Cricket World Cup : বিরাট ধাক্কা খেল কিউয়িরা, উইলিয়ামসনের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাইকেল ব্রেসওয়েল

Michael Bracewell: গত মাসে ভারতের মাটিতে হওয়া আইপিএলেও খেলে গিয়েছেন কিউয়ি অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। তারপরই তিনি চলে যান ইংল্যান্ডে। সেখারকার ঘরোয়া টি-২০ ব্লাস্টে খেলতে গিয়ে ওরচেস্টারশায়ারের হয়ে খেলতে গিয়ে চোট পান তিনি।

Cricket World Cup : বিরাট ধাক্কা খেল কিউয়িরা, উইলিয়ামসনের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাইকেল ব্রেসওয়েল
বিরাট ধাক্কা খেল কিউয়িরা, উইলিয়ামসনের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাইকেল ব্রেসওয়েলImage Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 1:32 PM

নয়াদিল্লি : ওডিআই বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল নিউজিল্যান্ড (New Zealand)। চোটের কারণে আগেই ৫০ ওভারের বিশ্বকাপ (ICC Cricket World Cup) থেকে ছিটকে গিয়েছেন কিউয়ি নেতা কেন উইলিয়ামসন। এ বার বিদেশি টি-২০ ক্রিকেট লিগে খেলতে গিয়ে চোটের কবলে নিউজিল্যান্ডের এক তারকা অলরাউন্ডার। গত মাসে ভারতের মাটিতে হওয়া আইপিএলেও খেলে গিয়েছেন এই ক্রিকেটার। তারপরই তিনি চলে যান ইংল্যান্ডে। সেখারকার ঘরোয়া টি-২০ ব্লাস্টে খেলতে গিয়ে ওরচেস্টারশায়ারের হয়ে খেলতে গিয়ে চোট পান মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell)। গত ৯ জুন ইয়র্কশায়ারের বিরুদ্ধে খেলতে গিয়ে অ্যাকিলিসে চোট পেয়েছিলেন ব্রেসওয়েল। এই চোটই তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আগামী কাল, বৃহস্পতিবার মাইকেল ব্রেসওয়েলের অস্ত্রোপচার হবে। এই পরিস্থিতিতে তাঁর ওডিআই বিশ্বকাপে আর খেলা হবে না। যা বেশ চাপে ফেলল কিউয়িদের। এই অস্ত্রোপচারের পর প্রায় ৬-৮ মাস তাঁকে রিহ্যাব করতে হবে। আর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ রয়েছে অক্টোবর-নভেম্বরে। ফলে সেই সময় ব্রেসওয়েলের সুস্থ হয়ে ওঠার সম্ভবনা নেই।

ওডিআই বিশ্বকাপ থেকে মাইকেল ব্রেসওয়েলের ছিটকে যাওয়ার ফলে হতাশ নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, ‘চোট পাওয়া ক্রিকেটারের প্রতি আমরা সকলেই সমব্যথী। বিশেষত যখন সে বিশ্ব পর্যায়ের এক টুর্নামেন্টে খেলতে পারবে না। মাইকেল ব্রেসওয়েল দলের এক গুরুত্বপূর্ণ সদস্য। ওর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর ব্ল্যাকক্যাপসের হয়ে ১৫ মাস দারুণ ক্রিকেট খেলেছে। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই আমরা ওর প্রতিভার প্রমাণ পেয়েছি। ভারতে হতে চলা বিশ্বকাপের জন্য ও প্রস্তুতি নিচ্ছিল। মাইকেল নিজেও ভীষণ হতাশ। তবে একইসঙ্গে ও বুঝতে পেরেছে যে চোট খেলাধুলারই অঙ্গ। তাই ও এ বার নিজের রিহ্যাবে নজর দিচ্ছে।’

সার্জারির পর মেডিকেল টিমের পক্ষ থেকে সবুজ সঙ্কেত পেলে তারপর দলে ফিরতে পারবেন ব্রেসওয়েল। উল্লেখ্য, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও পারদর্শী মাইকেল ব্রেসওয়েল। তাঁর অলরাউন্ড ক্ষমতা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছে। এখনও অবধি দেশের হয়ে ৮টি টেস্টে ২৪টি উইকেট নিয়েছেন এবং ২৫৯ রান করেছেন। ওডিআই ও টি-২০ ক্রিকেটে যথাক্রমে ১৫টি ও ২১টি উইকেট নিয়েছেন এবং এই দুই ফর্ম্যাটে ব্রেসওয়েল করেছেন ৫১০ ও ১১৩ রান।