Babar Azam: প্রতিবাদে হল কাজ, জুয়া কোম্পানির লোগো ছাড়াই মাঠে পাক অধিনায়ক বাবর আজম

LPL 2023: লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কলম্বো স্ট্রাইকার্স ও জাফনা কিংস। সেই ম্যাচে কলম্বোর সব ক্রিকেটারের জার্সিতে বেটিং কোম্পানির লোগো থাকলেও বাবর আজমের জার্সিতে তা নজরে পড়েনি।

Babar Azam: প্রতিবাদে হল কাজ, জুয়া কোম্পানির লোগো ছাড়াই মাঠে পাক অধিনায়ক বাবর আজম
Babar Azam: প্রতিবাদে হল কাজ, জুয়া কোম্পানির লোগো ছাড়াই মাঠে পাক অধিনায়ক বাবর আজম Image Credit source: Babar Azam Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 7:23 PM

কলম্বো: স্পনসরদের লোগো থাকবে জার্সিতে। এমনটা আজকাল স্বাভাবিক। কিন্তু চলতি লঙ্কা প্রিমিয়ার লিগে (Lanka Premier League) দেখা যাচ্ছে অন্য ছবি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) আগেই জানিয়েছিলেন, একটি শর্তেই তিনি এলপিএলে খেলবেন। তা হল তিনি এলপিএলে যে টিমের হয়ে খেলবেন, অর্থাৎ কলম্বো স্ট্রাইকার্স টিমে তিনি যে জার্সি (Jersey) পরবেন, তাতে থাকা চলবে না কোনও জুয়া কোম্পানির লোগো। তাঁর প্রতিবাদ কাজে লেগেছে। জুয়া কোম্পানির লোগো ছাড়াই লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে নেমেছেন বাবর আজম। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজকাল দেখা যায় একাধিক টি-২০ লিগে বেটিং কোম্পানি স্পনসর হিসেবে থাকে। তবে নিজের জার্সিতে কোনও জুয়া কোম্পানির লোগো দেখতে চান না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাই তিনি এলপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজি কলম্বো স্ট্রাইকার্সের কাছে জার্সিতে জুয়া কোম্পানির লোগো না রাখার অনুরোধ জানান। বাবরের কথা রেখেছে কলম্বো স্ট্রাইকার্স।

এলপিএলের উদ্বোধনী ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে ফিল্ডিং বাছে কলম্বো স্ট্রাইকার্স। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে জাফনা কিংস। ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই ১৫২ রানে গুটিয়ে যায় কলম্বো। ফলে ২১ রানে ম্যাচ জিতে নেয় জাফনা। উল্লেখ্য, এই ম্যাচে ৮ বলে ৭ রান করেন বাবর আজম।

প্রসঙ্গত, এই স্পনসরের লোগো নিয়ে কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট প্রেমীরা ক্ষোভ উগরে দিয়েছিলেন। কারণ, ওয়েস্ট ইন্ডিজ সফরে আসার কয়েকদিন আগেই ভারতের জার্সির প্রধান স্পনসর হিসেবে ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ ড্রিম ১১ এর সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই। তাই এখন ভারতীয় টিমের জার্সিতে জ্বলজ্বল করে লাল রংয়ের DREAM 11 লেখাটি। যা অনেক ক্রিকেট প্রেমীর চোখকে আরাম দেয়নি।