IPL: মেগা নিলাম, আইপিএলের ব্লু প্রিন্ট নিয়ে কী বলছে বিসিসিআই, জেনে নিন
জেনে নেওয়া যাক কী কী পরিবর্তন হতে চলেছে আসন্ন আইপিএলে (IPL)...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ১৫তম সংস্করণের ব্লু প্রিন্ট (Blue Print) তৈরির কাজ সেরে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আইপিএলের (IPL) মেগা নিলাম (Mega Auction), দুই নতুন দলের সংযুক্তিকরণ, ক্রিকেটারদের বেতনবৃদ্ধি সংক্রান্ত একাধিক বিষয়ের চূড়ান্ত পরিকল্পনা সেরে নিয়েছে সৌরভের বোর্ড। এমন খবরই শোনা যাচ্ছে। জেনে নেওয়া যাক কী কী পরিবর্তন হতে চলেছে আসন্ন আইপিএলে…
১. দুটি নতুন দল আসছে – আইপিএল-১৪ শুরু হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল পরের মরসুমে আরও দুটি দল যুক্ত হতে চলেছে ভারতের কোটিপতি ক্রিকেট লিগে। খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন দুই দলের অন্তর্ভূক্তিকরণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে বিসিসিআই সূত্রের খবর।
২. কবে থেকে শুরু হবে প্রক্রিয়া – অগস্টের মাঝামাঝি সময় থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সৌরভের বোর্ড। অগস্টে বিসিসিআইয়ের তরফে নতুন দুই ফ্রাঞ্চাইজির টেন্ডার প্রকাশ করা হবে। চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে বিডিংয়ের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সময় আরব আমিরশাহিতে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ হওয়ার কথা। চলতি বছরের ডিসেম্বরে মেগা নিলাম (IPL Mega Auction) আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। বোর্ড সূত্রের খবর অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময় আইপিএলের নতুন মিডিয়া রাইটসের জন্য টেন্ডারের তথ্য প্রকাশ করবে বলে বিসিসিআই।
৩. টেন্ডার ফেলতে আগ্রহী কারা – জানা যাচ্ছে ২০২২ সালের আইপিএলে আসতে চলা দুই নতুন দলের নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে কলকাতার আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, আমদাবাদের আদানি গ্রুপ, হায়দরাবাদের অরবিন্দ ফার্মা লিমিটেড, গুজরাতের টরেন্ট গ্রুপ বিড করতে পারে বলে। এছাড়াও কয়েকটি অন্যান্য কর্পোরেট সংস্থা এবং কিছু বেসরকারি ইক্যুইটি এবং বিনিয়োগের পরামর্শ প্রদানকারী সংস্থাগুলি এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি হওয়ার ব্যাপারে আলোচনায় ব্যস্ত রয়েছে।
৪. বেতনে বড় সড় পরিবর্তনের ভাবনা – ২০২২ সালের আইপিএলে সবকটি ফ্র্যাঞ্চাইজির বেতনের পরিমাণ ৮৫ কোটি থেকে বাড়িয়ে ৯০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। আইপিএল-১৫-র মেগা নিলামে ক্রিকেটার কেনার ক্ষেত্রে বেতন তহবিল থেকে অন্তত ৭৫ শতাংশ অর্থ খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। ২০২২ থেকে আগামী তিন বছরে আইপিএলের প্রতি মরসুমে বেতন তহবিল ৫ কোটি টাকা করে বাড়ানো হবে বলে জানা যাচ্ছে। মেগা নিলামের আগে প্রতিটি দল সর্বাধিক ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। ওই চার ক্রিকেটারের মধ্যে দু’জন ভারতীয়, দু’জন বিদেশি কিংবা তিন জন ভারতীয়, একজন বিদেশি এই নীতি মেনে চলতে হবে।
আরও পড়ুন: ২০২২ সাল থেকে ১০ দলের আইপিএল