Akash Deep: সামির শূন্যস্থান পূরণ করায় বাড়তি চাপ ছিল? আকাশ দীপ বললেন…

IND vs BAN: আকাশ দীপ বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সুযোগ পাওয়ার সুবাদে নেটে জসপ্রীত বুমরাকে খুব কাছ থেকে দেখেছেন। তাঁর কাছে অনেক কিছু শিখেছেনও। বুমরার থেকে শেখা প্রসঙ্গে আকাশ বলেন, 'আমি সব সময় তাঁর সঙ্গে কথা বলি। ওর বোলিং পর্যবেক্ষণ করি।'

Akash Deep: সামির শূন্যস্থান পূরণ করায় বাড়তি চাপ ছিল? আকাশ দীপ বললেন...
Akash Deep: সামির শূন্যস্থান পূরণ করায় বাড়তি চাপ ছিল? আকাশ দীপ বললেন...Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 23, 2024 | 7:45 PM

কলকাতা: ভারতের টানা ১০ টেস্টের মিশন শুরু হয়ে গিয়েছে। চেন্নাই টেস্ট জয় দিয়ে এই সফর শুরু করল রোহিত ব্রিগেড। বাংলার বছর ২৭ এর ক্রিকেটার আকাশ দীপ কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেললেন। মহম্মদ সামি (Mohammed Shami) পুরোপুরি ফিট না থাকার ফলে আকাশ দীপ (Akash Deep) সুযোগ পেয়েছেন ভারতীয় টিমে। চিপক টেস্ট জয়ের পর টিম ইন্ডিয়ার বোলার আকাশ দীপ টাইমস অব ইন্ডিয়াকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, সামির মতো সিনিয়র প্লেয়ারের জায়গায় টিমে সুযোগ পাওয়ায় বাড়তি কোনও চাপ ছিল? উত্তরে কী বলেছেন বাংলার তারকা?

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে ১৭ রান করেন আকাশ দীপ। আর বল হাতে নেন ২টি উইকেট। সামির জায়গায় তিনি যে স্কোয়াডে সুযোগ পেয়েছেন, এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে আকাশ দীপ বলেন, ‘একজন সিনিয়র বোলারের অনুপস্থিতিতে আমি যেটা অনুভব করেছি, সেটা হল দায়িত্ব। আমাদের দেশের হয়ে তিনি অনেক করেছেন। তাঁর মতো অসাধারণ বোলারের জায়গায় সুযোগ পেয়েছি, খেলেছি, তাতে দারুণ লেগেছে। ভালো পারফর্ম করার বড় চ্যালেঞ্জ ছিল। সেই দায়িত্বটাই অনুভব করেছি। ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, সিনিয়র ও কোচরা যে ভরসা রাখছেন, তার মান রাখার চেষ্টা করছি। ভালো জায়গায় বল করে গিয়েছি এবং দলের জন্য উইকেট নিয়েছি।’

আকাশ দীপ বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সুযোগ পাওয়ার সুবাদে নেটে জসপ্রীত বুমরাকে খুব কাছ থেকে দেখেছেন। তাঁর কাছে অনেক কিছু শিখেছেনও। বুমরার থেকে শেখা প্রসঙ্গে আকাশ বলেন, ‘আমি সব সময় তাঁর সঙ্গে কথা বলি। ওর বোলিং পর্যবেক্ষণ করি। তিনি একেবারে আলাদা। সকলের থেকে আলাদা। ভগবান ওকে আলাদাই তৈরি করেছে। আমি তাঁর কাছ থেকে অনেক পরামর্শ নিই। আমার সকল প্রশ্নের জবাব দেন তিনি।’