ICC World Cup 2023: ‘হার খেলারই অঙ্গ’, মনে করিয়ে বিরাট-রোহিতদের পাশে দাঁড়ালেন সচিন

India vs Australia, ICC World Cup 2023: তেইশের বিশ্বকাপে সেমিফাইনাল অবধি সবচেয়ে সফল দল ছিল ভারত। ফাইনালের মঞ্চে সেরাটা উজাড় করে দিতে পারল না টিম ইন্ডিয়া। বিশ্বকাপ ফাইনালে প্রথমে তো টস হারেন রোহিত শর্মা। সর্বসাকুল্যে স্কোরবোর্ডে ওঠে ২৪০ রান। কিন্তু ভারতীয় সমর্থকরা আশায় ছিলেন বোলাররা ম্যাচ জিতিয়ে দেশকে বিশ্বকাপ দেবেন। কিন্তু কোনও দিক থেকেই ১৯ নভেম্বর দিনটা টিম ইন্ডিয়ার ছিল না।

ICC World Cup 2023: 'হার খেলারই অঙ্গ', মনে করিয়ে বিরাট-রোহিতদের পাশে দাঁড়ালেন সচিন
ICC World Cup 2023: 'হার খেলারই অঙ্গ', মনে করিয়ে বিরাট-রোহিতদের পাশে দাঁড়ালেন সচিন
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 8:33 PM

আমেদাবাদ: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে অজি-বধ করে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু কোথায় কী। তেইশের বিশ্বকাপে (ICC World Cup 2023) সেমিফাইনাল অবধি সবচেয়ে সফল দল ছিল ভারত। ফাইনালের মঞ্চে সেরাটা উজাড় করে দিতে পারল না টিম ইন্ডিয়া। বিশ্বকাপ ফাইনালে প্রথমে তো টস হারেন রোহিত শর্মা। সর্বসাকুল্যে স্কোরবোর্ডে ওঠে ২৪০ রান। কিন্তু ভারতীয় সমর্থকরা আশায় ছিলেন বোলাররা ম্যাচ জিতিয়ে দেশকে বিশ্বকাপ দেবেন। কিন্তু কোনও দিক থেকেই ১৯ নভেম্বর দিনটা টিম ইন্ডিয়ার (Team India) ছিল না। তাই স্বপ্নভঙ্গ হয়েছে। এই কঠিন সময়ে ভারতীয় ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মনে করিয়ে দিলেন, ‘হার খেলারই অঙ্গ’। আর কী বললেন মাস্টার ব্লাস্টার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর পুরস্কার বিতরণীর সময় মাঠে ঢুকেছিলেন সচিন তেন্ডুলকর। সেই সময় বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে কথা বলেন তিনি। আজ, সোমবার সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়াকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানান তিনি। এবং ভারতের পাশে দাঁড়ান। সোশ্যাল মিডিয়া সাইট X এ তিনি লেখেন, ‘ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা। বড় মঞ্চে একটা গুরুত্বপূর্ণ দিনে ওরা ভালো ক্রিকেট খেলেছে। আর ভাগ্য সঙ্গ দেয়নি টিম ইন্ডিয়ার। একটা খারাপ দিন গোটা টুর্নামেন্টের স্বাদটাও নষ্ট করেছে। ক্রিকেটার, অনুরাগী ও শুভাকাঙ্খীদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। হার কিন্তু খেলারই অঙ্গ। কিন্তু মনে রাখা উচিত, এই দলটাই গোটা টুর্নামেন্টে নিজেদের একশো শতাংশ উজাড় করে দিয়েছিল।’

বিশ্বকাপ না পাওয়ার দুঃখ কতটা আর বিশ্বজয়ের আনন্দ কতটা দুটোই জানেন সচিন। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন সচিন। সেটি ছিল তাঁর কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। তার আগের ৫ বিশ্বকাপে তাঁকে হারের যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। ফলে এখন যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে ভারতীয় দল, সেটা তিনি জানেন। তাই রোহিতদের পাশে দাঁড়ালেন সচিন।