David Warner: অবশেষে মিটল রহস্য, খোয়া যাওয়া ব্যাগি গ্রিন ফিরে পেলেন ডেভিড ওয়ার্নার!
১৩ বছর আগে ২০১১ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয়েছিল ওয়ার্নারের। তখনই পেয়েছিলেন সেই ব্যাগি গ্রিন। তা হারিয়ে ফেলে ইন্সটাতে পোস্ট করা ভিডিয়োতে ওয়ার্নার বলেছিলেন, 'প্লিজ কেউ যদি পেয়ে থাকেন, আমাকে ফিরিয়ে দিন। ওই টুপির সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। সিডনিতে শেষ টেস্ট খেলতে নামব। তার আগে ওই টুপিটা ফিরে পেলে জীবনের শেষ টেস্টে ওটা পরেই নামত পারব।'
সিডনি: দিন কয়েক আগে ইন্সটাগ্রামে ভিডিয়ো পোস্ট করে আর্জি রেখেছিলেন, তাঁর হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন কেউ যদি পেয়ে থাকেন, দয়া করে যেন ফিরিয়ে দেন। সিডনিতে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। বিদায়ী টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নেমেছেন বাঁ হাতি ওপেনার। প্রথম ইনিংসে রান পাননি। তার থেকেও বড় কথা হল, স্মৃতি বিজড়িত ব্যাগি গ্রিন ছাড়াই অবসর টেস্ট খেলতে নেমেছেন ওয়ার্নার। তবে আক্ষেপ আর থাকল না তাঁর। যে টেস্ট টুপি রহস্যজনক ভাবে হারিয়ে গিয়েছিল, সেই টুপি রহস্যজনক ভাবেই ফিরে এল। টিম হোটেলেই পাওয়া গিয়েছে তাঁর ব্যাকপ্যাক। ব্যাপারটা বেশ অবাক করা হলেও ওয়ার্নার যে খুশি হয়েছেন, সন্দেহ নেই।
১৩ বছর আগে ২০১১ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয়েছিল ওয়ার্নারের। তখনই পেয়েছিলেন সেই ব্যাগি গ্রিন। তা হারিয়ে ফেলে ইন্সটাতে পোস্ট করা ভিডিয়োতে ওয়ার্নার বলেছিলেন, ‘প্লিজ কেউ যদি পেয়ে থাকেন, আমাকে ফিরিয়ে দিন। ওই টুপির সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। সিডনিতে শেষ টেস্ট খেলতে নামব। তার আগে ওই টুপিটা ফিরে পেলে জীবনের শেষ টেস্টে ওটা পরেই নামত পারব।’ ওয়ার্নারের অবেগঘন আবেদনেই যে কাজ হয়েছে, সন্দেহ নেই। আর তাতে যে তীব্র খুশি হয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনারের টুপি খোয়া যাওয়া নিয়ে সারা দেশে চাঞ্চল্য পড়ে যায়। পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ পর্যন্ত বলেছিলেন, অস্ট্রেলিয়া সরকারের উচিত সারা দেশে চিরুনিতল্লাসি চালানো। যাতে ওই টুপিটা খুঁজে বের করা যায়।
পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে সিরিজের শেষ টেস্ট চলছে। অস্ট্রেলিয়া টিম সিডনির হোটেলে পা রাখার সময়ই ব্যাকপ্যাক খোয়া যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও জানা যায়নি, কী ভাবে হারিয়ে গেল ব্যাগটা। যে ভাবে হারিয়ে গিয়েছিল, সে ভাবেই ফিরে এসেছে ব্যাকপ্যাক। তার ভিতর পাওয়া গিয়েছে দুটো টুপি। একটা ওয়ার্নারের অভিষেকের সময়কার ব্যাগি গ্রিন। অন্যটা সাধারণ টুপি। কে নিয়েছিল ব্যাকপ্যাক, কে ফিরিয়ে দিয়েছে, তার কিছুই অবশ্য জানা যায়নি। অস্ট্রেলিয়া টিমের সিইও নিক হকলে বলেছেন, ‘ওয়ার্নারের টুপি ফিরে পাওয়া গিয়েছে। ওর কাছে এটা বিরাট শান্তির। যারা টুপিটা খোঁজার কাজে জড়িয়ে ছিল, তাদের ধন্যবাদ।’