IPL 2022: আগামী বছর এবিডি আবার ফিরবেন আরসিবিতে, কে বলছেন এমন কথা?

এবিডি আবার ফিরতে চলেছে আরসিবিতে। না, অবসর ভেঙে নয়। নতুন এক ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে। আর কেউ নন, তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুই জানাচ্ছেন এই কথা।

IPL 2022: আগামী বছর এবিডি আবার ফিরবেন আরসিবিতে, কে বলছেন এমন কথা?
IPL 2022: আগামী বছর এবিডি আবার ফিরবেন আরসিবিতে, কে বলছেন এমন কথা?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2022 | 3:43 PM

মুম্বই: এবি ডে ভিলিয়ার্স (AB de Villiers) আবার ফিরতে চলেছেন আরসিবিতে (RCB) । না, অবসর ভেঙে আবার আইপিএলে (IPL) ফেরার পরিকল্পনা নেই তাঁর। কোচিং টিমে কোনও না কোনও ভূমিকায় দেখা যাবে তাঁকে। এবিডিকে নিয়ে এমন কথা কে শোনাচ্ছেন? তিনি এবিডির অত্য়ন্ত ঘনিষ্ঠ বন্ধু। তাঁর নাম বিরাট কোহলি (Virat Kohli)। ১৫ বছরের ইতিহাসে এই প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার আইপিএলে খেলছেন না। তিনি না থাকলেও আরসিবির সঙ্গে রয়েছেন মানসিক ভাবে। টিম ভালো খেললে কিংবা বিরাট ভালো পারফর্ম করলে ঠিক টুইটারে কিংবা ভিডিও বার্তায় কিছু না কিছু মেসেজ দেন তিনি। সেই এবিডিকে হয়তো ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে টিমের। কোন ভূমিকায় থাকবেন, সেটা এখনও ঠিক হয়নি। তবে, তাঁকে যে আবার টিমে ফিরে পেতে চান বিরাটের মতো ক্রিকেটাররা, তা পরিষ্কার করে দিয়েছেন। তাঁর অভিজ্ঞতা আরসিবির সাফল্যের জন্য জরুরি।

বিরাট বলছেন, ‘ওকে আমি ভীষণ ভাবে মিস করি। এবিডির সঙ্গে আমার রোজ কথা হয়। ও দিন কয়েক আগে পরিবারের সঙ্গে আমেরিকায় ছিল। গল্ফ টুর্নামেন্ট দেখেছে। তার মধ্যেও কিন্তু বরাবরের মতো আরসিবির দিকে নজর রেখেছিল। আশা করা যায় আগামী বছর কোনও না কোনও ভাবে টিমের সঙ্গে জুড়ে যাবে ও।’

বিরাটের সঙ্গে এবিডির সম্পর্ক অত্যন্ত গভীর। নিজের কেরিয়ারের কোনও সিদ্ধান্ত নিলেও এবিডিকে তা জানিয়েছেন বিরাট। এবিডিও তার ব্যতিক্রম নয়। আইপিএলে আর খেলবেন না, তা বিরাটকেই সবার আগে জানিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফর সেরে তখন সবে দেশে পা রেখেছেন। বাড়ি ফেরার পথে গাড়িতেই শুনেছিলেন সেই ভিডিও মেসেজ। যা শুনে সাময়িক থমকে গিয়েছিলেন বিরাট। ক্রিকেটে নিজেকে পেশাদার করে তোলার ক্ষেত্রেও এবিডির প্রচুর ছাপ আছে বিরাটের উপর। সেই এবিডিকে যে তিনি আবার টিমে চাইবেন, তাতে আর আশ্চর্যের কী! এ বারের আইপিএলে একেবারে ছন্দে নেই বিরাট। তিনটে ইনিংসে শূন্য করেছেন। মাত্র একটা হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে তাঁর ব্যাট থেকে। এবিডি থাকলে হয়তো তাঁকে সাহায্য করতে পারতেন।

বিরাটের নিজের ইচ্ছে ছিল, এবিডিকে সঙ্গে নিয়ে আরসিবিকে আইপিএল জেতানো। গত বার আমিরশাহি আইপিএলে প্রবল ভাবে এই ইচ্ছে পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এবিডি ছেড়ে দিয়েছেন ক্রিকেট। বিরাটও আর আরসিবির ক্যাপ্টেন নন। নিজেরা ভূমিকা পাল্টে ফেললেও ফোকাস নড়ছে না। আর তাই বিরাট প্রবল ভাবে চান, আরসিবিতে যোগ দিন এবিডি। তাঁকে সঙ্গে নিয়েই আরসিবিকে জেতাবেন আইপিএল।