Babar Azam: রোহিতদের দেখে শিখুক… হঠাৎ পাক ক্যাপ্টেনকে কী শিখতে বললেন দেশের প্রাক্তনী?
T20 World Cup 2024: বর্তমানে আইসিসি ব্যাটারদের টি-টোয়েন্টি ক্রমতালিকায় ৪ নম্বরে রয়েছেন। এ বারের বিশ্বকাপে তিনি ভালো পারফর্ম করতে পারলে আইসিসি ব়্যাঙ্কিংয়েও উন্নতি করার সুযোগ রয়েছে বাবর আজমের। পাকিস্তান আজ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে। তার আগে সে দেশের এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, বাবরের উচিত রোহিতদের থেকে একটা জিনিস শেখা।
কলকাতা: পাকিস্তান টিমের নেতা বাবর আজম (Babar Azam) প্রায়শই আলোচনায় থাকেন। ভারতের মাটিতে হওয়া গত বছরের ওডিআই বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট থেকে নেতৃত্ব ছেড়েছিলেন। কিন্তু এ বছরের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে ফের পাক টিমের পক্ষ থেকে বাবরকে দলের টি-২০ ক্যাপ্টেন বানানো হয়। পিসিবি প্রমাণ করেছে, তাদের আস্থা বাবরেই রয়েছে। এ বার বাবরের নিজেকে সফল ক্যাপ্টেন প্রমাণ করার পালা। বাবর আজম বর্তমানে আইসিসি ব্যাটারদের টি-টোয়েন্টি ক্রমতালিকায় ৪ নম্বরে রয়েছেন। এ বারের বিশ্বকাপে তিনি ভালো পারফর্ম করতে পারলে আইসিসি ব়্যাঙ্কিংয়েও উন্নতি করার সুযোগ রয়েছে বাবর আজমের। পাকিস্তান আজ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে। তার আগে সে দেশের এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, বাবর আজমের উচিত রোহিত-বিরাটদের থেকে কী ভাবে চাপ সামলাতে হয়, তা শেখা।
রবিবার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বেশ চাপেই থাকবেন বলে মনে করছেন প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ। সংবাদসংস্থা পিটিআইকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ বলেন, ‘৯ জুন ভারতের বিরুদ্ধে ম্যাচেই এখন ফোকাস। বাবর অনেক চাপে থাকবে। বিশ্বকাপ বলে নয়, ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য।’
সেখানেই থেমে না থেকে প্রাক্তন পাক ক্রিকেটার লতিফ বলেন, ‘বাবরকে চাপ সামলাতে শিখতে হবে। বিরাট ও রোহিতের কাছ থেকে এটা ওর শেখা উচিত। ওরা জানে কোনও ম্যাচে কী ভাবে চাপ সামলাতে হয়। ব্যাটার হিসেবে বাবর সেরা একজন হলেও, অধিনায়ক ও নেতা হিসেবে তাঁর অনেক কিছু শেখা বাকি আছে।’
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ভারতীয় বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদবের বিশেষ প্রশংসা করেছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে এগিয়ে দিতে পারেন, বলেও মনে করছেন লতিফ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কুলদীপ যাদব ভারতের এমন একজন প্লেয়ার যে সারা বিশ্বকাপে ফিট থাকলে যে কোনও ব্যাটারকে সমস্যায় ফেলতে পারে। ও ভারতের মূল বোলার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলারও। বর্তমানে ও যে ফর্মে রয়েছে এবং ওর যে পরিসংখ্যান, তাতে ভারত ৯ জুনে সুবিধাই পাবে।’