Sourav Ganguly’s Birthday: ‘প্রিন্স অফ ক্যালকাটা’র জন্মদিনে জেনে নিন তাঁর জীবনের কিছু আকর্ষণীয় তথ্য…
আজ ৪৯-এ পা দিলেন দাদা। তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর জীবনের কয়েকটি আকর্ষণীয় তথ্য...
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। তিনি সকলের কাছে ‘দাদা’ (DADA) নামেও পরিচিত। তিনি পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেন ভারতকে। যদিও সেখানে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। তবে ২০০৩ সালে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে সৌরভের ভারত। এমন নানা কীর্তি জড়িয়ে রয়েছে দাদার মুকুটে। বর্তমানে তিনি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (BCCI) সভাপতির দায়িত্ব পালন করছেন এবং সফল ভাবেই এই দায়িত্ব সামলাচ্ছেন। আজ ৪৯-এ পা দিলেন দাদা। তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর জীবনের কয়েকটি আকর্ষণীয় তথ্য…
১. সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা-বাবার দেওয়া প্রথম নামটি হল মহারাজ। যার অর্থ ‘যুবরাজ’। একসময়, জেফ্রি বয়কট তাকে স্নেহের সাথে ‘কলকাতার রাজপুত্র’ (Prince Of Calcutta) বলে ডেকেছিলেন এবং পরবর্তীকালে তিনি এই নামে বিখ্যাত হয়েছেন।
২. যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় ডান হাতি। তিনি লেখা, বল করা এবং প্রায় অন্যান্য সবকিছুই ডান হাতে করেন। তবে, সৌরভ ছেলেবেলায় তাঁর দাদা স্নেহাশিষের ব্যাটটি বাম হাতে ধরেছিলেন। যাতে তিনি তখন তাঁর বাঁ-হাতি বড় ভাইয়ের কিটটি ব্যবহার করতে পারেন।
৩. ছেলেবেলা থেকেই সৌরভ ফুটবলের বড় ভক্ত ছিলেন। তবে, সৌরভের দাদা স্নেহাশিষ ছেলেবেলায় তাঁকে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করে দেন। তার পর সৌরভ ক্রিকেট রপ্ত করে নিয়ে বাংলার রঞ্জি দলে তাঁর দাদার জায়গা পূরণ করেন।
৪. সৌরভ গঙ্গোপাধ্যায়ের কলকাতার পার্ক স্ট্রিটে একটি তিনতলা রেস্তোঁরা ‘দ্য ফুড প্যাভিলিয়ন’ রয়েছে। সচিন তেন্ডুলকর ২০০৪ সালে এটি উদ্বোধন করেছিলেন।
৫. সৌরভ গঙ্গোপাধ্যায় একমাত্র ক্রিকেটার যিনি ১৪ ই সেপ্টেম্বর থেকে ২১ শে সেপ্টেম্বর ১৯৯৭ সালের মধ্যে ওয়ান ডে-তে একের পর এক চারটি ম্যান অফ দ্য ম্যাচ (এমওএম) পুরস্কার অর্জন করেছিলেন।
৬. সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুরো কেরিয়ারে, তাঁর টেস্ট গড় কখনই কোনও কারণেই ৪০ এর নিচে নামেনি। তাঁর টেস্ট কেরিয়ারের গড় ছিল ৪২.১৭।
আরও পড়ুন: সৌরভের জন্মদিনের আগে বড় চমক ডোনার