টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের রেকর্ড গেইলের
Chris Gayle: ২২ গজে ফের নয়া রেকর্ড গড়লেন ক্রিস গেইল।
সেন্ট লুসিয়া: তিনি ব্যাট হাতে ক্রিজে নামলে এখনও আগের মতোই তাণ্ডব চালান। বয়স যেন শুধুই একটা সংখ্যা মাত্র। ২২ গজে ফের নয়া রেকর্ড গড়লেন ক্রিস গেইল (Chris Gayle)। টি-টোয়েন্টিতে (T-20) ১৪ হাজার পূর্ণ করলেন ক্রিকেটের (Cricket) ইউনিভার্স বস।
Chris Gayle falls to Riley Meredith, but not before a trademark fifty, passing 14,000 T20 runs in the process!#WIvAUS | https://t.co/gtzSxh0BjZ pic.twitter.com/VY1N9XPczT
— ICC (@ICC) July 13, 2021
কুড়ি বিশ্বের ফরম্যাটে বিশ্বের একমাত্র ক্রিকেটার, যাঁর ঝুলিতে এত রান। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই এই নজির গড়লেন ক্রিস গেইল। ব্যক্তিগত ৫০ রানে পৌঁছতেই ১৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন ক্যারিবিয়ান জায়ান্ট। ৪৩১ টি-টোয়েন্টি ম্যাচে এখনও পর্যন্ত ১৪,০৩৮ রান করেছেন গেইল। তাঁর পরে রয়েছেন অপর ক্যারিবিয়ান ক্রিকেটার কায়রন পোলার্ড। ৫৪৫ ম্যাচে ১০,৮৩৬ রান করেছেন তিনি। ৯,৯২২ রান করে তালিকায় ৫ নম্বরে আছেন ভারতের বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন গেইল। কুড়ি বিশের ফরম্যাটে ২২টি শতরানও রয়েছে ক্রিকেটের ইউনিভার্সের দখলে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৩৮ বলে ৬৭ রান করেন ক্রিস গেইল। ইনিংসে সাজানো ৭টা ছয় আর ৪টে চার। গেইলের বিধ্বংসী ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়াকে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ এগিয়ে গেইলরা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই ক্রিস গেইলকে জাতীয় দলে ফেরায় ক্যারিবিয়ান নির্বাচকরা। ৪১ বছরেও ব্যাট হাতে ২২ গজে বিধ্বংসী ইনিংস খেলছেন গেইল।