Virat Kohli: ‘বাবর বিশ্বসেরা, ওর ব্যাটিং উপভোগ করি’; মহারণের আগে বিরাট প্রশংসা

ফর্ম নিয়ে সমালোচনায় জর্জরিত কোহলির সমর্থনে টুইট করেছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। যার জবাবে কোহলি তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন। বাবরের জন্য শুভকামনাও করেন।

Virat Kohli: 'বাবর বিশ্বসেরা, ওর ব্যাটিং উপভোগ করি'; মহারণের আগে বিরাট প্রশংসা
মাটির মানুষImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2022 | 10:17 PM

দুবাই: এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের দুই সেরা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ও বাবর আজম (Babar Azam)। বিরাট গত একদশক ধরে বাইশ গজে দাপিয়ে বেড়াচ্ছেন। গত ২-৩ বছর ধরে বিরাটের ব্যাট প্রত্যাশা না রাখতে পারলেও বাবর আজম যেন সাফল্যের শিখর ছুঁয়েছেন। অনেকেই বিরাট ও বাবরের তুলনা টেনে আনেন। আবার কিছু মানুষ আছেন যাঁরা এই তুলনায় বিরক্ত। যাই হোক না কেন, চর্চায় থাকেন দু’জনই। এশিয়া কাপে রবিবার ফের একবার আমনে সামনে বিশ্বের এই দুই চর্চিত ব্যাটার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে বাবরকে নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন বিরাট। পাক অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। ইন্দো-পাক (India vs Pakistan) মহারণের আগে বিরাট প্রশংসা বাবরকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে।

এশিয়া কাপের আগে বিরাট-বাবরের সাক্ষাতের ছবি, ভিডিও ইন্টারনেটে হু হু করে ছড়িয়েছিল। বাবরের সঙ্গে হাত মিলিয়ে তাঁর পিঠ চাপড়ে দেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। নেটিজেনরা বলছেন, বড় খেলোয়াড়রা বোধহয় এমনই হন। ডাউন টু আর্থ। স্টারডম সরিয়ে রেখে মাটির মানুষ হয়ে অন্যদের সঙ্গে মিশে যাওয়ার গুণ বিরাটের মধ্যে রয়েছে। সেই মানুষটিই আবার বাবরের ব্যবহার আচরণে মুগ্ধ। সাক্ষাৎকারে বিরাট বলেছেন, “আমার ও বাবরের প্রথম দেখা হয়েছিল ২০১৯ সালের বিশ্বকাপের ম্যাচের পর। ইমাদ এবং আমি অনূর্ধ্ব ১৯ টিমের হয়ে খেলতাম। ও বাবরকে আমার কাছে নিয়ে আসে। আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করি। প্রথমদিনই ওর ব্যবহারে সম্মান দেখেছি। সেটা এখনও বদলায়নি। এখন ও হয়তো সবরকম ফরম্যাটে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটার। লাগাতার ভালো পারফরম্যান্স করে যাচ্ছে।”

কোহলি বলেন, “ওর মধ্যে দারুণ প্রতিভা আছে। ওর ব্যাটিং দেখতে ভালো লাগে। এখন ও রানের পাহাড় তৈরি করছে। প্রতিটি ম্যাচেই ভালো খেলছে। তা সত্ত্বেও আমার প্রতি বাবরের ব্যবহারে কোনও পরিবর্তন হয়নি। বোঝাই যায় ও এভাবেই মানুষ হয়েছে। মাটির সঙ্গে জুড়ে থাকা মানুষদের ব্যবহারেই সেই ইঙ্গিত পাওয়া যায়। ওর সঙ্গে দেখা করে শুভ কামনা জানিয়েছি।”