আইপিএলে নতুন দল ? দীপাবলির পর চুড়ান্ত সিদ্ধান্ত

২০২১ সালের আইপিএলে ফ্রাঞ্চাইজি সংখ্যা বাড়তে চলেছে। একটি বা দুটি নতুন দল অংশগ্রহণ করতে পারে আগামী বছরের লিগে। দীপাবলির পরই এই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ডাকা হবে নতুন দলের টেন্ডর।

আইপিএলে নতুন দল ? দীপাবলির পর চুড়ান্ত সিদ্ধান্ত
২০২১ সালের আইপিএলে ফ্রাঞ্চাইজি সংখ্যা বাড়তে চলেছে। একটি বা দুটি নতুন দল অংশগ্রহণ করতে পারে আগামী বছরের লিগে। দীপাবলির পরই এই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ডাকা হবে নতুন দলের টেন্ডর।
Follow Us:
| Updated on: Nov 21, 2020 | 10:46 AM

TV9 বাংলা ডিজিটাল – করোনা আবহের মাঝেও সফল ভাবে আইপিএল আয়োজন করে খুশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আগামী বছরের আইপিএল হবে নির্দিষ্ট সময়েই। একই সঙ্গে বোর্ডের অন্দর মহল থেকে খবর, ২০২১ সালের আইপিএলে ফ্রাঞ্চাইজি সংখ্যা বাড়তে চলেছে। একটি বা দুটি নতুন দল অংশগ্রহণ করতে পারে আগামী বছরের লিগে। দীপাবলির পরই এই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ডাকা হবে নতুন দলের টেন্ডর।

আইপিএলে নতুন ফ্রাঞ্চাইজি কিনতে একাধিক সংস্থা আগ্রহী। আদানি গোষ্ঠি, টাটা গ্রুপ, আরপিজি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, ব্যাঙ্কার উদয় কোটাকও আইপিএলে টিম কেনার ব্যপারে উৎসাহ দেখিয়েছেন। এখন বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে একটি নাকি দুটি নতুন দল আগামী আইপিএলে অংশ নেবে। যদি দুটি নতুন দল অংশ নেয় সেক্ষেত্রে মেগা নিলামের ব্যবস্থাও করতে হবে। সব মিলিয়ে আগামী আইপিএলের ব্লু প্রিন্ট তৈরিতে ব্যস্ত বোর্ড কর্তারা।

আগামী বছর আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা মার্চের শেষ বা এপ্রিলের শুরু থেকে। নতুন দল নেওয়ার কথা হলেও হাতে সময় যে খুবই কম। দীপাবলির পর নতুন দল নেওয়ার টেন্ডার প্রকাশ পাবে। তারপর একটি বা দুটি নতুন ফ্রাঞ্চাইজির নাম প্রকাশ হবে। তারপর হবে মেগা নিলাম পর্ব। এই অল্প সময়ে তাই ফ্রাঞ্চাইজিরা কি ভাবে দল গুছিয়ে নেবেন সেটাই ভাবনার বিষয়। পাশাপাশি নতুন দল নেওয়া হলে ম্যাচের সংখ্যাও বাড়বে। ফলে আইপিএলের সময়ও বাড়াতে হবে। কিন্তু আন্তর্জাতিক ক্যালেন্ডারের দিকে তাকালে সেটা খুব একটা সহজ হবে না। তাই সব মিলিয়ে বেশ কয়েকটি দিক নিয়েই ভাবনা চিন্তা করতে হচ্ছে বোর্ড কর্তাদের।