IPL 2021: চোটে ছিটকে গেলেন সচিনপুত্র
অর্জুন তেন্ডুলকরের পরিবর্তে সিমরনজিৎ সিংকে (Simranjeet Singh) নিল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির (Delhi) পেসারকে ড্রাফটিংয়ের মাধ্যমে নিল মুম্বই। ৬ দিনের কোয়ারান্টিন পর্ব শেষ করে মুম্বইয়ের অনুশীলনেও যোগ দিয়েছেন ডান হাতি মিডিয়াম পেসার।
দুবাই: অভিষেকের আগেই আইপিএল (IPL) থেকে ছিটকে গেলেন সচিনপুত্র। চোটের কারণে বাকি আইপিএলে নেই অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। এ বছর আইপিএল নিলামে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে সচিনপুত্রকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের দলে সুযোগ পেলেও মাঠে নামা হয়নি অর্জুনের। আইপিএলে এখনও ৩ ম্যাচ বাকি আছে মুম্বই ইন্ডিয়ান্সের। তার আগে চোটের জন্য ছিটকে গেলেন বাঁ-হাতি পেসার।
অর্জুন তেন্ডুলকরের পরিবর্তে সিমরনজিৎ সিংকে (Simranjeet Singh) নিল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির (Delhi) পেসারকে ড্রাফটিংয়ের মাধ্যমে নিল মুম্বই। ৬ দিনের কোয়ারান্টিন পর্ব শেষ করে মুম্বইয়ের অনুশীলনেও যোগ দিয়েছেন ডান হাতি মিডিয়াম পেসার। কয়েকদিন আগে ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন সিমরনজিৎ সিং। ধাওয়ানদের নেট বোলার হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে কুড়ি ওভারের ফরম্যাটে ১৫টা ম্যাচ খেলেছেন সিমরনজিৎ। তার মধ্যে ১৮টা উইকেট নিয়েছেন তিনি। গত বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে ১১টা উইকেট নিয়েছিলেন সিমরনজিৎ।
View this post on Instagram
আইপিএলের পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মরুশহরে টানা ৩ ম্যাচ হারলেও পঞ্জাব কিংসকে হারিয়ে ছন্দে ফিরেছেন রোহিত শর্মারা। প্লে অফে উঠতে হলে, বাকি ৩ ম্যাচই জিততে হবে পোলার্ডদের। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের।