Ashes 2023: অ্যালঝাইমার্সের বিরুদ্ধে লড়াই, অভিনব জার্সি বদল স্টোকস-ওকসদের
মারণ রোগ না হলেও অ্যালঝাইমার্স (Alzheimer's) আধুনিক বিশ্বের দুশ্চিন্তা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। এই রোগের বিরুদ্ধে এ বার একজোট হয়ে ২২ গজে নামল ক্রিকেট।
লন্ডন: স্মৃতি-বিভ্রাটে ভুগছেন অনেকেই। যত দিন যাচ্ছে এই রোগ মহামারির আকার নিচ্ছে। বহু দেশ ‘ভুলে যাওয়া’ রোগের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আর এই লড়াইকে সাধুবাদ জানিয়ে অনেকেই অনুদানও দিচ্ছেন। মারণ রোগ না হলেও অ্যালঝাইমার্স (Alzheimer’s) আধুনিক বিশ্বের দুশ্চিন্তা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। এই রোগের বিরুদ্ধে এ বার একজোট হয়ে ২২ গজে নামল ক্রিকেট। ইংল্যান্ডে অ্যালঝাইমার্স রোগীর সংখ্যা কম নয়। আর এই রোগকে কড়া হাতে সামলাচ্ছে অ্যালঝাইমার্স সোসাইটি। ইংল্যান্ড টিম এই অ্যালঝাইমার্স সমিতির হয়ে অভিনব পদক্ষেপ নিল। অ্যাসেজের (Ashes) পঞ্চম টেস্টের তৃতীয় দিন ওভাল দেখল ওলোটপালট নম্বর। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
কার জার্সি যে কে পরেছেন, বোঝা দায়। বেন স্টোকস কি এখন কিপিং করেন? জনি বেয়ারস্টো কি পেস বোলার হয়ে গিয়েছেন? ক্রিস ওকস কি মইন আলির বদলে এখন অফ স্পিন করবেন? যাঁরা তৃতীয় দিনের শুরুতে ইংল্যান্ড টিম নামতে দেখেছেন তাঁরা যারপরনাই অবাক হয়েছেন। কার যে কী নাম, তা-ই গুলিয়ে যাচ্ছিল। ঘরের মাঠে অ্যাসেজে ১-২ পিছিয়ে ইংল্যান্ড। ওভালে জিতলে সিরিজে সমতা ফিরবে। প্রবল চাপ মাথায় নিয়ে মাঠে নামা বেন স্টোকসের টিম কি সব গুলিয়ে ফেলেছে? জানা গেল ওই অ্যালঝাইমার্সের বিরুদ্ধে লড়াই করার জন্যই নাম এবং নম্বর বদল করেছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। অর্থাৎ সতীর্থদের জার্সি পরে মাঠে নেমেছেন স্টোকস-ওকস-বেয়ারস্টোরা। এতেই শেষ নয়। ইংল্যান্ড টিমের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে আবেদনও রাখা হয়েছে ক্রিকেট দুনিয়ায়। যাঁরা অ্যালঝাইমার্স সোসাইটির পাশে দাঁড়াতে চান, তাঁরা অনুদানও দিতে পারেন।
ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমরা অ্যালঝাইমার্স সোসাইটিকে সমর্থন করছি। এই বিষয়টা ভীষণ স্পর্শকাতর। এটা একটা ভয়ঙ্কর রোগ। আমরা এখানে এই রোগের বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছি। একইসঙ্গে আমরা অ্যালঝাইমার্স সোসাইটির পাশে থাকার জন্য অনুদানও তুলছি। যত অনুদান পাওয়া যাবে এই বিষয়ে প্রচুর গবেষণা করা যাবে। আমরা দেখেছি এই রোগের এখন নতুন ওষুধও মার্কেটে এসেছে। তাতে বিরাট প্রভাব তৈরি হতে পারে।’