Gautam Gambhir : পান মশলার বিজ্ঞাপন! কী শিখবে বাচ্চারা? কপিল-সানিকে ধুয়ে দিলেন গম্ভীর
১৬তম আইপিএল চলাকালীন কপিল-গাভাসকরদের একাধিকবার পান মশলার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। যা লক্ষ লক্ষ ক্রিকেট ভক্তদের মনে আলোড়ন তুলেছিল। যাঁদের এত মানুষ আদর্শ মনে করেন, তাঁরা কীভাবে পান মশলার বিজ্ঞাপন করছেন? এ বার পান মশলার বিজ্ঞাপনে কাজ করার জন্য কোনও ক্রিকেটারের আলাদা করে নাম না করে বিঁধলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর।
নয়াদিল্লি : একদিনে কেউ কিংবদন্তি হয়ে ওঠেন না। তার জন্য দীর্ঘ সময় লাগে। কোনও ক্রিকেটার নিজেকে যদি এমন জায়গায় নিয়ে যেতে পারেন যে তাঁকে দেখে অনুপ্রেরণা পাবেন বাকিরা, তার থেকে ভালো কিছু হয় না। তাঁরা হাজার হাজার তরুণ ক্রিকেটারের আদর্শ। তাঁদের দেখে লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হয়। সেই তাঁরাই এ বার কোটি কোটি মানুষকে হতাশ করেছেন। ভারতকে ৮৩-র বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব (Kapil Dev) থেকে শুরু করে কিংবদন্তি সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar) সদ্য দেখা গিয়েছে পান মশলার বিজ্ঞাপন করতে। এই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ, ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের মতো তারকারাও। ১৬তম আইপিএল চলাকালীন কপিল-গাভাসকরদের একাধিকবার পান মশলার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। যা লক্ষ লক্ষ ক্রিকেট ভক্তদের মনে আলোড়ন তুলেছিল। যাঁদের এত মানুষ আদর্শ মনে করেন, তাঁরা কীভাবে পান মশলার বিজ্ঞাপন করছেন? এ বার পান মশলার বিজ্ঞাপনে কাজ করার জন্য কোনও ক্রিকেটারের আলাদা করে নাম না করে বিঁধলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনারের কথায়, কিংবদন্তি ক্রিকেটারদের এমন আচরণ তাঁর কাছে অত্যন্ত বিরক্তিকর ও হতাশাজনক। এমতাবস্থায় টুইটারে অনেকেই দাবি তুলেছেন, অতীতে তা হলে কেন গৌতম রয়্যাল অ্যান্ড স্ট্যাগের বিজ্ঞাপন করেছেন? তখন কী গৌতম ভাবেননি তিনি তরুণ প্রজন্মকে কী শেখাচ্ছেন? তাই কপিল-সানিদের দিকে আঙুল তোলার আগে তাঁর উচিত ছিল, অতীতে যা করেছেন তিনি তার জন্য ক্ষমা চেয়ে নেওয়া। এমনই মত নেটিজ়েনদের। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেন, ‘আমি কখনও ভাবতেও পারিনি যে, একজন ক্রিকেটার পান মশলার বিজ্ঞাপন করছেন। এই বিষয়টি অত্যন্ত বিরক্তিকর এবং হতাশাজনক। তাই আমি বলব যে, দেখে শুনে সকলের নিজের আদর্শকে বেছে নেওয়া দরকার। নাম দিয়ে মানুষের পরিচিতি হয় না, কাজটাই হল গুরুত্বপূর্ণ। কোটি কোটি বাচ্চারাও তোমাদের দেখছে। টাকা এতটাও গুরুত্বপূর্ণ নয় যে, শেষ পর্যন্ত পান মশলার বিজ্ঞাপন করতে হবে। এ ছাড়াও আরও অনেক ভাবে টাকা উপার্জন করা যায়। এই ধরণের কাজের জন্য বিশাল অর্থের প্রস্তাব ছেড়ে দেওয়ার সাহস দেখাতে হবে।’
নিজের উদাহরণ দিয়ে গৌতম জানান, অতীতে তাঁকে পান মশলার বিজ্ঞাপন করার জন্য ৩ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু নিজের আদর্শ মেনে সেই প্রস্তাব গ্রহণ করেননি গম্ভীর। একইসঙ্গে গৌতম এই প্রসঙ্গে সচিন তেন্ডুলকরের উদাহরণও তুলে ধরেন। তিনি বলেন, ‘সচিন তাঁর বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এই ধরণের বিষয় থেকে দূরে থাকবেন। একটি তামার কোম্পানির মুখ হওয়ার জন্য তিনি ২০-৩০ কোটি টাকা পেয়েছিলেন। কিন্তু তিনি বাবাকে দেওয়া কথা রেখেছেন। তাই তিনি কোটি কোটি মানুষের রোল মডেল।’