IPL Auction 2022: রবি-রশিদদের আইপিএল খেলা নিয়ে আচমকাই সংশয়
কী সেই নিয়ম? আনক্যাপড ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য দুটো শর্তাবলী পূরণ করতে হবে। প্রথমত, ক্রিকেটারের বয়স ১৯ বছরের বেশি হতে হবে। দ্বিতীয়ত, ১৯ বছরের নীতে হলেও রাজ্যের হয়ে কমপক্ষে একটা প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে হবে। দুটোর কোনও শর্তাবলীই পূরণ করতে পারছেন না রবি, রশিদরা। রাজ্য দলের হয়ে বোর্ডের বয়সভিত্তিক টুর্নামেন্টে খেললেও সিনিয়র টুর্নামেন্টে খেলা হয়নি।
মুম্বই: রবি কুমার (Ravi Kumar), শেখ রশিদদের আইপিএল (IPL) খেলা নিয়ে আচমকা সংশয়। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সম্প্রতি চ্যাম্পিয়ন হয়েছে ভারত (Indian U19 Cricket Team)। যা নিয়ম তা মানলে, চ্যাম্পিয়ন দলের ৮ সদস্যের আইপিএল খেলাই অনিশ্চিত। বাংলার রবি কুমার, ভাইস ক্যাপ্টেন শেখ রশিদ ছাড়াও সেই তালিকায় আছেন অংকৃষ রঘুবংশী, নিশান্ত সিন্ধু, দীনেশ বানা, মানব পারেখ, গ্রাভ সাংওয়ান ও সিদ্ধার্থ যাদব। সদ্য বিশ্বকাপ জিতে দেশে ফিরে আইপিএলেই চোখ রাখছেন রবি-রশিদরা। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো আছড়ে পড়েছে বোর্ডের নিয়ম। যে নিয়মের জালে রবিদের আইপিএল খেলা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
কী সেই নিয়ম? আনক্যাপড ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য দুটো শর্তাবলী পূরণ করতে হবে। প্রথমত, ক্রিকেটারের বয়স ১৯ বছরের বেশি হতে হবে। দ্বিতীয়ত, ১৯ বছরের নীতে হলেও রাজ্যের হয়ে কমপক্ষে একটা প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে হবে। দুটোর কোনও শর্তাবলীই পূরণ করতে পারছেন না রবি, রশিদরা। রাজ্য দলের হয়ে বোর্ডের বয়সভিত্তিক টুর্নামেন্টে খেললেও সিনিয়র টুর্নামেন্টে খেলা হয়নি।
কোভিডের জন্য ২ বছর বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টের অধিকাংশ খেলাই হয়নি। তাই এই বিষয়টাকে মাথায় রেখেই বোর্ডের শীর্ষকর্তাদের কাছে এ বছরের জন্য নিয়মে ছাড় দেওয়ার আবেদন জানাতে চলেছেন কয়েকজন কর্তা। ১২ আর ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএল-১৫র মেগা নিলাম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের ৮ সদস্য সেই নিলামের অংশ হতে পারেন কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন: ICC U19 World Cup 2022: বাড়ি ফিরে মায়ের হাতে বানানো মটর পনীর খেতে চান ঋত্বিকভক্ত রবি