Chris Cairns Health: সুস্থ হচ্ছেন ক্রিস কেয়ার্নস, হার্ট সার্জারির পর বন্ধ লাইফ সাপোর্ট
কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক হাসপাতালে লাইফ সাপোর্টে (Life Support) রাখা হয়েছিল তাঁকে। সেখানে বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর তাঁকে সিডনির হাসপাতালে স্থানন্তিরত করা হয়।
মেলবোর্ন: সুস্থ হয়ে উঠছেন নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস (Chris Cairns)। সিডনির হাসপাতালে হার্টের অস্ত্রোপচারের (heart surgery) পর লাইফ সাপোর্ট (Life Support) বন্ধ করে দেওয়া হয়েছে ক্রিসের। তবে আপাতত তিনি হাসপাতালেই রয়েছেন।
কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক হাসপাতালে লাইফ সাপোর্টে (Life Support) রাখা হয়েছিল তাঁকে। সেখানে বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর তাঁকে সিডনির হাসপাতালে স্থানন্তিরত করা হয়। সেখানে ফের ক্রিসের হার্টের জরুরি অস্ত্রোপচার করা হয়। তারপর তাঁকে এখন আর লাইফ সাপোর্টে রাখতে হচ্ছে না। প্রাক্তন কিউয়ি অলরাউন্ডারের আইনজীবী অ্যারন লয়েড এক বিবৃতিতে বলেন, “আমি এটা জানাতে পেরে খুশি হচ্ছি যে ক্রিসের লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সিডনির হাসপাতাল থেকে তাঁর পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ করতে পেরেছেন।”
ক্রিসের আইনজীবী অ্যারন আরও বলেন, “তিনি এবং তাঁর পরিবার সকলের সমর্থন ও শুভকামনার জন্য এবং তাঁদের গোপনীয়তা রক্ষা করার জন্য প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তাঁরা এ বার ক্রিসের আরোগ্যর দিকে ফোকাস করবে। সেখানেও গোপনীয়তা বজায় রাখার কথা বলছেন ক্রিসের পরিবার।”