RANJI TROPHY : এ বছরে নয়, নতুন বছরে রঞ্জি ট্রফি
গত মরসুমে করোনার জেরে হয়নি রঞ্জি ট্রফি। এবার থেকে ফের শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। আগামি ৫ ই জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট।
মুম্বইঃ ঘোষিত হল রঞ্জি ট্রফির সূচি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নভেম্বর থেকে নয়, আগামি বছরের শুরু থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। আগামি ৫ই জানুয়ারি থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। ঘোষণা হয়েছে বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্ট ট্রফির সূচিও।
গত মরসুমে করোনার জেরে হয়নি রঞ্জি ট্রফি। এবার থেকে ফের শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। আগামি ৫ ই জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। এর আগে ১৬ই নভেম্বর থেকে শুরু হত রঞ্জি ট্রফি। এবার দেড় মাস পিছিয়ে দেওয়া হল রঞ্জি ট্রফি। সূচি বদলের সঙ্গে বদলানো হয়েছে মট ৩৮টি দল নিয়ে হবে রঞ্জি ট্রফি। ৫টি গ্রপ হবে এলিট গ্রুপের জন্য। একটি প্লেট গ্রুপ। এলিট গ্রুপের প্রতিটিতে থাকবে ৬টি করে দল। আর প্লেট গ্রুপে থাকবে ৮টি দল। গ্রুপের ১ নম্বর দলগুলি সরাসরি যোগ্যতা অর্জন করবে কোয়ার্টার ফাইনালে। পাঁচটি এলিট গ্রুপের রানার্স ৫টি দল ও প্লেট গ্রুপের ১ নম্বর দলরা খেলবেন প্রি কোয়ার্টার ফাইনাল। ৬টি দলের মধ্যে ৩টি দল যোগ্যতা অর্জন করবে কোয়ার্টার ফাইনালের জন্য। এই মরসুমের রঞ্জি ট্রফি শেষ হবে ২০শে মার্চ।
অন্যদিকে সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্ট ট্রফি হবে ২৭শে অক্টোবর থেকে ২২শে নভেম্বর। অর্থাৎ আইপিএলের পরপরই শুরু হবে এই টুর্নামেন্ট। আর তারপরেই রয়েছে বিজয় হাজারে ট্রফি। এই টুর্নামেন্ট হবে ১ থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত। রঞ্জি ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলি যাতে পর্যাপ্ত প্রস্তুতির সময় পান এই কোভিড পরিস্থিতিতে, সেজন্যই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার পরিকল্পনা বলে মত বোর্ডকর্তাদের একাংশের।