চোটে নেই হরমনপ্রীত, গোলাপি টেস্টের জন্য মুখিয়ে মিতালিরা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন মিতালিরা। ভারতের ক্যাপ্টেন স্পষ্ট বলেছেন, 'এটা আমাদের দ্বিতীয় টেস্ট। প্রথমটা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলাম। এ বার খেলব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যদি এইরকম সিরিজ নিয়মিত হয়, তা হলে মেয়েদের ক্রিকেট আরও বেশি জনপ্রিয়তা পাবে।
কুইন্সল্যান্ড: চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক গোলাপি টেস্টে নেই হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত। তার উপর এই প্রথম কোনও দিন-রাতের টেস্ট খেলতে নামবেন মিতালি রাজরা (Mithali Raj)। সব দিক থেকে এই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যেই এই বিপত্তি।
ক্যাপ্টেন মিতালি টিমের পারফরম্যান্স নিয়ে ভীষণ আশাবাদী হলেও হরমনপ্রীতের মতো ব্যাটসম্যানের না থাকাটা চাপে ফেলে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। মিতালি বলেছেন, ‘ওকে টেস্ট ম্যাচটাতে পাব না।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বল হাতে প্রথম বার নেমে পড়ার আগে কিন্তু আত্মবিশ্বাসী মিতালি। ভারতের ক্যাপ্টেন বলেছেন, ‘মঙ্গলবার পিঙ্ক বলে আমরা প্রথম প্র্যাক্টিস করেছি। এটা ঠিক যে আমরা কখনও গোলাপি বলে খেলিনি। ফলে একটা নতুন অভিজ্ঞতার সামনে পড়তে চলেছি। পিঙ্ক বল বেশি মুভ করে।’
টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে ভারতীয় টিম ভালো পারফর্ম করেছে। যা টেস্ট ম্যাচেও তাতিয়ে রাখবে ভারতীয় ক্রিকেটারদের। মিতালির কথায়, ‘ওয়ান ডে সিরিজে তিনজন পেসার বল করেছে। ঝুলন তার মধ্যে নিজের কাজটা বরাবরের মতো করেছে। ও নিজের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করেছে মেঘনা আর পূজাকে। আমাদের টিমে শিখা পাণ্ডেও আছে। পেস বোলিং ইউনিট কিন্তু বেশ ভালো।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন মিতালিরা। ভারতের ক্যাপ্টেন স্পষ্ট বলেছেন, ‘এটা আমাদের দ্বিতীয় টেস্ট। প্রথমটা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলাম। এ বার খেলব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যদি এইরকম সিরিজ নিয়মিত হয়, তা হলে মেয়েদের ক্রিকেট আরও বেশি জনপ্রিয়তা পাবে। আজকের যে সব মেয়ে অন্য ফর্ম্যাট খেলছে, তারা পর্যন্ত আমাকে বলে টেস্ট ক্রিকেট খেলতেই তাদের বেশি ভালো লাগে। এই কারণেই মেয়েদের ক্রিকেটে টেস্টকে আরও বেশি করে জায়গা দেওয়া উচিত।’
অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে যে ২০ উইকেট নেওয়া সহজ হবে না, তা ভালোই বুঝতে পারছেন। তবে পাল্টা লড়াই করার জন্য মুখিয়ে আছেন তিনি। মিতালির কথায়, ‘ওয়ান ডে সিরিজ থেকে আমরা অনেকটা আত্মবিশ্বাস পেয়েছি। আমাদের বোলাররা ওয়ান ডে ম্যাচে ৮-৯টা উইকেট নিতে পারছে। কিন্তু টেস্ট অন্য রকম ক্রিকেট। এটা বলা যাবে না যে, মাঠে নেমে ব্যাটাররা বড় স্কোর খাড়া করবে, আর বোলাররা ২০টা উইকেট নেবে। এটুকু বলতে পারি, আমরা লড়াই করব প্রচুর।’
আরও পড়ুন: SC East Bengal: গোয়ায় টিম হোটেলে যোগ লাল-হলুদ কোচের