Cheteshwar Pujara: বাজবল স্টাইলে এ বার সেঞ্চুরি হাঁকিয়ে সুপারহিট চেতেশ্বর পূজারা

Ranji Trophy 2024: মণিপুরের (Manipur) বিরুদ্ধে বাজবল স্টাইলে দুরন্ত শতরান হাঁকালেন পূজ্জি। পর পর দুই ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে শতরান এল চেতেশ্বর পূজারার ব্যাটে। তিনি যে এখনও ফুরিয়ে যাননি, তা বার বার বলে নয় পারফরম্যান্স দিয়ে প্রমাণ করে দিচ্ছেন। তিনি ১০২ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান। এই ইনিংসের পথে পূজারার ব্যাটে এসেছে ১০টি চার ও ১টি ছয়।

Cheteshwar Pujara: বাজবল স্টাইলে এ বার সেঞ্চুরি হাঁকিয়ে সুপারহিট চেতেশ্বর পূজারা
Cheteshwar Pujara: বাজবল স্টাইলে এ বার সেঞ্চুরি হাঁকিয়ে সুপারহিট চেতেশ্বর পূজারা Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 17, 2024 | 6:24 PM

কলকাতা: অনবদ্য ছন্দে রয়েছেন টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। এ বার গুজরাটে মণিপুরের (Manipur) বিরুদ্ধে বাজবল স্টাইলে দুরন্ত শতরান হাঁকালেন পূজ্জি। পর পর দুই ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে শতরান এল চেতেশ্বর পূজারার ব্যাটে। তিনি যে এখনও ফুরিয়ে যাননি, তা বার বার বলে নয় পারফরম্যান্স দিয়ে প্রমাণ করে দিচ্ছেন। একদিকে রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে চলছে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। আর তার মাঝেই অনবদ্য শতরান করলেন পূজারা।

ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মণিপুর। চেতন সাকারিয়া, ধনঞ্জয় সিং জাডেজার দাপুটে বোলিংয়ের সুবাদে ১৪২ রানে গুটিয়ে যায় মণিপুরের প্রথম ইনিংস। এরপর সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে হয়েছে তিনটি শতরান। তার মধ্যে একটি পূজারার। ৭টি চার মেরে ৫১ বলে অর্ধশতরান পূরণ করেন পূজারা। এরপর তিনি ১০২ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান। এই ইনিংসের পথে পূজারার ব্যাটে এসেছে ১০টি চার ও ১টি ছয়। চলতি রঞ্জি মরসুমে এই নিয়ে এটি পূজারার তৃতীয় শতরান। এই পারফরম্যান্সের সুবাদে আবারও একবার জাতীয় দলে এন্ট্রি পাওয়ার স্বপ্ন হয়তো দেখছেন পূজারা। তাঁর অনুরাগীরাও ভাবছেন কবে ফের পূজারাকে সাদা জার্সিতে দেখা যাবে। এই নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩তম শতরান করলেন পূজারা।

চেতেশ্বর পূজারা ছাড়া মণিপুরের বিরুদ্ধে ১৪৮ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন সৌরাষ্ট্রের অধিনায়ক অর্পিত বাসাবড়া। এ ছাড়া প্রেরক মানকড় করেছেন অনবদ্য ১৭৩ রান। সবমিলিয়ে ৬ উইকেটের বিনিময়ে ৫২৯ রান স্কোরবোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় সৌরাষ্ট্র। এরপর দ্বিতীয় দিন শুরু হয়ে যায় মণিপুরের দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান স্কোরবোর্ডে তুলেছে মণিপুর। এখনও ৩৩২ রানের লিড রয়েছে সৌরাষ্ট্রের।