম্যাচ জিতলেন ২১-৯, ২১-৯ স্ট্রেট গেমে।শেষ ষোলোর ঘরে উঠলেন উগান্ডার প্রতিপক্ষ ড্যানিয়েল ওয়ানাগালিয়াকে হারিয়ে।

অন্যদিকে শুরুতেই বিদায় নিল ভারতের মিক্সড ডাবলস জুটি অশ্বিনী-সুমিত। রাউন্ড অব ৩২-এর ম্যাচে ইংল্যান্ডের হেমিং ক্যালাম ও পাগ জেসিকার কাছ ভারতের জুটি বি সুমিত রেড্ডি ও অশ্বিনী পোনাপ্পা হেরে গেলেন স্ট্রেট গেমে। ইংল্যান্ডের শাটলারদের পক্ষে ম্যাচের ফল ২১-১৮, ২১-১৬ ।

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla