Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Team India: ভারতে প্লেয়ার তোলার বদলে বাতিল করা হয়, চাঞ্চল্যকর অভিযোগ জাডেজার

রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা দলে থাকা মানেই শক্তি বাড়ে টিম ইন্ডিয়ার (Team India)। তবে এই সিনিয়র ক্রিকেটাররা দলে থাকলে একাধিক জুনিয়র ক্রিকেটাররা একাদশে সুযোগ পান না। ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) শেষ হওয়ার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এই সিরিজে একঝাঁক তরুণ ক্রিকেটারদের খেলতে দেখা গিয়েছিল। এবং তাঁরা প্রতি ম্যাচেই ছাপ রেখেছেন।

Team India: ভারতে প্লেয়ার তোলার বদলে বাতিল করা হয়, চাঞ্চল্যকর অভিযোগ জাডেজার
Team India: ভারতে প্লেয়ার তোলার বদলে বাতিল করা হয়, চাঞ্চল্যকর অভিযোগ জাডেজার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 1:47 PM

নয়াদিল্লি: রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা দলে থাকা মানেই শক্তি বাড়ে টিম ইন্ডিয়ার (Team India)। তবে এই সিনিয়র ক্রিকেটাররা দলে থাকলে একাধিক জুনিয়র ক্রিকেটাররা একাদশে সুযোগ পান না। ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) শেষ হওয়ার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এই সিরিজে একঝাঁক তরুণ ক্রিকেটারদের খেলতে দেখা গিয়েছিল। এবং তাঁরা প্রতি ম্যাচেই ছাপ রেখেছেন। সিরিজের প্রথম ৩ ম্যাচে ভালো খেললেও সব ম্যাচে খেলার সুযোগ পাননি ঈশান কিষাণ। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি ঈশান কিষাণকে (Ishan Kishan) কেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবক’টি ম্যাচে খেলানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন জাডেজা। কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা বলেছেন, ‘বিশ্বকাপ শেষ হওয়ার পরই ৫ ম্যাচের টি-২০ সিরিজ হল। ঈশান কিষাণ তিনটে ম্যাচ খেলল। তারপর ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হল। ও কি সত্যি এতটা টায়ার্ড ছিল, যে ওকে বিশ্রাম দিতে হল? বিশ্বকাপেও ও ভারতের একাদশে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। ভারতীয় দলে কতজন ক্রিকেটার রয়েছে যারা একদিনের ক্রিকেটে এক ইনিংসে ২০০ রান করেছে? যে দিন ও ফর্মে থাকে দুরন্ত পারফর্ম করে। ও কবে প্রস্তুত হবে? ওকে নিয়ে কি ট্রায়ালই চলবে? গত দুই বছর ধরে ও কতগুলো ম্যাচ খেলল? ভারতীয় ক্রিকেটের এই সমস্যা আজকের নয়। এটা অনেক পুরনো। ভারতে প্লেয়ার তোলার বদলে বাতিল করা হয়।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ৩ টি-টোয়েন্টিতে ছিলেন না শ্রেয়স আইয়ার। তৃতীয় ও চতুর্থ টি-২০তে ভারতীয় দলে ফেরেন শ্রেয়ল আইয়ার। তিনি ফিরতেই একাদশ থেকে বাদ পড়েন ঈশান কিষাণ। তাঁর বদলে টি-২০ সিরিজের শেষ ২টি ম্যাচে উইকেটকিপারের দায়িত্বে দেখা যায় জীতেশ শর্মাকে। ভারতের হয়ে ২৭টি ওডিআইতে খেলেছেন ঈশান। এবং ৩২টি টি-২০ ও ২টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। অজিদের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচে ২টি হাফসেঞ্চুরি করেছিলেন ঈশান কিষাণ।