Virat Kohli: বিরাট জ্বরে কাবু বেঙ্গালুরু! স্কুলপড়ুয়া-পুলিশদের আবদার মেটালেন কোহলি
Asia Cup 2023: ৩০ অগস্ট এশিয়া কাপ শুরু হচ্ছে। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে মেন ইন ব্লু। তার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় ক্রিকেটারদের জন্য এক প্রস্তুতি শিবির আয়োজন করা হয়েছে।
বেঙ্গালুরু: মাঠ হোক বা মাঠের বাইরে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে মাতামাতি হবেই হবে। এশিয়া কাপের (Asia Cup) দামামা বেজে গিয়েছে। এই টুর্নামেন্টে বিশেষ নজর থাকবে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দিকে। ৩০ অগস্ট এশিয়া কাপ শুরু হচ্ছে। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে মেন ইন ব্লু। তার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় ক্রিকেটারদের জন্য এক প্রস্তুতি শিবির আয়োজন করা হয়েছে। তারই ফাঁকে সম্প্রতি বিরাট বেঙ্গালুরুর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাঁকে এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়েছিলেন তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি, ভিডিয়ো এখন ভাইরাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে বিরাট একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করছেন। সেই সময় তাঁর ভক্তরা রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ‘কোহলি… কোহলি…’ করে স্লোগান তুলতে থাকেন তাঁর ভক্তরা।
(2/2)#ViratKohli @imVkohli pic.twitter.com/6gWy8gc7pz
— virat_kohli_18_club (@KohliSensation) August 24, 2023
অন্য এক ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে বেঙ্গালুরুর এক স্কুলের পড়ুয়াদের মাঝখানে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন বিরাট কোহলি। সেই ছবি দেখেই পরিষ্কার সকল কচিকাঁচারা বিরাটকে সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত।
Virat Kohli enjoying his time with Bengaluru school kids. pic.twitter.com/yP0BCd7Tu9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 24, 2023
শুধু স্কুলপড়ুয়াদের সঙ্গেই নয়, বিশ্ববিদ্যালয়ের কোচিং স্টাফদের সঙ্গেও ছবি তুলেছেন বিরাট কোহলি।
Virat Kohli with Atria University coaching staff. pic.twitter.com/KOjWl4pD0P
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 25, 2023
স্কুলপড়ুয়াদের পাশাপাশি বেঙ্গালুরুতে পুলিশদের আবদারও মিটিয়েছেন কিং কোহলি। একাধিক পুলিশের সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় এখন বিরাট প্রেমীদের প্রোফাইলে প্রোফাইলে ঘুরছে এই সব ছবি এবং ভিডিয়ো।
Virat Kohli clicked a picture with the Bengaluru police. pic.twitter.com/nKx2oR0XbA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 25, 2023
সম্প্রতি বিরাট কোহলির এক কাজ ভালোভাবে দেখছে না বিসিসিআই। আসলে, এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট হয়েছে। তাতে কোহলির রেজাল্ট ১৭.২। এই রেজাল্টের পর খুশি হয়ে বিরাট ইন্সটাগ্রাম স্টোরিতে তা নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সেটাই ভালো ভাবে নেয়নি ভারতীয় বোর্ড। আপাতত টিমের বাকি সদস্যরা যেন এমন কাজ না করেন, তার জন্য বোর্ডের তরফে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে।