Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: আগামী আইপিএলের রিটেনশন প্রক্রিয়া শুরু! আর কী নিয়ম?

Indian Premier League News: মাসের শেষেই ফ্র্যাঞ্চাইজি কর্ণধারদের সঙ্গে মিটিং রয়েছে বোর্ডের। এরপরই রিটেনশন সংখ্যা জানানো হবে বলে খবর। বোর্ডের ভারপ্রাপ্ত সিইও এবং আইপিএলের দায়িত্বে থাকা হেমাং আমিন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন।

IPL 2025: আগামী আইপিএলের রিটেনশন প্রক্রিয়া শুরু! আর কী নিয়ম?
Image Credit source: IPL
Follow Us:
| Updated on: Jul 03, 2024 | 10:05 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলি অনুরোধ করেছিল, যাতে আগামী তিন মরসুমের জন্য প্লেয়ার রিটেনশনের সংখ্যা বাড়ানো হয়। ২০২১ সালে বোর্ডের তরফে বলা হয়েছিল, সর্বাধিক চারজন প্লেয়ারকে রিটেন করা যাবে। এর মধ্যে শর্ত, তিনজনের বেশি ভারতীয় কিংবা দু-জনের বেশি বিদেশি ক্রিকেটার রিটেন করা যাবে না। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে বেশির ভাগই অনুরোধ করেছিল, রিটেনশনের সংখ্যা বাড়ানোর জন্য।

রিটেনশন পলিসি নিয়ে কাজ শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ মাসের শেষেই ফ্র্যাঞ্চাইজি কর্ণধারদের সঙ্গে মিটিং রয়েছে বোর্ডের। এরপরই রিটেনশন সংখ্যা জানানো হবে বলে খবর। বোর্ডের ভারপ্রাপ্ত সিইও এবং আইপিএলের দায়িত্বে থাকা হেমাং আমিন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। আগামী তিন সংস্করণে স্যালারি ক্যাপ এবং নিয়ম নিয়ে নিজেদের মত দিয়েছেন।

আগামী মরসুমে মেগা অকশন হতে চলেছে। আগেভাগেই সিদ্ধান্ত নিতে চাইছে ভারতীয় বোর্ড। ২০২১ সালের অকশনে রাইট টু ম্যাচ (RTM) কার্ড ব্যবহার হয়নি। আগামী আইপিএলে রিটেনশন পলিসির সঙ্গে এই কার্ডের ব্য়বহার হবে কিনা, তা নিয়েও আলোচনা হবে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, বেশির ভাগ ফ্র্য়াঞ্চাইজি অনুরোধ করেছে ৫-৭ জন ক্রিকেটারকে রিটেনশনের অনুমতি দেওয়া হোক। এমনকি আটজনকে রিটেন করারও অনুরোধ এসেছে।

অনেক ফ্র্যাঞ্চাইজি আবার অনুরোধ করেছে, রিটেনশন পলিসিই তুলে দেওয়া হোক! সেটা তুলে দিলে শুধুমাত্র RTM কার্ড ব্যবহারের সুযোগ থাকুক। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, কী সিদ্ধান্ত নেওয়া হল তা খোলসা করা হবে কর্ণধারদের সভায়।