The Ashes : স্মিথের ক্যাচ নিয়ে হুঁশ খোয়ালেন স্টোকস, হার্শেল গিবসের মতো ভুল

অ্যাসেজের পঞ্চম টেস্টের শেষদিনে ঘটল এমন ঘটনা যা মনে করিয়ে দিল ১৯৯৯ সালের বিশ্বকাপে হার্শেল গিবসের কথা। ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস এমন কাণ্ড ঘটালেন যা গিবস ঘটিয়েছিলেন।

The Ashes : স্মিথের ক্যাচ নিয়ে হুঁশ খোয়ালেন স্টোকস, হার্শেল গিবসের মতো ভুল
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 12:15 AM

লন্ডন :  দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হার্শেল গিবসকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে গণ্য করা হয়। ১৯৯৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলছিল। অজি ক্যাপ্টেন স্টিভ ওয়ার ক্যাচ ধরেন গিবস। ক্যাচ নিয়েই আনন্দের চোটে উপরের দিকে ছুঁড়তে গিয়ে গিবসের হাত থেকে বল পড়ে যায়। বল ফিল্ডারের পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকায় স্টিভ ওয়া নট আউট থেকে যান। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজেও তেমনই ঘটনা দেখা গেল। ওভালে অ্যাসেজের (Ashes Series 2023) পঞ্চম টেস্ট চলাকালীন একই ভুল করলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস (Ben Stokes)। তাঁর ভুলে অল্পের জন্য বেঁচে গেলেন স্টিভ স্মিথ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওভালে অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট চলছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। সোমবার ম্যাচের শেষ দিনে উইকেটে ছিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক স্টিভ স্মিথ। ৬৬তম ওভারে মঈন আলির বল স্মিথের গ্লাভসে লেগে লেগ স্লিপের দিকে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা ইংরেজ অধিনায়ক বেন স্টোকস এক হাতে হাওয়ায় উড়তে থাকা বলটি ধরেন। কিন্তু স্টোকস অতিরিক্ত আনন্দের চোটে হাত বাতাসে ছুঁড়ে বল উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁর পায়ে আঘাত লাগে। যে কারণে বলটি হাত থেকে বেরিয়ে যায়।

বল হাত থেকে বেরিয়ে যাওয়ার পর আউটের আবেদন করেননি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিনি জানতেন যে ভুল হয়েছে। কিন্তু সতীর্থদের চাপে তিনি ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন। রিপ্লে দেখা যায় বলের উপর স্টোকসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। যে কারণে স্টিভ স্মিথকে নট আউট ঘোষণা করে দেওয়া হয়।