IND vs ENG: আমি তো ভিসা অফিসে বসে থাকি না… কেন বললেন রোহিত?

Shoaib Bashir: ভারতে ৫ ম্যাচের টেস্ট খেলতে আসার আগে আবু ধাবিতে দেশের ক্রিকেটারদের জন্য একটি প্রস্তুতি শিবির করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখান থেকে বাকিরা ভারতে আসার বিমান ধরতে পারলেও শোয়েব বশির পারেননি। জানা গিয়েছিল, সঠিক সময়ে প্রয়োজনীয় কাগজপত্র শোয়েব জমা দিতে পারেননি। পরবর্তীতে তাঁকে দেশে ফিরে যেতে হয়।

IND vs ENG: আমি তো ভিসা অফিসে বসে থাকি না... কেন বললেন রোহিত?
IND vs ENG: আমি তো ভিসা অফিসে বসে থাকি না... কেন বললেন রোহিত?Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 24, 2024 | 7:03 PM

কলকাতা: প্রথম বার টেস্ট টিমে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত ছিলেন শোয়েব বশির (Shoaib Bashir)। কিন্তু সেই উচ্ছ্বাস খানিকটা হলেও ফিকে হয়েছে। কারণ একটাই, আগামিকাল থেকে রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু ইংল্যান্ডের। আর এই প্রথম বার ইংল্যান্ডের টেস্ট টিমে সুযোগ পেয়েছেন ২০ বছর বয়সী স্পিনার শোয়েব বশির। জাতীয় দলে ডাক তো পেলেন বশির, কিন্তু ভারতে আসার সুযোগ পেলেন না। ভিসা সমস্যার কারণে আবু ধাবি থেকে ইংল্যান্ডে ফিরে গিয়েছেন শোয়েব বশির। তিনি প্রথম বার দলের সঙ্গে সফর করতে না পারায় ইংল্যান্ডের (England) ক্যাপ্টেন বেন স্টোকস থেকে টিম ইন্ডিয়ার নেতা রোহিত শর্মাও দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের অফিস থেকেও শোয়েব বশিরের ভারতে আসার ভিসা জটিলতা নিয়ে বার্তা দেওয়া হয়েছে।

ভারতে ৫ ম্যাচের টেস্ট খেলতে আসার আগে আবু ধাবিতে দেশের ক্রিকেটারদের জন্য একটি প্রস্তুতি শিবির করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখান থেকে বাকিরা ভারতে আসার বিমান ধরতে পারলেও শোয়েব বশির পারেননি। জানা গিয়েছিল, সঠিক সময়ে প্রয়োজনীয় কাগজপত্র শোয়েব জমা দিতে পারেননি। পরবর্তীতে তাঁকে দেশে ফিরে যেতে হয়। তারপরই ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস হতাশা প্রকাশ করেছেন। ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছেন, শোয়েব পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় তাঁর ভারতে আসার ভিসা পেতে সমস্যা হচ্ছে।

বেন স্টোকসদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে প্রেস কনফারেন্সে ভারত অধিনায়ক রোহিত শর্মাও ইংল্যান্ডের তরুণ ক্রিকেটারের জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ওর জন্য খারাপ লাগছে। আশা করি ও প্রথম বার ভারত সফরে আসছিল। দুর্ভাগ্যবশত আমি তো আর ভিসা অফিসে বসি না, যে এই ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে পারব। আমি আশাবাদী ওর ভিসা সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে। এবং ও ভারতে এসে খেলতে পারবে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের অফিস থেকে এক মুখপাত্র শোয়েব বশিরের ভিসা জটিলতা নিয়ে বিবিসিকে বলেছেন, ‘এই বিষয়ে আমি খুব একটা বিস্তারিত কিছু বলতে পারব না। কিন্তু আমরা হাই কমিশনের সঙ্গে অতীতেও এই ভিসা জটিলতা নিয়ে আলোচনা করেছি। তাতে স্পষ্ট জানিয়েছিলাম, আমরা আশা করি ভারতের পক্ষ থেকে সমস্ত ব্রিটিশ নাগরিকদের ভিসার ব্যাপারে নায্য পদক্ষেপ নেওয়া হবে।’

পাকিস্তান যোগ থাকা ব্রিটিশ নাগরিকরা ভারতে আসার ক্ষেত্রে বেশি ভিসা সমস্যার মুখোমুখি হয়েছে। এ কথা উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের অফিস থেকে তাঁর ওই মুখপাত্র বলেন, ‘পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিকদের এই রকম ভিসা জটিলতার অভিজ্ঞতা আগেও হয়েছে। আমরা লন্ডনে ভারতীয় হাইকমিশনারের কাছে ভিসা সংক্রান্ত এই সমস্যার কথা তুলে ধরেছি।’