IND vs SA: দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে বাড়ছে ধোঁয়াশা, সরকারি অনুমতির দাবি
Team India's tour of South Africa: এরই মধ্যে আবার আসরে নেমে পড়ছে কেন্দ্রীয় সরকার। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর স্পষ্ট বলছেন, ওই দেশের যা পরিস্থিতি, তাতে ভারতীয় টিম পাঠানোর আগে সরকারের অনুমতি নিতে হবে।
কলকাতা: করোনা (COVID 19) যতই ডালপালা মেলুক, যতই নতুন ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দিক, দক্ষিণ আফ্রিকা (South Africa) ক্রিকেট বোর্ড কিন্তু ভারতের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে মরিয়া। প্রয়োজনে দর্শকশূন্য মাঠে পুরো সিরিজ হবে। বায়ো বাবলের ক্ষেত্রেও কোনও রকম ঝুঁকি নেওয়া হবে না। তার পরও প্রশ্ন থেকে যাচ্ছে, বিরাট কোহলিদের কি দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া উচিত?
এরই মধ্যে আবার আসরে নেমে পড়ছে কেন্দ্রীয় সরকার। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর স্পষ্ট বলছেন, ওই দেশের যা পরিস্থিতি, তাতে ভারতীয় টিম পাঠানোর আগে সরকারের অনুমতি নিতে হবে। অনুরাগ বলেছেন, ‘শুধু বিসিসিআই নয়, যে কোনও বোর্ডের উচিত কোভিড সংক্রমাক কোনও দেশে টিম পাঠানোর আগে কেন্দ্রীয় সরকারের অনুমতি নেওয়া। যেখানে ঝুঁকি আছে, সেখানে টিম পাঠানো যায় না। বিসিসিআই আমাদের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চিত ভাবেই কথা বলব। আমাদের মতামত জানাব।’
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার এক নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। যা আরও মারাত্মক। তার পরই দক্ষিণ আফ্রিকাকে কার্যত নিষিদ্ধ করেছে ইউরোপের অধিকাংশ দেশ। এ নিয়ে বিশ্ব জুড়ে তুমুল আলোড়ন শুরু হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও। ৮ কিংবা ৯ ডিসেম্বর বিরাটরা ওই দেশে যাবেন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। যে সব মাঠে খেলা হওয়ার কথা এই সিরিজে, তাও পাল্টে ফেলা হতে পারে। যাতে নিরাপদ জায়গায় সব ম্যাচ হতে পারে।
যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিইও ফোলেতসি মোসেকি বলেছেন, ‘পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা যে ভাবে দর্শকশূন্য গ্যালারিতে সিরিজ আয়োজন করেছিলাম, ভারতের বিরুদ্ধেও সে ভাবে খেলতে পারি। তা ছাড়া আমাদের দেশের সরকার খুব ভালো করে জানে, আমরা বায়ো বাবলের ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি নিই না। তবে এই মুহূর্তে সরকারের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনও রাস্তা নেই। আমাদের অন্তত মনে হয় না যে, দক্ষিণ আফ্রিকার অবস্থা এতটাও খারাপ নয় যে, নতুন করে লকডাউন করতে হবে। সব দিক বিচার করে যে কারণে বলতে পারি, সফর নির্দিষ্ট সময়েই হচ্ছে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের কী ভাবনা? দক্ষিণ আফ্রিকা সফর যে ভারত চাইছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন ছোট কথায় বলেছেন, ‘কথা চলছে…!’
বোর্ডের আর এক কর্তা অবশ্য বলে দিচ্ছেন, ‘আপাতত সফরের কোনও বদল নেই। সূচি মেনেই তা হচ্ছে। পুরো পরিস্থিতির দিকে নজর রাখছি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এই কঠিন সময়ে একটাই আশা করা যেতে পারে, সব কিছু যেন নিয়ন্ত্রণে থাকবে। আর ভারতীয় টিম সফরে যাবে।’
আরও পড়ুন: IND vs NZ 1st Test Day 3 Live:বড়সড় ধাক্কা খেল ভারত, দ্বিতীয় ইনিংসের শুরুতেই আউট গিল