ICC ODI World Cup: রোহিত থেকে বিরাট, আইসিসির সেরার তালিকায় জয়জয়কার ভারতের

Rohit Sharma-Virat Kohli: এক যুগ পর ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ এসেছিল ভারতের কাছে। তবে শেষ রক্ষা হল না। শেষ হল এ বারের বিশ্বকাপ। এই সফরটাকে আরও একটু স্মরনীয় করে রাখার জন্য আইসিসির বিশেষ উদ্য়োগ। আইসিসির পক্ষ থেকে বিশ্বকাপের সেরা একাদশকে বেছে নেওয়া হয়েছে। যাতে জয়জয়কার ভারতের। কোন ভারতীয় তারকারা রয়েছেন আইসিসির সেরার তালিকায়?

ICC ODI World Cup: রোহিত থেকে বিরাট, আইসিসির সেরার তালিকায় জয়জয়কার ভারতের
আইসিসির সেরা একাদশ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 8:18 PM

আমেদাবাদ: তীরে এসে ডুবল তরী।অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে শেষ হল ভারতের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) স্বপ্ন। এক যুগ পর ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ এসেছিল ভারতের সামনে। তবে শেষ রক্ষা হল না। শেষ হল এ বারের বিশ্বকাপ। এই সফরটাকে আরও একটু স্মরণীয় করে রাখার জন্য আইসিসির বিশেষ উদ্য়োগ। আইসিসির পক্ষ থেকে বিশ্বকাপের সেরা একাদশকে বেছে নেওয়া হয়েছে। যাতে জয়জয়কার ভারতের। কোন ভারতীয় তারকারা রয়েছেন আইসিসির সেরার তালিকায়? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তেইশের বিশ্বকাপে আইসিসির বিচারে সেরা  একাদশের তালিকা-

  1. সেরার তালিকায় প্রথমেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে। গোটা টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স এই প্রোটিয়া তারকার।
  2. আইসিসির নজরে সেরা অধিনায়ক রোহিত শর্মা। গোটা টুর্নামেন্টে ৫৯৭ রান করেছেন হিটম্যান। তাঁর নেতৃত্বেই ১০ ম্যাচ জিতেছে ভারত।
  3. আইসিসির বাছাইয়ে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তেইশের বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন কোহলি। এই বিশ্বকাপে সর্বাধির রানের রেকর্ড (৭৬৫) বিরাটের দখলে।
  4. আইসিসির তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কিউয়ি তারকা ড্যারল মিচেল। ৯ ইনিংস খেলে ৫৫২ রান সংগ্রহ করছেন মিচেল। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মিচেল।
  5. তেইশের বিশ্বকাপে দলকে এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কেএল রাহুল। আইসিসির সেরার তালিকায় পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন রাহুল।
  6. রাহুলের পরে এই তালিকায় রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের নাম। তেইশের বিশ্বকাপে ২০১* রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দেন ম্যাক্সি।
  7. আইসিসির সেরার তালিকায় সপ্তমে রয়েছে রবীন্দ্র জাডেজার নাম। শুরু থেকেই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাডডু।
  8. আইসিসির বাছাইয়ে অষ্টমে উঠে এসেছে জসপ্রীত বুমরার নাম। নতুন বলে বুমরার পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়।
  9. তেইশের বিশ্বকাপে ছাপ ফেলেছেন লঙ্কান তারকা দিলশন মধুশঙ্কা। মোট ২১ টি উইকেট তুলে নিয়েছেন তিনি। সেরার তালিকায় নবম স্থানে রয়েছেন মধুশঙ্কা।
  10. এরপরই রয়েছে অজি তারকা অ্যাডাম জাম্পার নাম। বিশ্বকাপে জাম্পার শিকার ২৩ উইকেট। আইসিসির বিচারে দশম স্থানে রয়েছেন জাম্পা।
  11. বোলারদের দাপটে এ বারের সেরার সেরা মহম্মদ সামি। তেইশের বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে চর্চায় সামি। আইসিসির বাছাইয়ে একাদশে স্থান পেয়েছেন তিনি।